কলকাতা, 22 জুন : 2010-11 থেকে 2020-21 অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বাংলায় বৃদ্ধির (Growth in Agriculture Sector) হার দেশের প্রথম সারির রাজ্যগুলির চেয়ে ভাল ৷ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানকে তুলে ধরে বুধবার বিধানসভায় একথা বললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চাট্টোপাধ্যায় (Bengal Agriculture Minister Sovandeb Chatterjee) ৷
এদিন প্রশ্নোত্তর পর্বে কান্দির বিধায়ক তৃণমূলের (Trinamool Congress) অপূর্ব সরকারের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী কৃষিতে রাজ্যের অগ্রগতি নিয়ে বিস্তারিত সাফল্যের ফিরিস্তি দিয়েছেন । একই সঙ্গে তাঁর অভিযোগ, 2020-21 আর্থিক বছরে কেন্দ্রর পাঠানো সারের পরিমাণ বরাদ্দের চেয়ে ছিল অনেক কম ।
এদিন আলাদা আলাদা করে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বৃদ্ধির হার কত, তা তুলে ধরেন মন্ত্রী । এক্ষেত্রে তিনি জানিয়েছেন, ধানের ক্ষেত্রে বাংলার বৃদ্ধির হার পঞ্জাবের থেকে ভাল । পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় ধানের বৃদ্ধি হার যেখানে 1.884, সেখানে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের হার যথাক্রমে 1.694 এবং 1.849 । ভুট্টাতেও বাংলার বৃদ্ধির হার (23.68) মধ্যপ্রদেশ (15.93), কর্ণাটক (0.94) ও তেলঙ্গানা (0.03)-র চেয়ে অনেক বেশি ।
মন্ত্রীর কথায়, "আমরা ডাল শস্য উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির চেয়ে এগিয়ে চলেছি । আমাদের বৃদ্ধির হার 11.46 এবং রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বৃদ্ধির হার যথাক্রমে 4.43, 4.48 ও 3.73 ।’’
তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সামগ্রিক খাদ্যশস্যের বৃদ্ধির হারে উত্তর প্রদেশ এবং পঞ্জাবের চেয়েও বাংলা এগিয়ে রয়েছে । খাদ্যশস্য উৎপাদনে যেখানে রাজ্যের বৃদ্ধির হার 2.81, সেখানে উত্তরপ্রদেশের হার 1.82 এবং পঞ্জাবের হার 1.05 ।
এদিন সার বণ্টন নিয়েও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী । তাঁর মতে, 2021-22 খরিফ মরসুমের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সারের বরাদ্দ ছিল যথাক্রমে 15.8 লক্ষ মেট্রিক টন (রাসায়নিক) ও 11.29 লক্ষ মেট্রিক টন (জৈব) । কিন্তু রাজ্য 2021-22 অর্থবছরে এখনও পর্যন্ত 32.72 লাখ মেট্রিক টন রাসায়নিক সার এবং 161.65 লক্ষ মেট্রিক টন জৈব সার কৃষির জন্য ব্যবহার করেছে ।
আরও পড়ুন : Bengal Minister on Environment : পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবেশমন্ত্রী, চান নাগরিক সচেতনতা