কলকাতা, 7 অগাস্ট : প্রাক্তন বিদেশমন্ত্রী তথা BJP নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে । সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও, প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল মমতার, টুইটে লিখেছেন সে কথা ৷
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, "সুষমা স্বরাজজির অকস্মাৎ প্রয়াণে মর্মাহত আমি । নয়ের দশক থেকে ওঁকে চিনতাম ।''
-
Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019
তাঁর কথায়, সুষমার সঙ্গে তাঁর আদর্শগত পার্থক্য ছিল, দুজনে কিন্তু সংসদে একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন । সুষমাকে একজন অসামান্য রাজনীতিক ও নেত্রী বলেও উল্লেখ করেন মমতা৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, সুষমা সবার উপরে একজন অসাধারণ ভালো মানুষ ছিলেন । তাঁর কথায়, ''ওঁর অভাব বোধ করব । ওঁর পরিবার এবং সমর্থকদের সমবেদনা জানাই ।''