কলকাতা, 14 মার্চ : লন্ডনের টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশন (London Tube Rail Whitechappel Station) ৷ সেই স্টেশনের নাম ইংরেজির সঙ্গে বাংলাতেও লেখা হয়েছে ৷ যে ছবি দেখে আপ্লুত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Feels Proud as London Tube Rail use Bengali Language in Whitechappel Station) ৷
সোমবার সকালে তিনি এই নিয়ে দু’টি টুইট করেন ৷ ওই টুইটে তিনি এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee) লিখেছেন, ‘‘হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে জানতে পেরে গর্বিত ৷ এর ফলে বোঝা যাচ্ছে সারা বিশ্বে এক হাজার বছরের পুরনো এই ভাষার গুরুত্ব বাড়ছে ৷’’
দ্বিতীয় টুইটে মমতার আবেদন, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রবাসী ভারতীদের একসঙ্গে চেষ্টা করা উচিত ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে, লন্ডনের স্টেশনের নাম বাংলা ভাষায় লেখা আসলে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের জয় ৷
-
It underlines that the diaspora should work together in common cultural directions. It is a victory of our culture and heritage.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It underlines that the diaspora should work together in common cultural directions. It is a victory of our culture and heritage.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022It underlines that the diaspora should work together in common cultural directions. It is a victory of our culture and heritage.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022
কয়েকদিন আগে লন্ডনের টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তাতে দেখা যায় যে ওই স্টেশনের নাম বাংলাতেও লেখা রয়েছে ৷ যা নিয়ে উচ্ছ্বসিত সারা বিশ্বের বাঙালি ৷
আরও পড়ুন : Mamata Banerjee Wishes Farmers: কৃষক দিবসে কৃষিজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর