ETV Bharat / city

ফেসবুকে সাবধান ! বন্ধুত্বের আড়ালে হাজির হতে পারে 'শয়তান' - mahender kumar

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে কলকাতার এক যুবতির বিকৃত নগ্ন, অর্ধনগ্ন ছবি পোস্ট করার অভিযোগ । হরিয়ানা থেকে গ্রেপ্তার অভিযুক্ত মহেন্দ্র কুমার । তাকে রিমান্ডে আনার অনুমতি দিয়েছে আদালত ।

মহেন্দ্র কুমার
author img

By

Published : Jul 21, 2019, 6:08 AM IST

Updated : Jul 21, 2019, 6:20 AM IST

কলকাতা, ২১ জুলাই : ফেসবুকে কলকাতার এক যুবতিকে বন্ধুত্বের আহ্বান জানিয়েছিল হরিয়ানার মহেন্দ্র কুমার । সাত-পাঁচ না ভেবে বন্ধুত্ব গ্রহণ করে ছিলেন তিনি । তখন বুঝতেই পারেননি বন্ধুত্বের মুখোশ পরে মূর্তিমান শয়তান হাজির হয়েছে । ফেসবুকে টুকটাক কথা হত । অনুষ্ঠান, পার্বণে হত শুভেচ্ছা বিনিময় । এই পর্যন্ত সব ঠিকই ছিল । ধীরে ধীরে স্বমূর্তি ধারণ করে মহেন্দ্র । ওই যুবতির নামে ফেসবুকে একাধিক ফেক অ্যাকাউন্ট খুলে ফেলে । সেই অ্যাকাউন্টগুলো থেকে ছড়িয়ে দিতে শুরু করে বিকৃত নগ্ন, অর্ধনগ্ন ছবি ।

প্রাথমিকভাবে এই কাজ করতে মহেন্দ্রকে নিষেধ করেছিলেন ওই যুবতি । তখন মহেন্দ্র তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করে । এমন কী শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাবও দেয় । বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন ওই যুবতি । গত 10 মার্চ লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগ ছিল, এক ব্যক্তি তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে ফেসবুকে ।

ইনফরমেশন টেকনোলজির কয়েকটি ধারা, অপরাধের ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা । শুরু হয় তদন্ত । লালবাজার সূত্রে খবর, এই ঘটনার তদন্তে মূল ভূমিকা নেন সাইবার ক্রাইমের ইন্সপেক্টর শুক্লা সরকার । তদন্তে পুলিশ জানতে পারে অ্যাকাউন্টগুলো পরিচালিত হচ্ছে হরিয়ানা থেকে । সাইবার ক্রাইম শাখার একটি টিম যায় সেখানে । চিহ্নিত হয় অভিযুক্ত । জানা যায়, মহেন্দ্র কুমার ফতেহাবাদের বাসিন্দা । পেশায় রংমিস্ত্রি । তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

সোশাল মিডিয়ায় মহেন্দ্রর হ্যাপি সিং ওরফে কমল সিং নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে । ভুয়ো প্রোফাইল বানিয়ে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত সে । তারপর তাঁদের ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল করত । ধৃতকে গতকাল হরিয়ানার আদালতে পেশ করা হলে বিচারক তার 24 জুলাই পর্যন্ত ট্রানজ়িট রিমান্ডের অনুমতি দিয়েছেন । তাকে দ্রুত কলকাতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে লালবাজার সূত্রের খবর ।

কলকাতা, ২১ জুলাই : ফেসবুকে কলকাতার এক যুবতিকে বন্ধুত্বের আহ্বান জানিয়েছিল হরিয়ানার মহেন্দ্র কুমার । সাত-পাঁচ না ভেবে বন্ধুত্ব গ্রহণ করে ছিলেন তিনি । তখন বুঝতেই পারেননি বন্ধুত্বের মুখোশ পরে মূর্তিমান শয়তান হাজির হয়েছে । ফেসবুকে টুকটাক কথা হত । অনুষ্ঠান, পার্বণে হত শুভেচ্ছা বিনিময় । এই পর্যন্ত সব ঠিকই ছিল । ধীরে ধীরে স্বমূর্তি ধারণ করে মহেন্দ্র । ওই যুবতির নামে ফেসবুকে একাধিক ফেক অ্যাকাউন্ট খুলে ফেলে । সেই অ্যাকাউন্টগুলো থেকে ছড়িয়ে দিতে শুরু করে বিকৃত নগ্ন, অর্ধনগ্ন ছবি ।

প্রাথমিকভাবে এই কাজ করতে মহেন্দ্রকে নিষেধ করেছিলেন ওই যুবতি । তখন মহেন্দ্র তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করে । এমন কী শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাবও দেয় । বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন ওই যুবতি । গত 10 মার্চ লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগ ছিল, এক ব্যক্তি তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে ফেসবুকে ।

ইনফরমেশন টেকনোলজির কয়েকটি ধারা, অপরাধের ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা । শুরু হয় তদন্ত । লালবাজার সূত্রে খবর, এই ঘটনার তদন্তে মূল ভূমিকা নেন সাইবার ক্রাইমের ইন্সপেক্টর শুক্লা সরকার । তদন্তে পুলিশ জানতে পারে অ্যাকাউন্টগুলো পরিচালিত হচ্ছে হরিয়ানা থেকে । সাইবার ক্রাইম শাখার একটি টিম যায় সেখানে । চিহ্নিত হয় অভিযুক্ত । জানা যায়, মহেন্দ্র কুমার ফতেহাবাদের বাসিন্দা । পেশায় রংমিস্ত্রি । তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

সোশাল মিডিয়ায় মহেন্দ্রর হ্যাপি সিং ওরফে কমল সিং নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে । ভুয়ো প্রোফাইল বানিয়ে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত সে । তারপর তাঁদের ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল করত । ধৃতকে গতকাল হরিয়ানার আদালতে পেশ করা হলে বিচারক তার 24 জুলাই পর্যন্ত ট্রানজ়িট রিমান্ডের অনুমতি দিয়েছেন । তাকে দ্রুত কলকাতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে লালবাজার সূত্রের খবর ।

Intro:কলকাতা, ২১ জুলাই: একাধিক ফেক ফেসবুক অ্যাকাউন্ট। কলকাতার এক যুবতীর নামে। যেখানে ছড়িয়ে দেওয়া হয় তার নগ্ন,অর্ধ নগ্ন ছবি। রীতিমত জালিয়াতি করে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় দায়ের হয় অভিযোগ। সেই অভিযোগের সূত্র ধরে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। শীঘ্রই তাকে ট্রান্সজিট রিমান্ডে কলকাতায় হচ্ছে।Body:গত 10 মার্চ কলকাতা আসেন লালবাজারের সাইবার ক্রাইম থানায়। অভিযোগ করেন, এক ব্যক্তি তার ছবি বিকৃত করে নগ্ন এবং অর্ধ নতুন ছবি ছড়িয়ে দিচ্ছে ফেসবুকে। প্রাথমিকভাবে এই কাজ করতে ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন যুবতী। তখন তাকে ব্ল্যাকমেল শুরু হয় বলে অভিযোগ। সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি চাপ। শারীরিক সম্পর্ক তৈরি চাপও দেওয়া হয় যুবতীকে। তারপরে অন্য উপায় না দেখে পুলিশের শরণাপন্ন হন ওই যুবতী। ইনফরমেশন টেকনোলজির কয়েকটি ধারা, অপরাধের ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। শুরু হয় তদন্ত। Conclusion:লালবাজার সূত্রের খবর, এই ঘটনার তদন্তে মূল ভূমিকা নেন সাইবার ক্রাইম এর ইন্সপেক্টর শুক্লা সরকার। তুমি বুঝতে পারেন এই ঘটনা ঘটানো হচ্ছে হরিয়ানা থেকে। পুলিশের টিম যায় সেখানে। জানা যায় অভিযুক্ত ফতেহাবাদের বাসিন্দা মহেন্দর কুমার। বয়স 27। সোশ্যাল মিডিয়ায় যে নিজেকে পরিচালিত হ্যাপি সিং ওরফে কমল সিং হিসেবে। এমনিতে বাড়ি রং করার কাজ করে সে। ধৃতকে আজ হরিয়ানার আদালতে পেশ করা হলে বিচারক তার 24 জুলাই পর্যন্ত ট্রানজিট রিমান্ডের অনুমতি দিয়েছেন। তাকে দ্রুত কলকাতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে লালবাজার সূত্রের খবর।
Last Updated : Jul 21, 2019, 6:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.