কলকাতা, 21 ফেব্রুয়ারি : দেউচা-পাচামি প্রকল্পের ক্ষতিপূরণ সংক্রান্ত প্যাকেজ সংস্কার করল রাজ্য সরকার (Bengal govt change compensation package of Deucha Pachami Coal Block) । নবান্নের সাংবাদিক সম্মেলন করে সোমবার নয়া প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এদিন এই প্রকল্প সম্পন্ন করার জন্য তিনি সেখানকার সমস্ত পক্ষের সাহায্য চাইলেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেউচা-পাচামির এই প্রকল্প বাস্তবায়িত হলে গোটা এলাকার চেহারা বদলে যাবে কিছু কিছু ব্যবসায়ী উস্কানি দিয়ে প্রকল্পে বাধা দেওয়ার চেষ্টা করছে । সকলের কাছে আবেদন জানাচ্ছি এলাকার উন্নয়নের কথা ভেবে এই প্রকল্প রূপায়ণে সাহায্য করুন ।’’
তিনি স্পষ্ট করে দিয়েছেন জোর করে জমি অধিগ্রহণের পক্ষে তিনি নন (Bengal CM Mamata Banerjee says her govt will not forcefully take land for Deucha Pachami Coal Block) । বরং আলোচনার ভিত্তিতে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে । এদিন এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেউচা-পাচামি সরকার নিজে করছে । 35 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে দেউচা-পাচামিতে । এটা হলে আগামী 100 বছর বিদ্যুতের কোনও সংকট হবে না । বিদ্যুৎ সস্তা হয়ে যাবে ।’’
অতীতে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) এই প্রকল্পের জমিদাতা ও উপভোক্তাদের জন্য যে প্যাকেজ ঘোষণা করেছিলেন, তা সংশোধন করে নতুন প্যাকেজ ঘোষণা করা হল । নতুন প্যাকেজ অনুসারে জমির বদলে জমি দেওয়া হচ্ছেই । একই সঙ্গে জমিদাতাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, চাকরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার । ক্ষতিপূরণের নয়া প্যাকেজ অনুসারে যাঁদের বাড়ি এবং জমি দুটোই এই প্রকল্পের মধ্যে চলে যাচ্ছে, তাঁরা বিঘা প্রতি 13 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন ।
বসবাসযোগ্য জমি হস্তান্তরের জন্য পাবেন সাড়ে পাঁচ লাখ টাকা ৷ রাজ্য সরকারের তরফ থেকে তাদের পুনর্বাসন কলোনিতে 700 স্কোয়ার ফিটের বাড়ি তৈরি করে দেওয়া হবে । এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল 600 স্কোয়ার ফিটের বাড়ি দেওয়ার কথা । এদিন তা পরিবর্তন করে 700 স্কোয়ার ফিট করার কথা ঘোষণা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।
একই সঙ্গে মুখ্যসচিব ঘোষণা করেন, যাঁরা জমি দেবেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুসারে জুনিয়র পুলিশ কনস্টেবল, পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়া হবে । বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে যাঁদের, তাঁদের গ্রুপ সি বা তার সম যোগ্যতার চাকরি দেওয়া হবে । এদিন মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পে ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে অতীতে কখনোই কোনও প্রকল্পে তা করা হয়নি ।
সোমবার ক্যাবিনেট বৈঠকের পর তিনি বলেন, ‘‘তৎকালীন সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে দেউচা পাচামির (Deucha Pachami Coal Block) জমি নেওয়ার কোনও সম্পর্ক নেই । জোর করে কোনও জমি নেওয়া হচ্ছে না । যারা সানন্দে জমি দিতে চাইবেন, সেই জমি নেওয়া হবে । জোর জবরদস্তি করে জমি অধিগ্রহণ করা হবে না । একসঙ্গে তিনি জানিয়ে দেন শুধুমাত্র এই প্রকল্পের জন্য নতুন করে 5 হাজার পোস্ট তৈরি করা হয়েছে ।’’
আরও পড়ুন : Deucha Pachami Project : দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ : মুখ্যসচিব