ETV Bharat / city

Mamata on ED-CBI : উত্তরপ্রদেশ, বিহার, অসমে কত সিবিআই তদন্ত হয় ; প্রশ্ন মমতার - Latest News on CBI

আবার সিবিআই ও ইডি তদন্ত সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Centre on CBI-ED Issue) ৷ তাঁর হুঁশিয়ারি, সিবিআই ও ইডি দিয়ে তাঁর দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে হোক ৷ তাঁদের দুর্বল ভাবা উচিত নয় ৷

mamata banerjee slams centre on cbi-ed issue
Mamata on ED-CBI : উত্তরপ্রদেশ, বিহার, অসমে ক’টা খুনে সিবিআই তদন্ত হয় ; প্রশ্ন মমতার
author img

By

Published : Apr 11, 2022, 5:53 PM IST

কলকাতা, 11 এপ্রিল : সিবিআই ও ইডি-র তদন্ত নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপির সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Centre on CBI-ED Issue) ৷ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ক’টা সিবিআই-ইডি তদন্ত হয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

সোমবার পুননির্মাণের পর উদ্বোধন হল মিলন মেলার ৷ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম ও বিহারে খুনের ঘটনায় কতগুলো সিবিআই তদন্ত হয়েছে ? কতজন গ্রেফতার হয়েছেন ?’’ পাশাপাশি তিনি জানান, সিবিআই ও ইডি দিয়ে তাঁর দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে হোক ৷ তাঁদের দুর্বল ভাবা উচিত নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা বিভিন্ন মামলায় অভিযুক্ত ৷ ওই মামলাগুলির তদন্ত সিবিআই বা ইডি করছে ৷ সাম্প্রতিক রামপুরহাটের বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনাতেও সিবিআই তদন্ত শুরু হয়েছে ৷

  • Kolkata | How many CBI probes have been done in Delhi, UP, Rajasthan, Assam, and Bihar over murders of people? How many leaders were arrested? No matter how many conspiracies you do by using CBI, ED, don't think us weak: West Bengal Chief Minister Mamata Banerjee pic.twitter.com/cVLnuG5im4

    — ANI (@ANI) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলে সামগ্রিক পরিস্থিতি নিয়েই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেও একাধিকবার সিবিআই-ইডি ইস্যুতে তিনি কেন্দ্রের সমালোচনা করেছেন ৷ কেন্দ্রের বিজেপিশাসিত সরকার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইডি-সিবিআইকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : Mamata on Hanskahli Rape : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

কলকাতা, 11 এপ্রিল : সিবিআই ও ইডি-র তদন্ত নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপির সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Centre on CBI-ED Issue) ৷ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ক’টা সিবিআই-ইডি তদন্ত হয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

সোমবার পুননির্মাণের পর উদ্বোধন হল মিলন মেলার ৷ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম ও বিহারে খুনের ঘটনায় কতগুলো সিবিআই তদন্ত হয়েছে ? কতজন গ্রেফতার হয়েছেন ?’’ পাশাপাশি তিনি জানান, সিবিআই ও ইডি দিয়ে তাঁর দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে হোক ৷ তাঁদের দুর্বল ভাবা উচিত নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা বিভিন্ন মামলায় অভিযুক্ত ৷ ওই মামলাগুলির তদন্ত সিবিআই বা ইডি করছে ৷ সাম্প্রতিক রামপুরহাটের বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনাতেও সিবিআই তদন্ত শুরু হয়েছে ৷

  • Kolkata | How many CBI probes have been done in Delhi, UP, Rajasthan, Assam, and Bihar over murders of people? How many leaders were arrested? No matter how many conspiracies you do by using CBI, ED, don't think us weak: West Bengal Chief Minister Mamata Banerjee pic.twitter.com/cVLnuG5im4

    — ANI (@ANI) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলে সামগ্রিক পরিস্থিতি নিয়েই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেও একাধিকবার সিবিআই-ইডি ইস্যুতে তিনি কেন্দ্রের সমালোচনা করেছেন ৷ কেন্দ্রের বিজেপিশাসিত সরকার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইডি-সিবিআইকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : Mamata on Hanskahli Rape : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.