ETV Bharat / city

CAA-NRC-র প্রতিবাদে আজ নৈহাটিতে পদযাত্রা মমতার

নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও জাতীয় নাগরিপঞ্জির বিরুদ্ধে আজ উত্তর 24 পরগনার নৈহাটিতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । নৈহাটির সভামঞ্চ থেকে কী বার্তা দেন মমতা সে দিকে তাকিয়ে রাজ্য ।

West Bengal NRC protest
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 27, 2019, 10:13 AM IST

Updated : Dec 27, 2019, 12:14 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে প্রতিবাদ জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শহরে মিছিলের পরে আজ উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলনেত্রীর সঙ্গে দুপুরে এই পদযাত্রায় শামিল হবে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বরা ।


গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয় ব্যারাকপুর আসন। এর পরে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল সহ দমদম ও ব্যারাকপুর মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে বসেছিল। যদিও সুকৌশলে 'ড্যামেজ কন্ট্রোল' করতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব । BJP-র দখলে নেওয়া সেই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটিতেই আজ NRC ও CAA বিরোধী আন্দোলনের ঝড় তুলবেন মমতা। সেই সঙ্গে BJP-র বিরোধিতায় শামিল হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানবেন তিনি।

গতকাল কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রা করেন তিনি ৷ পদযাত্রার শুরু ও শেষ দুই জায়গা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন ৷ সেই সঙ্গে BJP-কে NRC, CAA ছাড়াও একাধিক ইশু নিয়ে তুলোধনা করেন তিনি ৷ তিনি বলেন, "অসমে NRC-র জেরে 40 লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে 4 জন মারা যায় ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে ৷ কিন্তু তাঁদের লখনউ এয়ারপোর্টের বাইরে বেরোতে দেয়নি ৷ 144 ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷"

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ তুলে তিনি বলেন, "দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার চলছে ৷ তাদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷ আমরা পড়ুয়াদের পাশে রয়েছি ৷"

কলকাতা, 27 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে প্রতিবাদ জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শহরে মিছিলের পরে আজ উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলনেত্রীর সঙ্গে দুপুরে এই পদযাত্রায় শামিল হবে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বরা ।


গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয় ব্যারাকপুর আসন। এর পরে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল সহ দমদম ও ব্যারাকপুর মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে বসেছিল। যদিও সুকৌশলে 'ড্যামেজ কন্ট্রোল' করতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব । BJP-র দখলে নেওয়া সেই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটিতেই আজ NRC ও CAA বিরোধী আন্দোলনের ঝড় তুলবেন মমতা। সেই সঙ্গে BJP-র বিরোধিতায় শামিল হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানবেন তিনি।

গতকাল কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রা করেন তিনি ৷ পদযাত্রার শুরু ও শেষ দুই জায়গা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন ৷ সেই সঙ্গে BJP-কে NRC, CAA ছাড়াও একাধিক ইশু নিয়ে তুলোধনা করেন তিনি ৷ তিনি বলেন, "অসমে NRC-র জেরে 40 লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে 4 জন মারা যায় ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে ৷ কিন্তু তাঁদের লখনউ এয়ারপোর্টের বাইরে বেরোতে দেয়নি ৷ 144 ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷"

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ তুলে তিনি বলেন, "দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার চলছে ৷ তাদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷ আমরা পড়ুয়াদের পাশে রয়েছি ৷"

Intro:কলকাতা, ২৭ ডিসেম্বর: শহরে টানা প্রতিবাদ মিছিল সম্পন্ন করার পরে আজ উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলনেত্রীর সঙ্গে দুপুরে এই পদযাত্রায় সামিল হবে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব ।


Body:গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয় ব্যারাকপুর আসন। এর পরে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল সহ দম দম ও ব্যারাকপুর মহাকুমার অন্তর্গত বেশ কয়েকটি পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে বসেছিল। যদিও সু কৌশলে তা ড্যামেজ কন্ট্রোল করতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব । বিজেপির দখলে নেওয়া সেই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটিতেই আজ NRC বিরোধী আন্দোলনের ঝড় তুলবেন মমতা। বিজেপি বিরোধিতায় সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানবেন তিনি।


Conclusion:
Last Updated : Dec 27, 2019, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.