কলকাতা, ২২ জানুয়ারি: রাজীব বন্দ্যোপাধ্যায়ের বনদপ্তরের দায়িত্বভার আপাতত নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নির্বাচনের মুখে এই দপ্তরের দায়িত্বভার নতুন করে অন্য কাউকে দিতে চান না মুখ্যমন্ত্রী । অন্য একাধিক দপ্তর থাকার পাশাপাশি বনদপ্তরেরও অতিরিক্ত দায়িত্বভার চাপল মুখ্যমন্ত্রীর কাঁধে।
ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ও বিধায়ক পদ ছাড়েননি তিনি। দুই-একদিনের মধ্যে এই দুটো পদও ছেড়ে দিতে পারেন রাজীব।
এর আগে শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া সেচ ও পরিবহন দপ্তরও সাময়িকভাবে নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে মাত্র কয়েক দিনের জন্য অন্য কাউকে দায়িত্বভার দিতে চাইছেন না তিনি ।
আরও পড়ুন:'বাধ্য হয়ে' চোখের জলে মমতার মন্ত্রিসভাকে বিদায় রাজীবের
আজ নিজের ফেসবুক পেজে প্রথমে মন্ত্রিসভা থেকে ইস্তফার খবর ঘোষণা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন। তার পর তিনি চলে যান রাজভবনে৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাতেও তুলে দেন পদত্যাগপত্র৷ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ বলেন, "আমাকে না জানিয়ে দপ্তর বদল করা হয়েছিল। আমি আহত হয়েছিলাম। আহত না হলে এই সিদ্ধান্ত নিতাম না।" কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়।