ETV Bharat / city

"অনেকেই আমার মৃত্যু কামনা করছে", মমতার কথায় চোখে জল সুব্রত বক্সির - Subrata Bokshi cried

আজ কালীঘাটের বাড়ি থেকে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "অনেকেই আমার মৃত্যু কামনা করছে। কারণ আমি মারা গেলে ওই চেয়ারে তারা বসতে পারবে।" দলনেত্রীর মুখ থেকে এই কথা শুনে কেঁদে ফেলেন সুব্রত বক্মি ৷

Subrata Bokshi cried
সুব্রত বক্সি ও মমতা
author img

By

Published : Dec 4, 2020, 10:33 PM IST

কলকাতা, ৪ ডিসেম্বর : দলের সংকট পরিস্থিতি নিয়ে বৈঠকের মধ্যে তৈরি হল আবেগঘন পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথাতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির চোখের জল ফেলেছেন বলে সূত্রের খবর। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়েন দলনেত্রী। সান্ত্বনা দেন। তিনি বলেন, "শান্ত হোন। আপনি কাঁদবেন না। জল খান।"

একে একে বেসুরো হচ্ছেন তৃণমূলের বহু নেতা। তাঁদের বাগে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে শীর্ষ নেতৃত্বের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বিভিন্ন কৌশল নিচ্ছেন নেতারা। এই অবস্থায় আজ কালীঘাটের বাড়ি থেকে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৈঠকে নিজের হতাশা ও সংকটের কথা ব্যক্ত করেছেন বলেই খবর। সূত্রের খবর, মমতা বলে ফেলেন, "অনেকেই আমার মৃত্যু কামনা করছে। কারণ আমি মারা গেলে ওই চেয়ারে তারা বসতে পারবে।" দলনেত্রীর মুখ থেকে এই কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন বৈঠকে উপস্থিত নেতারা। এরইমধ্যে এই কথা শুনে তৃণমূলের রাজ্য সভাপতি কেঁদে ফেলেন বলেই খবর। জানা গেছে, মমতাকে সুব্রত বক্সি বলেন, "এমন কথা বলবেন না। আপনি শতায়ু হবেন। আমরা কেউ আপনার মৃত্যু কামনা করি না। দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে আপনার। সেই লড়াইয়ে আমরা সঙ্গে আছি। আপনার নেতৃত্বে বাংলা ভালো আছে। আপনি আমাদের পথ দেখাবেন। আপনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাব।"

আরও পড়ুন :"সাহস থাকলে সঙ্গে থাকুন, না হলে লুটেরাদের কাছে যান"

সুব্রত বক্সির এই পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় হতচকিত হয়ে যান বলেই জানা গিয়েছে। তৎক্ষণাৎ তিনি তাঁকে শান্ত হতে পরামর্শ দেন। সুব্রত বক্সি অবশ্য নিজেকে সামলে নেন। এরপর বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানান তিনি। 21- এর লড়াই গোটা দলকে পাখির চোখ করতে হবে বলে মমতার সামনেই দলীয় নেতাদের বার্তা দেন বক্সি।

কলকাতা, ৪ ডিসেম্বর : দলের সংকট পরিস্থিতি নিয়ে বৈঠকের মধ্যে তৈরি হল আবেগঘন পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথাতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির চোখের জল ফেলেছেন বলে সূত্রের খবর। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়েন দলনেত্রী। সান্ত্বনা দেন। তিনি বলেন, "শান্ত হোন। আপনি কাঁদবেন না। জল খান।"

একে একে বেসুরো হচ্ছেন তৃণমূলের বহু নেতা। তাঁদের বাগে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে শীর্ষ নেতৃত্বের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বিভিন্ন কৌশল নিচ্ছেন নেতারা। এই অবস্থায় আজ কালীঘাটের বাড়ি থেকে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৈঠকে নিজের হতাশা ও সংকটের কথা ব্যক্ত করেছেন বলেই খবর। সূত্রের খবর, মমতা বলে ফেলেন, "অনেকেই আমার মৃত্যু কামনা করছে। কারণ আমি মারা গেলে ওই চেয়ারে তারা বসতে পারবে।" দলনেত্রীর মুখ থেকে এই কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন বৈঠকে উপস্থিত নেতারা। এরইমধ্যে এই কথা শুনে তৃণমূলের রাজ্য সভাপতি কেঁদে ফেলেন বলেই খবর। জানা গেছে, মমতাকে সুব্রত বক্সি বলেন, "এমন কথা বলবেন না। আপনি শতায়ু হবেন। আমরা কেউ আপনার মৃত্যু কামনা করি না। দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে আপনার। সেই লড়াইয়ে আমরা সঙ্গে আছি। আপনার নেতৃত্বে বাংলা ভালো আছে। আপনি আমাদের পথ দেখাবেন। আপনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাব।"

আরও পড়ুন :"সাহস থাকলে সঙ্গে থাকুন, না হলে লুটেরাদের কাছে যান"

সুব্রত বক্সির এই পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় হতচকিত হয়ে যান বলেই জানা গিয়েছে। তৎক্ষণাৎ তিনি তাঁকে শান্ত হতে পরামর্শ দেন। সুব্রত বক্সি অবশ্য নিজেকে সামলে নেন। এরপর বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানান তিনি। 21- এর লড়াই গোটা দলকে পাখির চোখ করতে হবে বলে মমতার সামনেই দলীয় নেতাদের বার্তা দেন বক্সি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.