কলকাতা, 24 মে: গোর্খাল্যান্ড কামতাপুর রাজ্যের দাবি উঠেছিল আগেই । বিজেপির জন বার্লা আনন্দময় বর্মনরা তুলেছেন পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি । সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পুরুলিয়ার সাংসদ সৌমিত্র খাঁ তুলেছেন পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি । এরই মাঝে আগামী 29 তারিখ জঙ্গলমহলের 2 গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata district visit)। তার আগে বিজেপি নেতার জঙ্গলমহলকে আলাদা রাজ্যের দাবি তোলা ভীষণ ভাবে তাৎপর্যপূর্ণ ।
এখনও পর্যন্ত যা খবর, 29 মে কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to tour Purulia Bankura from 29 May)। সে দিন রাতে সেখানেই রাত্রিবাস করবেন তিনি । পরের দিন অর্থাৎ 30মে পুরুলিয়ায় প্রশাসনিক সভা ৷ একইসঙ্গে বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি । এরপর সেখান থেকে বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী । সেখানে রাত্রিবাস করার পর 31মে তিনি বাকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন । ওইদিনই আবার একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে মুখ্যমন্ত্রীর । সেখান থেকে আগামী 1 জুন কলকাতায় ফিরবেন মমতা ।
আরও পড়ুন: Mamata on Fuel Price : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা
পৌরভোটের পর জেলা সফর জঙ্গলমহল দিয়েই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি তিনি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফর করে কলকাতায় ফিরেছেন । তারপরেই আবার জঙ্গলমহলের আরও দুটি জেলায় তাঁর যাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।