ETV Bharat / city

দিল্লিতে তৃণমূলের একুশে জুলাই, রাজপথে শোনা যাবে মমতার ভাষণ - একুশের দিল্লি যাত্রা

করোনা পরিস্থিতিতে এবারও একুশে জুলাই ভার্চুয়াল সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস ৷ সেই সমাবেশ দেখা যাবে দিল্লিতেও ৷ তোড়জোড় শুরু ঘাসফুল শিবিরের ৷

mamata banerjee virtual speech on 21 july will broadcast by trinamool congress at new delhi
একুশের দিল্লি যাত্রা, রাজধানীর রাজপথেই শোনা যাবে মমতার ভাষণ
author img

By

Published : Jul 14, 2021, 6:26 PM IST

কলকাতা, 14 জুলাই : এবার দিল্লিতে একুশে জুলাই পালন করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । শাসকদল সূত্রে এমন খবরই মিলেছে । জানা গিয়েছে, দিল্লিতে ডায়মন্ডহারবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল । বিরাট জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেখানে মমতার একুশের কর্মসূচি দেখানোর ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও একাধিক পয়েন্টে একই ব্যবস্থা রাখা হচ্ছে । ফলে বলা যায় দিল্লির রাজপথেও এবার মমতার ভাষণ পৌঁছে যাবে ।

মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার তখতে হ্যাট্রটিক করেছেন তিনি ৷ এবার লক্ষ্য দিল্লি ৷ সেই লক্ষ্যেই এবার নজিরবিহীনভাবে দেশের রাজধানীর রাজপথেও 21 জুলাইয়ের অনুষ্ঠানকে নিয়ে যাওয়ার ঘটনাকে নজিরবিহীন হিসেবেই দেখছে রাজনৈতিক মহল । করোনা আবহে গত বছরের মতো এ বছরও জমায়েত নয়, বরং তা তৃণমূল নেত্রী ভরসা রেখেছেন ভার্চুয়াল সমাবেশে । তবে বাংলার পাশাপাশি এবার দিল্লিতেও একাধিক পয়েন্টে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শোনা যাবে দিদির ভাষণ ৷

আরও পড়ুন : রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা

স্বভাবতই, তৃণমূলের অন্দরে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা ৷ দলীয় সূত্রের খবর, দিল্লির একাধিক পয়েন্টে তৃণমূলের 21 জুলাই পালন করার জন্য হাজির থাকবেন দলের সাংসদরা ৷ প্রতিটি পয়েন্ট থেকে জায়ান্ট স্ক্রিনের সাহায্যে নেত্রীর ভাষণ দিল্লির আম আদমির কাছে পৌঁছে দেওয়া হবে ৷

প্রসঙ্গত, একুশ উদযাপনে এবার 27 বছরে পড়ছে ৷ নির্বাচনের আগে একদিকে নারদ কাণ্ডে একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়া, অন্যদিকে গেরুয়া ঝড়ের জেরে এবারের নির্বাচনে কার্যত বাংলার তখতে থাকা না থাকা নিয়েই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল তৃণমূল ৷ সেখান থেকে 213টি আসনে জয় ৷ যার সিংহভাগ কৃতিত্বই যে তৃণমূল নেত্রীর প্রাপ্য, তা মানছে বিরোধী শিবিরও ৷ ভোটের সময় মমতার মুখে শোনা গিয়েছিল, ‘‘দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি ৷ এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আগে বাংলাকে বাঁচাতে হবে ৷’’

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট, নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ

একুশে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখেই সেই দেশ বাঁচানোর কর্মসূচি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস । সেই লক্ষ্যেই দিল্লির অলিতে-গলিতে এবার গুঞ্জরিত হবে মমতা বন্দোপাধ্যায়ের কণ্ঠ । ঘুরিয়ে বললে মা-মাটি-মানুষের কণ্ঠ ।

কলকাতা, 14 জুলাই : এবার দিল্লিতে একুশে জুলাই পালন করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । শাসকদল সূত্রে এমন খবরই মিলেছে । জানা গিয়েছে, দিল্লিতে ডায়মন্ডহারবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল । বিরাট জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেখানে মমতার একুশের কর্মসূচি দেখানোর ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও একাধিক পয়েন্টে একই ব্যবস্থা রাখা হচ্ছে । ফলে বলা যায় দিল্লির রাজপথেও এবার মমতার ভাষণ পৌঁছে যাবে ।

মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার তখতে হ্যাট্রটিক করেছেন তিনি ৷ এবার লক্ষ্য দিল্লি ৷ সেই লক্ষ্যেই এবার নজিরবিহীনভাবে দেশের রাজধানীর রাজপথেও 21 জুলাইয়ের অনুষ্ঠানকে নিয়ে যাওয়ার ঘটনাকে নজিরবিহীন হিসেবেই দেখছে রাজনৈতিক মহল । করোনা আবহে গত বছরের মতো এ বছরও জমায়েত নয়, বরং তা তৃণমূল নেত্রী ভরসা রেখেছেন ভার্চুয়াল সমাবেশে । তবে বাংলার পাশাপাশি এবার দিল্লিতেও একাধিক পয়েন্টে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শোনা যাবে দিদির ভাষণ ৷

আরও পড়ুন : রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা

স্বভাবতই, তৃণমূলের অন্দরে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা ৷ দলীয় সূত্রের খবর, দিল্লির একাধিক পয়েন্টে তৃণমূলের 21 জুলাই পালন করার জন্য হাজির থাকবেন দলের সাংসদরা ৷ প্রতিটি পয়েন্ট থেকে জায়ান্ট স্ক্রিনের সাহায্যে নেত্রীর ভাষণ দিল্লির আম আদমির কাছে পৌঁছে দেওয়া হবে ৷

প্রসঙ্গত, একুশ উদযাপনে এবার 27 বছরে পড়ছে ৷ নির্বাচনের আগে একদিকে নারদ কাণ্ডে একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়া, অন্যদিকে গেরুয়া ঝড়ের জেরে এবারের নির্বাচনে কার্যত বাংলার তখতে থাকা না থাকা নিয়েই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল তৃণমূল ৷ সেখান থেকে 213টি আসনে জয় ৷ যার সিংহভাগ কৃতিত্বই যে তৃণমূল নেত্রীর প্রাপ্য, তা মানছে বিরোধী শিবিরও ৷ ভোটের সময় মমতার মুখে শোনা গিয়েছিল, ‘‘দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি ৷ এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আগে বাংলাকে বাঁচাতে হবে ৷’’

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট, নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ

একুশে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখেই সেই দেশ বাঁচানোর কর্মসূচি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস । সেই লক্ষ্যেই দিল্লির অলিতে-গলিতে এবার গুঞ্জরিত হবে মমতা বন্দোপাধ্যায়ের কণ্ঠ । ঘুরিয়ে বললে মা-মাটি-মানুষের কণ্ঠ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.