ETV Bharat / city

Mamata Slams BJP : অগ্নিবীর নিয়োগের নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার

অগ্নিপথ বিতর্কে উত্তাল দেশ৷ এবার এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার বিধানসভা থেকে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷ যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) পালটা সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর ৷

mamata-banerjee-slams-bjp-on-agnipath-issue
Mamata Slams BJP : অগ্নিবীর নিয়োগের নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার
author img

By

Published : Jun 20, 2022, 6:09 PM IST

কলকাতা, 20 জুন : অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প । এরাই ভোট লুট করতে সাহায্য করবে । পার্টি অফিসে পাহারা দেবে । বিজেপি (BJP) আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে । প্রথমবার অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুলে বিজেপিকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । একই সঙ্গে এই বিষয়ে কেন্দ্রের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি ।

বাদল অধিবেশন শুরুর পর সোমবার প্রথম বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী । পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব পাঠের পর মাইক নিয়ে তিনি বলেন, ‘‘সেনা নয়, ওই প্রকল্পের ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক । চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি । চার বছর পর কী হবে, তা কেউ জানে না । কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে । সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। অগ্নিবীর নিয়োগ সেনার অপমান ।’’ মমতার কথায়, ‘‘তোমরা চার বছরের ললিপপ দেখাচ্ছো চাকরির নামে ? ছাত্র যৌবনকে চাকরি দাও, আমরা মাথায় তুলে রাখব । কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা । কিন্তু অগ্নিপথ আসলে ললিপপ ।’’

এক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘‘চার বছর পর এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে । তার পর এরা কী করবে ? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে !’’ মুখ্যমন্ত্রী মনে করছেন, ‘‘আসলে এর মাধ্যমে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি তাদের নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে । এরাই বিজেপির ভোট লুট করবে । পার্টি অফিস পাহারা দেবে ।’’

এদিন অগ্নিবীর নিয়ে বলতে গিয়ে উত্তর প্রদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা । এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘‘দেশে আগুন লাগানোর কাজ করছে বিজেপি । প্রয়াগরাজ্যে ঘর ভাঙছে । কোন গণতন্ত্রে আছে, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দিয়ে হবে ? মনে রাখবেন, মানুষই চব্বিশে বুলডোজার হয়ে ভোটের বক্সে আপনাদের জবাব দেবে ।’’

মুখ্যমন্ত্রী বিধানসভার অন্দরে বিজেপি তথা কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেও, বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে তার জবাব দিয়েছেন বিরোধী দলনেতা । এদিন অগ্নিবীর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বক্তব্যকে ভারতীয় সেনার অপমান অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ।

রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, বারবার সেনাকে অসম্মান করছেন বাংলার মুখ্যমন্ত্রী । অতীতে পাকিস্তানের ভিতরে ঢুকে ভারতীয় সেনার অপারেশনের প্রমাণ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী । টোল প্লাজায় সেনা জাওয়ানদের তিনি আক্রমণ করেছিলেন । বারবার দেশের সেনা বাহিনীর জওয়ানদের অসম্মান করছেন বাংলার মুখ্যমন্ত্রী । আর অগ্নিবীর নিয়োগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে সে না তারপরেও এহেন বক্তব্য আসলে সেনা জওয়ানদের অপমান ।

আরও পড়ুন : Suvendu Walkout from Assembly: বিধানসভায় অগ্নিপথের সমালোচনায় সরব মমতা, ওয়াকআউট শুভেন্দুর

কলকাতা, 20 জুন : অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প । এরাই ভোট লুট করতে সাহায্য করবে । পার্টি অফিসে পাহারা দেবে । বিজেপি (BJP) আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে । প্রথমবার অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুলে বিজেপিকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । একই সঙ্গে এই বিষয়ে কেন্দ্রের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি ।

বাদল অধিবেশন শুরুর পর সোমবার প্রথম বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী । পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব পাঠের পর মাইক নিয়ে তিনি বলেন, ‘‘সেনা নয়, ওই প্রকল্পের ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক । চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি । চার বছর পর কী হবে, তা কেউ জানে না । কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে । সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। অগ্নিবীর নিয়োগ সেনার অপমান ।’’ মমতার কথায়, ‘‘তোমরা চার বছরের ললিপপ দেখাচ্ছো চাকরির নামে ? ছাত্র যৌবনকে চাকরি দাও, আমরা মাথায় তুলে রাখব । কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা । কিন্তু অগ্নিপথ আসলে ললিপপ ।’’

এক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘‘চার বছর পর এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে । তার পর এরা কী করবে ? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে !’’ মুখ্যমন্ত্রী মনে করছেন, ‘‘আসলে এর মাধ্যমে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি তাদের নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে । এরাই বিজেপির ভোট লুট করবে । পার্টি অফিস পাহারা দেবে ।’’

এদিন অগ্নিবীর নিয়ে বলতে গিয়ে উত্তর প্রদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা । এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘‘দেশে আগুন লাগানোর কাজ করছে বিজেপি । প্রয়াগরাজ্যে ঘর ভাঙছে । কোন গণতন্ত্রে আছে, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দিয়ে হবে ? মনে রাখবেন, মানুষই চব্বিশে বুলডোজার হয়ে ভোটের বক্সে আপনাদের জবাব দেবে ।’’

মুখ্যমন্ত্রী বিধানসভার অন্দরে বিজেপি তথা কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেও, বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে তার জবাব দিয়েছেন বিরোধী দলনেতা । এদিন অগ্নিবীর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বক্তব্যকে ভারতীয় সেনার অপমান অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ।

রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, বারবার সেনাকে অসম্মান করছেন বাংলার মুখ্যমন্ত্রী । অতীতে পাকিস্তানের ভিতরে ঢুকে ভারতীয় সেনার অপারেশনের প্রমাণ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী । টোল প্লাজায় সেনা জাওয়ানদের তিনি আক্রমণ করেছিলেন । বারবার দেশের সেনা বাহিনীর জওয়ানদের অসম্মান করছেন বাংলার মুখ্যমন্ত্রী । আর অগ্নিবীর নিয়োগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে সে না তারপরেও এহেন বক্তব্য আসলে সেনা জওয়ানদের অপমান ।

আরও পড়ুন : Suvendu Walkout from Assembly: বিধানসভায় অগ্নিপথের সমালোচনায় সরব মমতা, ওয়াকআউট শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.