ETV Bharat / city

Mamata's Comment on Prashant Kishor : তৃণমূলের ভোটকুশলী এখনও পিকে, ধোঁয়াশা কাটালেন স্বয়ং মমতা - প্রশান্ত কিশোর

কংগ্রেসে যোগদানের গুঞ্জনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গেই যুক্ত আছেন, তবে ভোটকুশলী হিসাবে (Prashant Kishor with TMC but as poll strategist) ৷ দিল্লিতে বিচারপতিদের কনফারেন্সের মধ্যেই এক বেসরকারি সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে । সেখানে তিনি সরাসরি প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের যোগ থাকার কথা স্বীকার করে নিয়েছেন ।

Mamata Banerjee says Prashant Kishor with TMC but as poll strategist
তৃণমূলের ভোটকুশলী এখনও পিকে, ধোঁয়াশা কাটালেন স্বয়ং মমতা
author img

By

Published : Apr 30, 2022, 8:40 PM IST

কলকাতা, 30 এপ্রিল : সম্প্রতি মনে হচ্ছিল সম্পর্কটা এতটাই তলানিতে ঠেকেছে, তার ফলে হয়তো পাকাপাকি বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা । কিন্তু সকলকে অবাক করে দিয়ে তাঁকে নিয়ে সটান গত 8 মার্চ নজরুল মঞ্চে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তখন জল্পনা শুরু হয়েছিল, তাহলে বোধহয় এবার বরফ কিছুটা গলতে শুরু করেছে । মাঝে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের বার্তালাপ কোথাও যেন তৃণমূলের সঙ্গে থাকা ও না-থাকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল । তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেসে যোগ দিচ্ছেন না তিনি । আর শনিবার নয়াদিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোর তাঁদের সঙ্গেই আছেন (Mamata Banerjee says Prashant Kishor with TMC but as poll strategist) । তবে নিতান্তই ভোটকুশলী হিসাবে ।

দিল্লিতে বিচারপতিদের কনফারেন্সের মধ্যেই এক বেসরকারি সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে । সেখানে তিনি সরাসরি প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের যোগ থাকার কথা স্বীকার করে নিয়েছেন । কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? তিনি বলেন, ‘‘প্রশান্ত কিশোরের ভূমিকা কী হবে, তা নিয়ে আমাদের দলেও মতান্তর ছিল । তবে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে উনি ভোটকুশলী হিসাবে কাজ চালিয়ে যাবেন (Mamata's Comment on Prashant Kishor)।’’

Mamata Banerjee says Prashant Kishor with TMC but as poll strategist
শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের অন্য মানে খুঁজে পাচ্ছেন । তাঁদের মতে, 2019-এ লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার নির্বাচনী গাঁটছড়া বাঁধার পর যেভাবে দলের অন্দরে খোলাখুলি কাজ করেছেন, পিকে-র হয়তো সেই ভূমিকা আগামী দিনে আর থাকছে না । তাঁরা এমনটাও মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ বিষয় এবং মন্ত্রিসভার ক্ষেত্রে আগামী দিনে হয়তো আর পিকে-র পরামর্শ সেভাবে কার্যকরী হবে না । তিনি নির্বাচনী-কৌশলী, এক্ষেত্রে তৃণমূলকে যেভাবে পরামর্শ তিনি দেবেন, সেই পরামর্শ পর্যালোচনা করা হবে ।

আবার অপরপক্ষ একটু অন্যভাবে দেখছে বিষয়টিকে ৷ সাম্প্রতিক অতীতে যেভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোর ও তাঁর ভোটকুশলী সংস্থার দূরত্ব বেড়েছিল, এবার বোধহয় তাঁর অবসান ঘটতে চলেছে । এমনও শোনা যাচ্ছে, দিল্লি এসেই প্রশান্ত কিশোরের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তৃণমূল সুপ্রিমোর । এই দিনের বক্তব্য হতে পারে তারই পরবর্তী প্রতিক্রিয়া ।

আরও পড়ুন : Mamata Meets Modi : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

কলকাতা, 30 এপ্রিল : সম্প্রতি মনে হচ্ছিল সম্পর্কটা এতটাই তলানিতে ঠেকেছে, তার ফলে হয়তো পাকাপাকি বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা । কিন্তু সকলকে অবাক করে দিয়ে তাঁকে নিয়ে সটান গত 8 মার্চ নজরুল মঞ্চে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তখন জল্পনা শুরু হয়েছিল, তাহলে বোধহয় এবার বরফ কিছুটা গলতে শুরু করেছে । মাঝে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের বার্তালাপ কোথাও যেন তৃণমূলের সঙ্গে থাকা ও না-থাকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল । তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেসে যোগ দিচ্ছেন না তিনি । আর শনিবার নয়াদিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোর তাঁদের সঙ্গেই আছেন (Mamata Banerjee says Prashant Kishor with TMC but as poll strategist) । তবে নিতান্তই ভোটকুশলী হিসাবে ।

দিল্লিতে বিচারপতিদের কনফারেন্সের মধ্যেই এক বেসরকারি সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে । সেখানে তিনি সরাসরি প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের যোগ থাকার কথা স্বীকার করে নিয়েছেন । কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? তিনি বলেন, ‘‘প্রশান্ত কিশোরের ভূমিকা কী হবে, তা নিয়ে আমাদের দলেও মতান্তর ছিল । তবে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে উনি ভোটকুশলী হিসাবে কাজ চালিয়ে যাবেন (Mamata's Comment on Prashant Kishor)।’’

Mamata Banerjee says Prashant Kishor with TMC but as poll strategist
শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের অন্য মানে খুঁজে পাচ্ছেন । তাঁদের মতে, 2019-এ লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার নির্বাচনী গাঁটছড়া বাঁধার পর যেভাবে দলের অন্দরে খোলাখুলি কাজ করেছেন, পিকে-র হয়তো সেই ভূমিকা আগামী দিনে আর থাকছে না । তাঁরা এমনটাও মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ বিষয় এবং মন্ত্রিসভার ক্ষেত্রে আগামী দিনে হয়তো আর পিকে-র পরামর্শ সেভাবে কার্যকরী হবে না । তিনি নির্বাচনী-কৌশলী, এক্ষেত্রে তৃণমূলকে যেভাবে পরামর্শ তিনি দেবেন, সেই পরামর্শ পর্যালোচনা করা হবে ।

আবার অপরপক্ষ একটু অন্যভাবে দেখছে বিষয়টিকে ৷ সাম্প্রতিক অতীতে যেভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোর ও তাঁর ভোটকুশলী সংস্থার দূরত্ব বেড়েছিল, এবার বোধহয় তাঁর অবসান ঘটতে চলেছে । এমনও শোনা যাচ্ছে, দিল্লি এসেই প্রশান্ত কিশোরের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তৃণমূল সুপ্রিমোর । এই দিনের বক্তব্য হতে পারে তারই পরবর্তী প্রতিক্রিয়া ।

আরও পড়ুন : Mamata Meets Modi : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.