কলকাতা , 27 নভেম্বর : মারাঠা রাজনীতি নিয়ে মাঝে বেশ ক'টা দিন তিনি চুপ ছিলেন ৷ গতকাল দেবেন্দ্র ফড়নবিশ পদত্যাগ করার পর মুখ খোলেন ৷ প্রত্যাশিত ভাবেই BJP সরকারকে আক্রমণ করেন ৷ এ বার নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পালা ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রে খবর মমতা হয়তো যাবেন না ৷ কাল রাজ্যের তিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, স্বভাবতই রাজ্যের প্রধান হিসেবে তাঁর অনেক কাজ-দায়িত্ব ৷ সেই কারণে এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি ৷
BJP বিরোধী মুখ হিসেবে সব সময়ই প্রথম সারিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বছরই তাঁর নেতৃত্বে 19 দলের ফেডেরাল ফ্রন্টের ডাক দিয়েছিলেন মমতাই ৷ কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যে BJP বিরোধী সরকার গঠনে মমতাকে মুখ করে লড়াই চালাতে চেয়েছেন সোনিয়া-শরদ-উদ্ধবরা ৷ চেষ্টা বার বার সফল হতে হতে কোথায় যেন সব আটকে যাচ্ছিল ৷ মহারাষ্ট্রে যে ভাবে BJP সরকার আটকে গেল, তাকে ফেডেরাল ফ্রন্টের সাফল্য হিসেবেই দেখেছেন মমতা ৷
প্রথম তিন দিন চুপ করে থাকলেও, গতকালই মুখ খোলেন তিনি ৷ বলেন, "ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।" এই বিষয়ে তিনি আরও বলেন , " ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন । উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে ।" মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে BJP -কে কটাক্ষ করেন মমতা । তাঁর বক্তব্য, "মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন ? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন । "
আগামীকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে সন্ধ্যা 6টা 30 মিনিটে শপথ গ্রহণ করবেন উদ্ধব ঠাকরে ৷ আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন, দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন মুখ্যমন্ত্রীরা ৷ আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
এর আগে একাধিকবার উদ্ধবের সঙ্গে বৈঠক করেছেন মমতা, বৈঠক হয়েছে নবান্নে ৷ এখন দেখার শিবাজি পার্কে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা থাকেন কি না ৷ যদি থাকেন সন্দেহ নেই নতুন রাজনৈতিক সমীকরণের যে সূচনা নবান্ন হয়েছিল, তা আরও গতি পাবে ৷