ETV Bharat / city

Mamata Banerjee : বিধানসভায় নাম না করে রাজ্যপাল-শুভেন্দুদের নিশানা করলেন মমতা - Suvendu Adhikari

শীতকালীন অধিবেশনে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ভাষণে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাজ্য বিজেপিকে নিশানা করেন তিনি ৷

mamata banerjee slams governor dhankhar and bjp from west bengal assembly
Mamata Banerjee : বিধানসভা থেকে রাজ্যপাল-শুভেন্দুদের নিশানা করলেন মমতা
author img

By

Published : Nov 9, 2021, 3:30 PM IST

কলকাতা, 9 নভেম্বর : উৎসবের মরসুমে কেন বিধানসভার অধিবেশন ডাকা হল ? এই প্রশ্ন আগেই তুলেছে বিজেপি (BJP) ৷ বিধানসভায় তাঁরা থাকবেন না বলে জানিয়েও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার রাজ্যের প্রধান বিরোধী দলের এই আচরণকেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ একইসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাশে দাঁড়িয়ে নাম না করে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) ৷

কয়েকদিন আগেই বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ৷ সেই অধিবেশনে মঙ্গলবার ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরার ফাঁকে ফাঁকেই কটাক্ষ করলেন বিরোধী বিজেপিকে ৷ মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না ৷ বিরোধীরা নিজেদের খুশি মতো আসেন, যান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

গতকাল, সোমবার কলকাতায় পেট্রোপণ্যের কর কমানোর বিরুদ্ধে আন্দোলন করে বিজেপি ৷ সেই নিয়েও এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, কাজের কাজ কিছু নেই ৷ উত্তরপ্রদেশ ভোট আসছে ৷ লোক দেখানো দাম কমিয়েছে ৷ কিছুই করেনি ৷ না করে আন্দোলন নেমেছে ৷ আন্দোলনের আ জানে না ৷ রাজ্য সরকারকে সব দিতে হবে ?

নিজের ভাষণ শেষ করার ঠিক আগে মমতা বলেন, ‘‘বিরোধী দলকে আমার কিছু বলার নেই ৷ শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছটপুজো, শুভ অহঙ্কার ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর

যদিও তার আগেই রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে একবারও তিনি রাজ্যপালের নাম মুখে আনেননি ৷ বরং বারবার বিধানসভায় অধ্যক্ষের গরিমার কথা তুলেছেন ৷ বিধানসভায় অধ্যক্ষই শেষ কথা হওয়া উচিত, সেটাও বোঝানোর চেষ্টা করেছেন ৷

আজ বিধানসভায় সদ্য নির্বাচিত চার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক শপথ নেন ৷ তাঁদের শপথবাক্য পাঠ করান স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু মাসখানেক আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও আরও দুই তৃণমূল বিধায়ক শপথ নেন, তখন তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যা নিয়ে সেই সময় ব্যাপক হইচই পড়েছিল ৷

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

এদিন মমতা যা বলেছেন, তা থেকে সেই ঘটনার দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কী বলেছেন মমতা ? তাঁর কথায়, ‘‘শুভ বুদ্ধির উদয় হয়েছে ৷ স্পিকার শপথ করিয়েছেন ৷ স্পিকারের কাজ স্পিকার করবে ৷ সবকিছু আমি করব ৷ এটা হয় না ৷’’

কলকাতা, 9 নভেম্বর : উৎসবের মরসুমে কেন বিধানসভার অধিবেশন ডাকা হল ? এই প্রশ্ন আগেই তুলেছে বিজেপি (BJP) ৷ বিধানসভায় তাঁরা থাকবেন না বলে জানিয়েও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার রাজ্যের প্রধান বিরোধী দলের এই আচরণকেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ একইসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাশে দাঁড়িয়ে নাম না করে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) ৷

কয়েকদিন আগেই বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ৷ সেই অধিবেশনে মঙ্গলবার ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরার ফাঁকে ফাঁকেই কটাক্ষ করলেন বিরোধী বিজেপিকে ৷ মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না ৷ বিরোধীরা নিজেদের খুশি মতো আসেন, যান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

গতকাল, সোমবার কলকাতায় পেট্রোপণ্যের কর কমানোর বিরুদ্ধে আন্দোলন করে বিজেপি ৷ সেই নিয়েও এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, কাজের কাজ কিছু নেই ৷ উত্তরপ্রদেশ ভোট আসছে ৷ লোক দেখানো দাম কমিয়েছে ৷ কিছুই করেনি ৷ না করে আন্দোলন নেমেছে ৷ আন্দোলনের আ জানে না ৷ রাজ্য সরকারকে সব দিতে হবে ?

নিজের ভাষণ শেষ করার ঠিক আগে মমতা বলেন, ‘‘বিরোধী দলকে আমার কিছু বলার নেই ৷ শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছটপুজো, শুভ অহঙ্কার ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর

যদিও তার আগেই রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে একবারও তিনি রাজ্যপালের নাম মুখে আনেননি ৷ বরং বারবার বিধানসভায় অধ্যক্ষের গরিমার কথা তুলেছেন ৷ বিধানসভায় অধ্যক্ষই শেষ কথা হওয়া উচিত, সেটাও বোঝানোর চেষ্টা করেছেন ৷

আজ বিধানসভায় সদ্য নির্বাচিত চার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক শপথ নেন ৷ তাঁদের শপথবাক্য পাঠ করান স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু মাসখানেক আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও আরও দুই তৃণমূল বিধায়ক শপথ নেন, তখন তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যা নিয়ে সেই সময় ব্যাপক হইচই পড়েছিল ৷

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

এদিন মমতা যা বলেছেন, তা থেকে সেই ঘটনার দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কী বলেছেন মমতা ? তাঁর কথায়, ‘‘শুভ বুদ্ধির উদয় হয়েছে ৷ স্পিকার শপথ করিয়েছেন ৷ স্পিকারের কাজ স্পিকার করবে ৷ সবকিছু আমি করব ৷ এটা হয় না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.