ETV Bharat / city

Mamata Banerjee : নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করেছিল, অভিযোগ মমতার - তৃণমূল কংগ্রেস

বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে প্রচার করার সময় আহত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ঘটনা নিয়ে মমতার অভিযোগ যে, তাঁকে খুন করার চেষ্টা হয়েছিল ৷

mamata-banerjee-said-that-bjp-tried-to-murder-her-at-nandigram
Mamata Banerjee : নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করেছিল, অভিযোগ মমতার
author img

By

Published : Aug 28, 2021, 5:15 PM IST

Updated : Aug 28, 2021, 7:38 PM IST

কলকাতা, 28 অগস্ট : বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে (Nandigram) প্রচার করার সময় আহত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই ঘটনা নিয়ে শনিবার তিনি অভিযোগ করলেন, ‘‘নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করেছিল ৷’’

এদিন ছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই অভিযোগ করেন মমতা ৷ তবে কারও নাম করেননি তিনি ৷ কিন্তু তাঁর অভিযোগের তির যে ভারতীয় জনতা পার্টির দিকে, তা স্পষ্টই বোঝা গিয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : এঁটে উঠতে না পারলেই ইডি-সিবিআইয়ের জুজু, বিজেপিকে আক্রমণ মমতার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রাম আসন থেকে ৷ তাঁর উল্টোদিকে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সদ্য তৃণমূল ত্যাগী শুভেন্দুর সঙ্গে মমতার মুখোমুখি লড়াই ওই এলাকার রাজনৈতিক উত্তাপ স্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছিল অনেকটাই ৷

মনোনয়ন পেশ করে ফেরার পথে নন্দীগ্রামের একটি জায়গায় আচমকা দুর্ঘটনায় আহত হন মমতা ৷ তাঁর পায়ে চোট লাগে ৷ সেই নিয়ে ভোটের সময় কম জলঘোলা হয়নি ৷ বিজেপি (BJP) কটাক্ষও করেছে বহুবার ৷ তৃণমূলের (AITC) তরফে বারবার বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে ৷

আরও পড়ুন : TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক

এদিন আবার সেই বিষয়টিই উঠে এল মমতার কথায় ৷ তাঁকে নন্দীগ্রামে খুন করার চক্রান্ত হয়েছিল বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে তিনি জানিয়েছেন যে তিনি এসবে ভায় পান না ৷ কারণ, বাম আমলে তাঁর সঙ্গে এই ধরনের চেষ্টা বহুবার হয়েছে ৷ তার পরও তাঁকে দমানো যায়নি ৷ তাই এবারও যাবে না বলে জানিয়ে দিয়েছেন ৷

বরং পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরা এবং দিল্লিতেও খেলা হবে বলে তিনি জানিয়েছেন ৷ তার সঙ্গে তিনি বলেছেন, ‘‘মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির থেকে বাঁচাতে হবে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

কলকাতা, 28 অগস্ট : বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে (Nandigram) প্রচার করার সময় আহত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই ঘটনা নিয়ে শনিবার তিনি অভিযোগ করলেন, ‘‘নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করেছিল ৷’’

এদিন ছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই অভিযোগ করেন মমতা ৷ তবে কারও নাম করেননি তিনি ৷ কিন্তু তাঁর অভিযোগের তির যে ভারতীয় জনতা পার্টির দিকে, তা স্পষ্টই বোঝা গিয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : এঁটে উঠতে না পারলেই ইডি-সিবিআইয়ের জুজু, বিজেপিকে আক্রমণ মমতার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রাম আসন থেকে ৷ তাঁর উল্টোদিকে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সদ্য তৃণমূল ত্যাগী শুভেন্দুর সঙ্গে মমতার মুখোমুখি লড়াই ওই এলাকার রাজনৈতিক উত্তাপ স্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছিল অনেকটাই ৷

মনোনয়ন পেশ করে ফেরার পথে নন্দীগ্রামের একটি জায়গায় আচমকা দুর্ঘটনায় আহত হন মমতা ৷ তাঁর পায়ে চোট লাগে ৷ সেই নিয়ে ভোটের সময় কম জলঘোলা হয়নি ৷ বিজেপি (BJP) কটাক্ষও করেছে বহুবার ৷ তৃণমূলের (AITC) তরফে বারবার বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে ৷

আরও পড়ুন : TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক

এদিন আবার সেই বিষয়টিই উঠে এল মমতার কথায় ৷ তাঁকে নন্দীগ্রামে খুন করার চক্রান্ত হয়েছিল বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে তিনি জানিয়েছেন যে তিনি এসবে ভায় পান না ৷ কারণ, বাম আমলে তাঁর সঙ্গে এই ধরনের চেষ্টা বহুবার হয়েছে ৷ তার পরও তাঁকে দমানো যায়নি ৷ তাই এবারও যাবে না বলে জানিয়ে দিয়েছেন ৷

বরং পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরা এবং দিল্লিতেও খেলা হবে বলে তিনি জানিয়েছেন ৷ তার সঙ্গে তিনি বলেছেন, ‘‘মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির থেকে বাঁচাতে হবে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

Last Updated : Aug 28, 2021, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.