ETV Bharat / city

কোরোনা আক্রান্ত নাড্ডার দ্রুত সুস্থতা কামনা করে টুইট মমতার - Mamata Banerjee tweeted

আজ বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজেই টুইট করে জানিয়েছিলেন, তিনি কোরোনায় আক্রান্ত । এর কিছুক্ষণ পরই তাঁর সুস্থতা কামনা করে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata Banerjee tweeted wishing JP Nadda
Mamata Banerjee tweeted wishing JP Nadda
author img

By

Published : Dec 13, 2020, 8:37 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: রাজনীতির ময়দানে আক্রমণ পালটা আক্রমণ অব্যাহত । বিশেষ করে কনভয়ে হামলার পর থেকে একে অপরকে কখনও নাম করে আবার কখনও নাম না করে আক্রমণ শানিয়েছেন নাড্ডা ও মমতা । কিন্তু জেপি নাড্ডা কোরোনায় আক্রান্ত হয়েছেন শুনে তাঁর সুস্থতা কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজেই টুইট করে জানিয়েছিলেন, তিনি কোরোনায় আক্রান্ত । এর কিছু সময় পরই নাড্ডার সুস্থতা কামনা করে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধে 7টা বেজে 3মিনিটে করা টুইটে তিনি লেখেন, "শুনলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । এই সময় আমার প্রার্থনা রইল তাঁর ও তাঁর পরিবারের প্রতি ।"

  • Heard about BJP National President Shri @JPNadda testing positive for COVID-19. Wishing him a speedy recovery and good health. My prayers are with him and his family during this time.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা

9 ও 10 ডিসেম্বর রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা । সেখানে কর্মীসভা করার পাশাপাশি একটি সাধারণ সভাতেও যোগ দেন তিনি । এরপরই আজ কোরোনা আক্রান্ত হওয়ার কথা জানান ।

কলকাতা, 13 ডিসেম্বর: রাজনীতির ময়দানে আক্রমণ পালটা আক্রমণ অব্যাহত । বিশেষ করে কনভয়ে হামলার পর থেকে একে অপরকে কখনও নাম করে আবার কখনও নাম না করে আক্রমণ শানিয়েছেন নাড্ডা ও মমতা । কিন্তু জেপি নাড্ডা কোরোনায় আক্রান্ত হয়েছেন শুনে তাঁর সুস্থতা কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজেই টুইট করে জানিয়েছিলেন, তিনি কোরোনায় আক্রান্ত । এর কিছু সময় পরই নাড্ডার সুস্থতা কামনা করে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধে 7টা বেজে 3মিনিটে করা টুইটে তিনি লেখেন, "শুনলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । এই সময় আমার প্রার্থনা রইল তাঁর ও তাঁর পরিবারের প্রতি ।"

  • Heard about BJP National President Shri @JPNadda testing positive for COVID-19. Wishing him a speedy recovery and good health. My prayers are with him and his family during this time.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা

9 ও 10 ডিসেম্বর রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা । সেখানে কর্মীসভা করার পাশাপাশি একটি সাধারণ সভাতেও যোগ দেন তিনি । এরপরই আজ কোরোনা আক্রান্ত হওয়ার কথা জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.