ETV Bharat / city

Titagarh Wagon Factory Inauguration: তৈরি হবে পুনে মেট্রোর কোচ, উত্তর পাড়ায় আজ টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির উদ্বোধনে মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

তৈরি হবে পুনে মেট্রোর কোচ (Pune Metro)৷ উত্তর পাড়ায় আজ টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির (Titagarh Wagon Factory Inauguration) উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

Mamata Banerjee to inaugurate Titagarh Wagon Factory at Uttarpara
তৈরি হবে পুনে মেট্রোর কোচ, উত্তর পাড়ায় আজ টিটাগর ওয়াগান ফ্যাক্টরির উদ্বোধনে মমতা
author img

By

Published : Jul 27, 2022, 12:04 PM IST

কলকাতা, 27 জুলাই: রাজ্যের শিল্পমন্ত্রী যখন ইডির হেফাজতে প্রশ্নবাণের মুখোমুখি, ঠিক তখনই রাজ্যের শিল্প মানচিত্রে একটা নতুন মাইলস্টোন যোগ হতে চলেছে । আজ দুপুরে হুগলির উত্তর পাড়ায় হিন্দমোটরের জমিতেই টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখনও পর্যন্ত যা খবর, ওই মঞ্চ থেকেই পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরিও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । একটা সময় উত্তরপাড়ার হিন্দমোটরের এই কারখানা ছিল বাংলার গর্ব (Titagarh Wagon Factory Inauguration)।

প্রসঙ্গত, পুনে মেট্রো আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো হতে চলেছে । আর এই আধুনিকতম মেট্রোটি বানানোর দায়িত্ব পেয়েছে বাংলা । বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুনে মেট্রোর কোচ । যা উত্তর পাড়ার এই কারখানা থেকে বানানো হবে । আজ উদ্বোধনের পর থেকেই শুরু হবে এর কাজ । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রযুক্তির মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই । এ ছাড়া অত্যাধুনিক এই কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে মালগাড়ির কোচও । ইতালীয় এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কারখানা শুধু রাজ্য নয়, দেশের জন্য গর্ব হতে চলেছে । কাজেই আজ এই কর্মসূচির দিকে রাজ্যবাসীর নজর থাকবে ।

আরও পড়ুন: পার্থর 'অ্যারেস্ট মেমো'য় মমতার নাম, মোবাইল নম্বর ! ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব

টিটাগড় ওয়াগান ফ্যাক্টরি করোনা অতিমারি চলাকালীন আর্থিক সমস্যায় পড়ে । সে সময় সেই সমস্যার জন্য ইতালীয় সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করে । ইতালীয় সংস্থা ফায়ারমা, যেটি ইউরোপে রেল প্রকল্পগুলি সম্পাদন করছে, সেটি পুনে মেট্রোর জন্য ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কোচ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তাদের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ শুরু হচ্ছে । যার সুফল দেখতে পাবে রাজ্যের মানুষ ।

কলকাতা, 27 জুলাই: রাজ্যের শিল্পমন্ত্রী যখন ইডির হেফাজতে প্রশ্নবাণের মুখোমুখি, ঠিক তখনই রাজ্যের শিল্প মানচিত্রে একটা নতুন মাইলস্টোন যোগ হতে চলেছে । আজ দুপুরে হুগলির উত্তর পাড়ায় হিন্দমোটরের জমিতেই টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখনও পর্যন্ত যা খবর, ওই মঞ্চ থেকেই পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরিও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । একটা সময় উত্তরপাড়ার হিন্দমোটরের এই কারখানা ছিল বাংলার গর্ব (Titagarh Wagon Factory Inauguration)।

প্রসঙ্গত, পুনে মেট্রো আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো হতে চলেছে । আর এই আধুনিকতম মেট্রোটি বানানোর দায়িত্ব পেয়েছে বাংলা । বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুনে মেট্রোর কোচ । যা উত্তর পাড়ার এই কারখানা থেকে বানানো হবে । আজ উদ্বোধনের পর থেকেই শুরু হবে এর কাজ । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রযুক্তির মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই । এ ছাড়া অত্যাধুনিক এই কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে মালগাড়ির কোচও । ইতালীয় এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কারখানা শুধু রাজ্য নয়, দেশের জন্য গর্ব হতে চলেছে । কাজেই আজ এই কর্মসূচির দিকে রাজ্যবাসীর নজর থাকবে ।

আরও পড়ুন: পার্থর 'অ্যারেস্ট মেমো'য় মমতার নাম, মোবাইল নম্বর ! ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব

টিটাগড় ওয়াগান ফ্যাক্টরি করোনা অতিমারি চলাকালীন আর্থিক সমস্যায় পড়ে । সে সময় সেই সমস্যার জন্য ইতালীয় সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করে । ইতালীয় সংস্থা ফায়ারমা, যেটি ইউরোপে রেল প্রকল্পগুলি সম্পাদন করছে, সেটি পুনে মেট্রোর জন্য ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কোচ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তাদের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ শুরু হচ্ছে । যার সুফল দেখতে পাবে রাজ্যের মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.