কলকাতা, 12 মে: অপেক্ষা শেষ । আজই উদ্বোধন হতে চলেছে সংস্কারের পর নবগঠিত টাউন হল (Mamata Banerjee to inaugurate Town Hall)।
বাস্তুকার মেজর জেনারেল জন গার্স্টিন রোমান ডোরিকের স্থাপত্যে 1813 সালে এই ঐতিহাসিক ভবন নির্মাণ করা হয়েছিল । তারপর গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে । অনেক ইতিহাসের সাক্ষী এই ঐতিহাসিক ভবন । বছর ছয়েক আগে ছাদের চাঙড় খসে পড়ায় এই ঐতিহাসিক ভবনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের তরফ থেকে এই ভবন সংস্কারের দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে । সেইমতো বাইরের কাঠামোতে পরিবর্তন না করে এই ভবনটিকে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে (Town Hall renovated)।
প্রসঙ্গত, পূর্ত দফতর আইটিআই রুরকির তত্ত্বাবধানে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে করেছে । যাতে ভূমিকম্পে এই ঐতিহাসিক ভবনের কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । একইসঙ্গে নতুন করে সাজানো হয়েছে টাউনহলের সংগ্রহশালা । কলকাতা পৌরনিগমের তরফ থেকে জানা গিয়েছে, নয়া এই সংগ্রহশালা সমৃদ্ধ করতে ঐতিহাসিক নথিগুলিকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখা হবে এবং এর জন্য সাহায্য নেওয়া হয়েছে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের । নয়া এই সংগ্রহশালায় যেমন রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু ঐতিহাসিক নথি, একই ভাবে বাংলার একাধিক আন্দোলনের ঐতিহাসিক নথিও এখানে থাকছে ।
আরও পড়ুন: টাউন হল পরিদর্শনে ফিরহাদ, সংষ্কারে বিশেষজ্ঞ কমিটি গঠন
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, সংস্কারের ক্ষেত্রে মূল ভবনের পূর্ব ও পশ্চিমের দেওয়ালের সঙ্গে একটি নতুন দেওয়াল তোলার পাশাপাশি উত্তর ও দক্ষিণে দেওয়াল ও স্তম্ভগুলিকে সুরক্ষিত করা হয়েছে । এ ক্ষেত্রে ভূমিকম্পে যাতে ঐতিহাসিক এই ভবনের কোনও ক্ষতি না হয় তাও নিশ্চিত করা হয়েছে । মোটের উপর সংস্কার কাজ শেষ, এ বার উদ্বোধনের পালা । সবকিছু ঠিক থাকলে আজ থেকেই সর্বসাধারণের জন্য খুলে যেতে পারে টাউন হল (Mamata Banerjee to inaugurate renovated Town Hall today)।