ETV Bharat / city

কেন ধর্মের কার্ড নিয়ে খেলছে ওরা ? মনে হয়, ভয় পেয়েছে : মমতা - কলকাতা

মুখ্যমন্ত্রী বলেন, "আমি বুঝতে পারছি না কী করে একজন মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ ) বলতে পারেন, কথা না শুনলে গুলি চালানো হবে (বোলি নেহি শুনেগা তো গোলি চালা দেগা ) ৷ আমি এ ধরনের মন্তব্য আগে কখনও শুনিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রীও একই কথা বলছেন ৷ আমি বুঝতে পারি না কেন ওরা সব সময় এই (ধর্ম) কার্ড নিয়ে খেলে ৷ "

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 3, 2020, 11:21 PM IST

Updated : Feb 3, 2020, 11:54 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়সহ দিল্লির শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ বার বার গুলির চালানোর ঘটনা প্রসঙ্গে বলেন, "আমিও সব দেখেছি ৷ আমি বুঝতে পারছি না কী করে একজন মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ ) বলতে পারেন, কথা না শুনলে গুলি চালানো হবে (বোলি নেহি শুনেগা তো গোলি চালা দেগা ) ৷ আমি এ ধরনের মন্তব্য আগে কখনও শুনিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রীও একই কথা বলছেন ৷ আমি বুঝতে পারি না কেন ওরা সব সময় এই (ধর্ম) কার্ড নিয়ে খেলে ৷ "

বুঝতে পারি না কেন ওরা সব সময় এই (ধর্ম) কার্ড নিয়ে খেলে, BJP-কে আক্রমণ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার মনে হয়, দিল্লিবাসীকে অপমান করা উচিত নয় ৷ সামনেই দিল্লিতে নির্বাচন ৷ আপনাদের কাছে কোনও রাজনৈতিক ইশু নেই ৷ তাই আপনারা খালি ধর্মের কার্ড নিয়ে খেলবেন ৷ আর দেশের স্বার্থে কেউ কোনও কথা বললে তাকে আপনারা সন্ত্রাসবাদী তকমা দেবেন, দেশদ্রোহী বলবেন, তাহলে আমাদের বাকস্বাধীনতা কোথায় যাবে ৷ কারণ আমরা তো সংবিধান অনুসরণ করে কথা বলি ৷ আমি বুঝতে পারি না কেন তারা ধর্মের কার্ড নিয়ে খেলে ৷ তাদের উচিত উন্নয়ন, মানবিকতার কার্ড খেলা ৷ তাদের বেকার সমস্যা ইশুতে কথা বলা উচিত ৷ আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত ৷ কিন্তু আজকাল সবাই আমাদের দেশকে নিয়ে সমালোচনা করছে ৷ আমরা এটা অপছন্দ করি ৷ কারণ আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি ৷ তাই আমার মনে হয় ভয় পেয়েছে ৷ একটা কথা আছে যে ভয় পায় তাকে মরতে হয় ৷ আর যে লড়াই করে সে জেতে ৷ " তিনি আরও বলেন, "শান্তিপূর্ণভাবে আন্দোলন যে কেউ করতে পারে ৷ তাদের ওপর আক্রমণ কেন হবে ? সুপ্রিম কোর্ট তো বলেছে যে হিংসা ও অশান্তি না করে শান্তিপূর্ণ আন্দোলন যে কেউ করতে পারে । আমাদের এখানেও তো পার্কসার্কাসে আন্দোলন চলছে । কই কেউ তো তাদের ডিস্টার্ব করছে না । "

BJP নেতাদের আক্রমণ করে বলেন, "সাংবিধানিক পদে রয়েছেন, BJP-র এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি গুলি চালানোর কথা বলেন, তাহলে দেশ সবচেয়ে বড় বিপদে রয়েছে ৷ এটা প্রমাণিত ৷"

30 জানুয়ারি জামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জামিয়ার পড়ুয়াদের সমবেত বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে নয়ডার এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জখম হয়েছিল এক পড়ুয়া ৷ 1 ফেব্রুযারি ফের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে শাহিনবাগ থেকে ৷ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাত 12 টা নাগাদ ফের জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের সামনে গুলির আওয়াজ শোনা যায় ৷ অন্যদিকে, 8 ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন ৷ তার আগে শাহিনবাগ ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চলার ঘটনা নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়সহ দিল্লির শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ বার বার গুলির চালানোর ঘটনা প্রসঙ্গে বলেন, "আমিও সব দেখেছি ৷ আমি বুঝতে পারছি না কী করে একজন মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ ) বলতে পারেন, কথা না শুনলে গুলি চালানো হবে (বোলি নেহি শুনেগা তো গোলি চালা দেগা ) ৷ আমি এ ধরনের মন্তব্য আগে কখনও শুনিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রীও একই কথা বলছেন ৷ আমি বুঝতে পারি না কেন ওরা সব সময় এই (ধর্ম) কার্ড নিয়ে খেলে ৷ "

বুঝতে পারি না কেন ওরা সব সময় এই (ধর্ম) কার্ড নিয়ে খেলে, BJP-কে আক্রমণ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার মনে হয়, দিল্লিবাসীকে অপমান করা উচিত নয় ৷ সামনেই দিল্লিতে নির্বাচন ৷ আপনাদের কাছে কোনও রাজনৈতিক ইশু নেই ৷ তাই আপনারা খালি ধর্মের কার্ড নিয়ে খেলবেন ৷ আর দেশের স্বার্থে কেউ কোনও কথা বললে তাকে আপনারা সন্ত্রাসবাদী তকমা দেবেন, দেশদ্রোহী বলবেন, তাহলে আমাদের বাকস্বাধীনতা কোথায় যাবে ৷ কারণ আমরা তো সংবিধান অনুসরণ করে কথা বলি ৷ আমি বুঝতে পারি না কেন তারা ধর্মের কার্ড নিয়ে খেলে ৷ তাদের উচিত উন্নয়ন, মানবিকতার কার্ড খেলা ৷ তাদের বেকার সমস্যা ইশুতে কথা বলা উচিত ৷ আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত ৷ কিন্তু আজকাল সবাই আমাদের দেশকে নিয়ে সমালোচনা করছে ৷ আমরা এটা অপছন্দ করি ৷ কারণ আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি ৷ তাই আমার মনে হয় ভয় পেয়েছে ৷ একটা কথা আছে যে ভয় পায় তাকে মরতে হয় ৷ আর যে লড়াই করে সে জেতে ৷ " তিনি আরও বলেন, "শান্তিপূর্ণভাবে আন্দোলন যে কেউ করতে পারে ৷ তাদের ওপর আক্রমণ কেন হবে ? সুপ্রিম কোর্ট তো বলেছে যে হিংসা ও অশান্তি না করে শান্তিপূর্ণ আন্দোলন যে কেউ করতে পারে । আমাদের এখানেও তো পার্কসার্কাসে আন্দোলন চলছে । কই কেউ তো তাদের ডিস্টার্ব করছে না । "

BJP নেতাদের আক্রমণ করে বলেন, "সাংবিধানিক পদে রয়েছেন, BJP-র এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি গুলি চালানোর কথা বলেন, তাহলে দেশ সবচেয়ে বড় বিপদে রয়েছে ৷ এটা প্রমাণিত ৷"

30 জানুয়ারি জামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জামিয়ার পড়ুয়াদের সমবেত বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে নয়ডার এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জখম হয়েছিল এক পড়ুয়া ৷ 1 ফেব্রুযারি ফের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে শাহিনবাগ থেকে ৷ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাত 12 টা নাগাদ ফের জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের সামনে গুলির আওয়াজ শোনা যায় ৷ অন্যদিকে, 8 ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন ৷ তার আগে শাহিনবাগ ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চলার ঘটনা নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি ৷

Intro:কলকাতা, ৩ ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া সহ একের পর এক গুলি চালানোর ঘটনা নিয়ে এবারে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে বেরিয়ে তিনি বলেন,
"আমিও সব দেখছি। আমি বুঝতে পারিনা কিভাবে একজন মুখ্যমন্ত্রী বলেন যে বোলি নেহি শুনেগা তো গোলি খায়েগা। একই কথা বলছেন ইউনিয়ন মিনিস্টারও। এরা জানিনা কেনও ধর্মের কার্ড খেলে। কেনও এরা শান্তির কার্ড উন্নয়নের কার্ড খেলে না‌। আসলে ওরা ভয় পেয়েছে তাই এই সব করছে। ওদের কাছে কোনও উন্নয়ন নেই তাই কমিউনাল কার্ড খেললBody:

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন । দিল্লির ভোটের দিকেই তাকিয়ে রয়েছে সব মহল। তার আগে গুলি কাণ্ড নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। আজ গুলি কাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, "শান্তিপূর্ণ ভাবে আন্দোলন যে কেউ করতে পারে তাদের ওপর আক্রমণ কেনও হবে। সুপ্রিমকোর্ট তো বলেছে যে হিংসা ও অশান্তি না করে শান্তিপূর্ণ আন্দোলন যে কেউ করতে পারে। আমাদের এখানে তো পার্কসার্কাসে আন্দোলন চলছে। কেউ তো তাদের ডিস্টার্ব করছে না।"
Conclusion:
Last Updated : Feb 3, 2020, 11:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.