ETV Bharat / city

কেন্দ্রের 1 হাজার নয়, প্রয়োজন 1 লাখ কোটি টাকা : মমতা - সাইক্লোন আমফান

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হেলিকপ্টারে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন ৷ আজ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন ৷

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 23, 2020, 3:54 PM IST

Updated : May 23, 2020, 6:20 PM IST

আলিপুর, 23 মে : আমফান বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যে আমফানের জেরে 86 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল বসিরহাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর আজ কাকদ্বীপে SDO অফিসে জেলা প্রশাসনিক ও মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি ৷ সাধারণ মানুষের সাহায্যার্থে সবরকম পদক্ষেপ করা হবে ৷ কোথাও কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমাদের এক হাজার কোটি নয়, প্রয়োজন এক লাখ কোটি ৷’’ প্রশাসনিক বৈঠকে কী কী বিষয়ে জোর দিলেন মুখ্যমন্ত্রী একনজরে দেখে নেব...

  • কেন্দ্রের থেকে 1 হাজার কোটি নয়, প্রয়োজন 1 লাখ কোটি টাকা
  • চারটি বড় চ্যালেঞ্জ- কোরোনা, পরিযায়ী শ্রমিক, লকডাউন ও প্রাকৃতিক বিপর্যয়
  • 29টি ব্লকে 76 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
  • 56টি নদী বাঁধ ভেঙে গেছে
  • 32টি নদীবাঁধে ফাটল ধরেছে
  • 81 হাজার 667 টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে
  • 51 টি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত
  • 4 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত
  • 3.2 লাখ মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত
  • 81টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত
  • ORS, অ্যান্টিভেনাম, জ্বরের ওষুধ তৈরি রাখতে হবে
  • ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলে মানুষের খাবারের ব্যবস্থা
  • 970017টি পশুর মৃত্যু
  • রেশন দোকান ভেঙে বা ডুবে গেলে তার স্থানান্তর
  • যাদের বই খাতা জলে নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আলাদাভাবে প্যাকেজ
  • আরও বেশি বাস চালাতে হবে
  • কেন্দ্রীয় দল আসলে ঠিক করে তথ্য সরবরাহ করবেন
  • জল জমে রয়েছে যেখানে, সেখানে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিতে হবে
  • টাস্ক ফোর্স তৈরি হোক দ্রুত কাজ করার জন্য
  • প্রাইভেট বাস পারলে চলুক ৷ কিন্তু ভাড়া বাড়বে না

আলিপুর, 23 মে : আমফান বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যে আমফানের জেরে 86 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল বসিরহাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর আজ কাকদ্বীপে SDO অফিসে জেলা প্রশাসনিক ও মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি ৷ সাধারণ মানুষের সাহায্যার্থে সবরকম পদক্ষেপ করা হবে ৷ কোথাও কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমাদের এক হাজার কোটি নয়, প্রয়োজন এক লাখ কোটি ৷’’ প্রশাসনিক বৈঠকে কী কী বিষয়ে জোর দিলেন মুখ্যমন্ত্রী একনজরে দেখে নেব...

  • কেন্দ্রের থেকে 1 হাজার কোটি নয়, প্রয়োজন 1 লাখ কোটি টাকা
  • চারটি বড় চ্যালেঞ্জ- কোরোনা, পরিযায়ী শ্রমিক, লকডাউন ও প্রাকৃতিক বিপর্যয়
  • 29টি ব্লকে 76 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
  • 56টি নদী বাঁধ ভেঙে গেছে
  • 32টি নদীবাঁধে ফাটল ধরেছে
  • 81 হাজার 667 টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে
  • 51 টি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত
  • 4 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত
  • 3.2 লাখ মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত
  • 81টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত
  • ORS, অ্যান্টিভেনাম, জ্বরের ওষুধ তৈরি রাখতে হবে
  • ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলে মানুষের খাবারের ব্যবস্থা
  • 970017টি পশুর মৃত্যু
  • রেশন দোকান ভেঙে বা ডুবে গেলে তার স্থানান্তর
  • যাদের বই খাতা জলে নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আলাদাভাবে প্যাকেজ
  • আরও বেশি বাস চালাতে হবে
  • কেন্দ্রীয় দল আসলে ঠিক করে তথ্য সরবরাহ করবেন
  • জল জমে রয়েছে যেখানে, সেখানে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিতে হবে
  • টাস্ক ফোর্স তৈরি হোক দ্রুত কাজ করার জন্য
  • প্রাইভেট বাস পারলে চলুক ৷ কিন্তু ভাড়া বাড়বে না
Last Updated : May 23, 2020, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.