কলকাতা, 4 এপ্রিল : আলিয়া-কাণ্ডে শাসকদলের সাংসদ-মন্ত্রীদের নাম জড়িয়ে গিয়েছে ৷ উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) বললেন, ‘‘একটু কটু কথা বলেছে, তার জন্য পুলিশ তো গ্রেফতার করেছে ।’’ একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই ঘটনাকে তিনি বড় বলে মনে করছেন না ৷ সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা নিয়ে এভাবেই নিজের মত স্পষ্ট করেন (Mamata Banerjee Reaction on Aliah University Issue) ৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হল ! ওটা নিয়ে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে । আপনারা শুধু আলিয়াই দেখতে পান । বিশ্বভারতী বোলপুর নিয়ে যা হচ্ছে, তা দেখুন । কতজন গ্রেফতার হয়েছে, বিশ্বভারতীর উপাচার্য গ্রেফতার হয়েছে ? আলিয়া ইউনিভার্সিটিতে আপনারা জানেন একটা সেকশন পড়াশোনা করে । তারা সকলেই ভাল ।’’
তিনি আরও বলেন, ‘‘কিন্তু সেখানেও ছাত্র-ছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে । কিন্তু তবুও যে একটু কটু খারাপ কথা বলেছে, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । আমাদের পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়েছে !’’
প্রসঙ্গত, ইতিমধ্যেই আলিয়া নিয়ে ব্যাখ্যা তলব করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এদিন রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) । দুপুর একটায় তাঁর দেখা করার সময় থাকলেও বিকেল পর্যন্ত তিনি রাজভবনে যাননি বলে খবর । ঠিক এই অবস্থায় আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ বিরোধীরা ৷ এদিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের গ্রেফতার হওয়া ছাত্রের কাজের প্রতি সমর্থন দেখছে তারা । বিরোধীদের অভিযোগ, এমনটা করে আসলে মুখ্যমন্ত্রী তাঁর ভাইদের উশৃঙ্খল আচরণকে সমর্থন করছেন ।
কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, ‘‘আলিয়ার ঘটনা যেকোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দেখলে লজ্জা লাগবে । অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বড় করে দেখতেই রাজি নন । সবচেয়ে বড় কথা এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার গিয়াসউদ্দিন মণ্ডলের এই আচরণের নিন্দা করছেন না তিনি । বরং তাঁকে সমর্থনই করছেন ।’’
অন্যদিকে প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘রায়গঞ্জ কলেজের কথা মনে আছে ? উঠোনে দাঁড়িয়ে যখন প্রিন্সিপালকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছিল টিএমসিপির ছেলেরা, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ছোট ছোট ছেলেদের দুষ্টুমি । সেই জায়গা থেকে বিচার করলে এর থেকে বেশি কী মন্তব্য আর আশা করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৷’’
আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ, নাম জড়াল তৃণমূলের