কলকাতা, 21 জুন : পরিবেশ দিবস (World Environment Day) গিয়েছে দু’দিন আগেই । মঙ্গলবার ছিল বিশ্ব যোগ দিবস (International Yoga Day) । এই যোগ দিবসে রাজ্যবাসী যখন নিজেদের স্বাস্থ্য নিয়ে চর্চা করছে, ঠিক তখন বিধানসভায় দাঁড়িয়ে পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পরিবেশমন্ত্রী রত্না দে নাগ (Bengal Minister Ratna De Nag) । বিশেষ করে যেভাবে উষ্ণায়ন হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি (Mamata Government Minister Expresses Concern About Environment in Bengal Assembly) । যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) যোগ দিবসকে আলাদা করে গুরুত্ব দেয় না । তবে মন্ত্রী মনে করছেন, ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের স্বাস্থ্য নিয়ে সচেতনতাও জরুরি ।
বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Sankar Ghosh) অভিযোগ তোলেন, তাঁদের জেলায় যেমন খুশি তেমন করে নয়ানজুলি বোজানো হচ্ছে । এ বিষয়ে কী পদক্ষেপ করছে রাজ্য সরকার ? যদিও এ বিষয়ে মন্ত্রী জানান, নয়ানজুলি নিয়ে কিছু বলতে পারে সেচ দফতর ৷ এই বিষয়টি সেচ দফতরের আওতাভুক্ত । তবে পরিবেশ দফতর জলাশয় বোজানোর বিরুদ্ধে । কারণ, জলাশয় বুজিয়ে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ।
মন্ত্রী আরও জানান, এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট । তবে কড়া শাস্তির পরিবর্তে মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা চাইছেন পরিবেশমন্ত্রী । তিনি মনে করছেন, পরিবেশ সম্পর্কে সচেতন হলে আলাদা করে আর শাস্তির প্রয়োজন পড়বে না ।
তবে এদিন মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের অসচেতনতার জন্য যেভাবে সবুজ নিধনযজ্ঞ চলছে, তাতে নিজেদের বিপদ ডেকে আনা হচ্ছে । আর সেই কারণেই তাঁর দফতর জোর দিয়েছে সবুজায়নের ওপর । একমাত্র সবুজায়নের মাধ্যমেই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । এক্ষেত্রে নাগরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি । একদিকে পরিবেশ দফতরের তরফ থেকে বনদফতরের সঙ্গে যৌথভাবে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে, অন্যদিকে চলছে প্রচার ।
আরও পড়ুন : KMC to Protect Environment : বেহালায় পুকুর সংস্কার, পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ পৌরনিগমের