কলকাতা, 8 জুন : ভালো হয়নি ভোটের ফল। হুগলিতে রত্না দে নাগকে হারিয়ে জয়ী হয়েছেন লকেট চট্টোপাধ্যায় । সামান্য ভোটের ব্যবধানে আরামবাগ আসনটি বাঁচিয়েছেন অপরূপা পোদ্দার। তাই সাংগঠনিক বৈঠকে রেহাই পেলেন না কেউ । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়লেন একাধিক নেতা। তবে, শুধু ভর্ৎসনা নয় ভালো কাজের জন্য নেত্রীর সুনজরেও এলেন দলের এক সাধারণ কর্মী । দশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করলেন ধনেখালির তৃণমূল কর্মী মোক্তার হোসেনকে ।
হগলি জেলায় তৃণমূলের ফল বেশ খারাপ । এখানেও গেরুয়া শিবিরের উত্থান চমকপ্রদ । স্বভাবতই দলের পারফরম্যান্সে খুশি নন সুপ্রিমো । আর সাংগঠনিক বৈঠকে উঠে এল সেই ছবি । কোনওরকমভাবে বেয়াত করলেন না নেতাদের । তবে এই তীব্র অসন্তোষের মধ্যেও ভালো কাজের প্রশংসা করতে ভুললেন না মমতা । বৈঠক চলাকালীন ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মোগলপুর গ্রামের তৃণমূল কর্মী মোক্তার হোসেনকে হুগলি জেলার সেরা কর্মী হিসেবে পুরস্কৃত করলেন । তাঁর হাতে 10 হাজার টাকা তুলে দেওয়া হল ।
এখানেই শেষ নয় । শোনা যাচ্ছে, হুগলি জেলার সেরা কর্মীর পুরস্কারের মতোই অন্য জেলাগুলির পর্যালোচনা বৈঠকেও সেরা কর্মীর পুরস্কার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।