কলকাতা, 30 এপ্রিল : সম্প্রতি মনে হচ্ছিল সম্পর্কটা এতটাই তলানিতে ঠেকেছে, তার ফলে হয়তো পাকাপাকি বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা । কিন্তু সকলকে অবাক করে দিয়ে তাঁকে নিয়ে সটান গত 8 মার্চ নজরুল মঞ্চে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তখন জল্পনা শুরু হয়েছিল, তাহলে বোধহয় এবার বরফ কিছুটা গলতে শুরু করেছে । মাঝে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের বার্তালাপ কোথাও যেন তৃণমূলের সঙ্গে থাকা ও না-থাকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল । তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেসে যোগ দিচ্ছেন না তিনি । আর শনিবার নয়াদিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোর তাঁদের সঙ্গেই আছেন (Mamata Banerjee says Prashant Kishor with TMC but as poll strategist) । তবে নিতান্তই ভোটকুশলী হিসাবে ।
দিল্লিতে বিচারপতিদের কনফারেন্সের মধ্যেই এক বেসরকারি সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে । সেখানে তিনি সরাসরি প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের যোগ থাকার কথা স্বীকার করে নিয়েছেন । কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? তিনি বলেন, ‘‘প্রশান্ত কিশোরের ভূমিকা কী হবে, তা নিয়ে আমাদের দলেও মতান্তর ছিল । তবে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে উনি ভোটকুশলী হিসাবে কাজ চালিয়ে যাবেন (Mamata's Comment on Prashant Kishor)।’’
রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের অন্য মানে খুঁজে পাচ্ছেন । তাঁদের মতে, 2019-এ লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার নির্বাচনী গাঁটছড়া বাঁধার পর যেভাবে দলের অন্দরে খোলাখুলি কাজ করেছেন, পিকে-র হয়তো সেই ভূমিকা আগামী দিনে আর থাকছে না । তাঁরা এমনটাও মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ বিষয় এবং মন্ত্রিসভার ক্ষেত্রে আগামী দিনে হয়তো আর পিকে-র পরামর্শ সেভাবে কার্যকরী হবে না । তিনি নির্বাচনী-কৌশলী, এক্ষেত্রে তৃণমূলকে যেভাবে পরামর্শ তিনি দেবেন, সেই পরামর্শ পর্যালোচনা করা হবে ।
আবার অপরপক্ষ একটু অন্যভাবে দেখছে বিষয়টিকে ৷ সাম্প্রতিক অতীতে যেভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোর ও তাঁর ভোটকুশলী সংস্থার দূরত্ব বেড়েছিল, এবার বোধহয় তাঁর অবসান ঘটতে চলেছে । এমনও শোনা যাচ্ছে, দিল্লি এসেই প্রশান্ত কিশোরের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তৃণমূল সুপ্রিমোর । এই দিনের বক্তব্য হতে পারে তারই পরবর্তী প্রতিক্রিয়া ।
আরও পড়ুন : Mamata Meets Modi : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?