ETV Bharat / city

উদ্ধবের শপথে আমন্ত্রিত মমতা - Maharashtra State Government

মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও তিনি যাবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি ৷ কাল রাজ্যের তিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, স্বভাবতই রাজ্যের প্রধান হিসেবে তাঁর অনেক কাজ-দায়িত্ব ৷ সেই কারণে এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি ৷

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 27, 2019, 4:09 PM IST

Updated : Nov 27, 2019, 9:36 PM IST

কলকাতা , 27 নভেম্বর : মারাঠা রাজনীতি নিয়ে মাঝে বেশ ক'টা দিন তিনি চুপ ছিলেন ৷ গতকাল দেবেন্দ্র ফড়নবিশ পদত্যাগ করার পর মুখ খোলেন ৷ প্রত্যাশিত ভাবেই BJP সরকারকে আক্রমণ করেন ৷ এ বার নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পালা ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রে খবর মমতা হয়তো যাবেন না ৷ কাল রাজ্যের তিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, স্বভাবতই রাজ্যের প্রধান হিসেবে তাঁর অনেক কাজ-দায়িত্ব ৷ সেই কারণে এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি ৷

BJP বিরোধী মুখ হিসেবে সব সময়ই প্রথম সারিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বছরই তাঁর নেতৃত্বে 19 দলের ফেডেরাল ফ্রন্টের ডাক দিয়েছিলেন মমতাই ৷ কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যে BJP বিরোধী সরকার গঠনে মমতাকে মুখ করে লড়াই চালাতে চেয়েছেন সোনিয়া-শরদ-উদ্ধবরা ৷ চেষ্টা বার বার সফল হতে হতে কোথায় যেন সব আটকে যাচ্ছিল ৷ মহারাষ্ট্রে যে ভাবে BJP সরকার আটকে গেল, তাকে ফেডেরাল ফ্রন্টের সাফল্য হিসেবেই দেখেছেন মমতা ৷

প্রথম তিন দিন চুপ করে থাকলেও, গতকালই মুখ খোলেন তিনি ৷ বলেন, "ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।" এই বিষয়ে তিনি আরও বলেন , " ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন । উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে ।" মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে BJP -কে কটাক্ষ করেন মমতা । তাঁর বক্তব্য, "মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন ? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন । "

আগামীকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে সন্ধ্যা 6টা 30 মিনিটে শপথ গ্রহণ করবেন উদ্ধব ঠাকরে ৷ আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন, দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন মুখ্যমন্ত্রীরা ৷ আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এর আগে একাধিকবার উদ্ধবের সঙ্গে বৈঠক করেছেন মমতা, বৈঠক হয়েছে নবান্নে ৷ এখন দেখার শিবাজি পার্কে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা থাকেন কি না ৷ যদি থাকেন সন্দেহ নেই নতুন রাজনৈতিক সমীকরণের যে সূচনা নবান্ন হয়েছিল, তা আরও গতি পাবে ৷

কলকাতা , 27 নভেম্বর : মারাঠা রাজনীতি নিয়ে মাঝে বেশ ক'টা দিন তিনি চুপ ছিলেন ৷ গতকাল দেবেন্দ্র ফড়নবিশ পদত্যাগ করার পর মুখ খোলেন ৷ প্রত্যাশিত ভাবেই BJP সরকারকে আক্রমণ করেন ৷ এ বার নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পালা ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রে খবর মমতা হয়তো যাবেন না ৷ কাল রাজ্যের তিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, স্বভাবতই রাজ্যের প্রধান হিসেবে তাঁর অনেক কাজ-দায়িত্ব ৷ সেই কারণে এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি ৷

BJP বিরোধী মুখ হিসেবে সব সময়ই প্রথম সারিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বছরই তাঁর নেতৃত্বে 19 দলের ফেডেরাল ফ্রন্টের ডাক দিয়েছিলেন মমতাই ৷ কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যে BJP বিরোধী সরকার গঠনে মমতাকে মুখ করে লড়াই চালাতে চেয়েছেন সোনিয়া-শরদ-উদ্ধবরা ৷ চেষ্টা বার বার সফল হতে হতে কোথায় যেন সব আটকে যাচ্ছিল ৷ মহারাষ্ট্রে যে ভাবে BJP সরকার আটকে গেল, তাকে ফেডেরাল ফ্রন্টের সাফল্য হিসেবেই দেখেছেন মমতা ৷

প্রথম তিন দিন চুপ করে থাকলেও, গতকালই মুখ খোলেন তিনি ৷ বলেন, "ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।" এই বিষয়ে তিনি আরও বলেন , " ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন । উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে ।" মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে BJP -কে কটাক্ষ করেন মমতা । তাঁর বক্তব্য, "মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন ? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন । "

আগামীকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে সন্ধ্যা 6টা 30 মিনিটে শপথ গ্রহণ করবেন উদ্ধব ঠাকরে ৷ আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন, দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন মুখ্যমন্ত্রীরা ৷ আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এর আগে একাধিকবার উদ্ধবের সঙ্গে বৈঠক করেছেন মমতা, বৈঠক হয়েছে নবান্নে ৷ এখন দেখার শিবাজি পার্কে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা থাকেন কি না ৷ যদি থাকেন সন্দেহ নেই নতুন রাজনৈতিক সমীকরণের যে সূচনা নবান্ন হয়েছিল, তা আরও গতি পাবে ৷

Intro:কলকাতা, ২৭ নভেম্বর: আগামী কাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শিব সেনা প্রধান উদ্ভব থাকরে। বিশেষ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
Last Updated : Nov 27, 2019, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.