কলকাতা, 21 জুলাই : শহিদ দিবসের মঞ্চ (TMCs 21 July Rally) থেকে একদিকে যখন বিজেপিকে (BJP) আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee), অন্যদিকে বার্তা দিলেন দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য়ে ৷ আগামিদিনে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) তিনি কীভাবে দেখতে চান, সেই বার্তাও এদিন ধর্মতলা থেকে দিয়েছেন মমতা ৷ তৃণমূল নেত্রীর কথায়, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক ৷ আর সেই দলটা হোক তৃণমূল কংগ্রেস ৷
একই সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের আরও সহজ-সরল জীবনযাপনের পরামর্শ দিয়েছেন ৷ জানিয়েছেন যে তিনি চান তৃণমূলের বিধায়করা রিকশায় ঘুরুন, কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে জনসংযোগ করুন ৷
পাশাপাশি তৃণমূলের নামে যাতে কেউ টাকা না তোলে সেই বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন তিনি ৷ কেউ এমন করলে থানায় গিয়ে অভিযোগ জানানোর নির্দেশও দিয়েছেন মমতা ৷
একই সঙ্গে তিনি আগামিদিনে তৃণমূলের বেশ কয়েকটি কর্মসূচির উল্লেখও করেছেন ৷ জানিয়েছেন, 28 অগস্টের পরিবর্তে 29 তারিখ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করা হবে ৷ 9 অগস্ট আদবাসী দিবস (Adivasi Divas) উদযাপন ও ভারত ছাড়ো আন্দোলন নিয়ে কর্মসূচি করা হবে ৷
তিনি জানান, আগামী 1 সেপ্টেম্বর কলকাতায় দুর্গাপুজোকে (Durga Puja) কেন্দ্র করে বিশাল মিছিলের আয়োজন করা হবে ৷ তার আগে 22 অগস্ট ব্লকে ব্লকে দুর্গাপুজো নিয়ে কর্মসূচি করা হবে ৷
আরও পড়ুন : Mamata Banerjee: মানুষের বৃষ্টি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে, হুঁশিয়ারি মমতার