ETV Bharat / city

Mamata Banerjee on Constitution Day : সংবিধানের পবিত্রতা রক্ষার দায়িত্ব স্মরণ করালেন মমতা

আজ সংবিধান দিবস (Constitution Day 2021) ৷ সেই উপলক্ষ্যেই অনেকেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

mamata banerjee said on constitution day as a nation we must strive to protect its sanctity
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 26, 2021, 8:49 PM IST

কলকাতা, 26 নভেম্বর : সংবিধান দিবসে সংবিধানের পবিত্রতা রক্ষার কথা দেশবাসীকে মনে করালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুক্রবার টুইট করে সংবিধান দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী (mamata banerjee tweeted on constitution day) ৷ সেখানেই তিনি এই বিষয়টি উল্লেখ করেন ৷ তিনি ছাড়াও আরও অনেকে এদিন এই নিয়ে টুইট করেন ৷

  • Heartiest greetings to all on Constitution Day!

    As a nation, we must strive to protect its sanctity. We must never falter in our efforts towards upholding its values and principles.

    Remembering the great leaders who framed our Constitution, on this special day.

    — Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM Modi on Constitution Day : প্রজন্ম পর প্রজন্ম ধরে একটি পরিবারই পার্টি চালাচ্ছে, সংবিধান দিবসে খোঁচা প্রধানমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘দেশ হিসেবে আমাদের সংবিঘধানের পবিত্রতা রক্ষা করতে হবে (As a nation, we must strive to protect its sanctity) ৷ এর নীতি ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে কখনও পিছিয়ে আসা যাবে না ৷’’ এই বিশেষ দিনে তিনি সংবিধান প্রণেতা সেই সব মহান নেতাদের স্মরণ করেছেন ৷

  • Greetings to all on Constitution Day!

    This is a sacrosanct day for the entire nation. On this day, let us promise to never allow any force to destroy or disrespect the values and principles that are embedded in our Constitution.

    Jai Hind 🇮🇳

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি ছাড়াও এদিন সংবিধান দিবসের শুভেচ্ছা জানাতে টুইট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) ৷ অভিষেক লিখেছেন, দেশের এই পবিত্র দিনে ভারতবাসীর শপথ নেওয়া উচিত, যাতে কেউ কোনওদিন সংবিধানের মূল্যবোধ ও নীতিকে নষ্ট করতে না পারে ৷

  • न्याय व अधिकार सबके लिए एक समान होने चाहिएँ ताकि संविधान सिर्फ़ काग़ज़ ना बन जाए- ये हम सबकी ज़िम्मेदारी है।

    देश के संविधान दिवस पर सभी को शुभकामनाएँ।#ConstitutionDay2021 pic.twitter.com/SkIP9f5jvB

    — Rahul Gandhi (@RahulGandhi) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবিধান দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) লিখেছেন, ‘‘ন্যায় ও অধিকার সবার জন্য সমান হওয়া উচিত, যাতে সংবিধান শুধু একটি কাগজে না পরিণত হয় ৷ এটা আমাদের সকলের দায়িত্ব ৷

কলকাতা, 26 নভেম্বর : সংবিধান দিবসে সংবিধানের পবিত্রতা রক্ষার কথা দেশবাসীকে মনে করালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুক্রবার টুইট করে সংবিধান দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী (mamata banerjee tweeted on constitution day) ৷ সেখানেই তিনি এই বিষয়টি উল্লেখ করেন ৷ তিনি ছাড়াও আরও অনেকে এদিন এই নিয়ে টুইট করেন ৷

  • Heartiest greetings to all on Constitution Day!

    As a nation, we must strive to protect its sanctity. We must never falter in our efforts towards upholding its values and principles.

    Remembering the great leaders who framed our Constitution, on this special day.

    — Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM Modi on Constitution Day : প্রজন্ম পর প্রজন্ম ধরে একটি পরিবারই পার্টি চালাচ্ছে, সংবিধান দিবসে খোঁচা প্রধানমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘দেশ হিসেবে আমাদের সংবিঘধানের পবিত্রতা রক্ষা করতে হবে (As a nation, we must strive to protect its sanctity) ৷ এর নীতি ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে কখনও পিছিয়ে আসা যাবে না ৷’’ এই বিশেষ দিনে তিনি সংবিধান প্রণেতা সেই সব মহান নেতাদের স্মরণ করেছেন ৷

  • Greetings to all on Constitution Day!

    This is a sacrosanct day for the entire nation. On this day, let us promise to never allow any force to destroy or disrespect the values and principles that are embedded in our Constitution.

    Jai Hind 🇮🇳

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি ছাড়াও এদিন সংবিধান দিবসের শুভেচ্ছা জানাতে টুইট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) ৷ অভিষেক লিখেছেন, দেশের এই পবিত্র দিনে ভারতবাসীর শপথ নেওয়া উচিত, যাতে কেউ কোনওদিন সংবিধানের মূল্যবোধ ও নীতিকে নষ্ট করতে না পারে ৷

  • न्याय व अधिकार सबके लिए एक समान होने चाहिएँ ताकि संविधान सिर्फ़ काग़ज़ ना बन जाए- ये हम सबकी ज़िम्मेदारी है।

    देश के संविधान दिवस पर सभी को शुभकामनाएँ।#ConstitutionDay2021 pic.twitter.com/SkIP9f5jvB

    — Rahul Gandhi (@RahulGandhi) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবিধান দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) লিখেছেন, ‘‘ন্যায় ও অধিকার সবার জন্য সমান হওয়া উচিত, যাতে সংবিধান শুধু একটি কাগজে না পরিণত হয় ৷ এটা আমাদের সকলের দায়িত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.