ETV Bharat / city

Netaji Birth Anniversary : ‘দেশনায়ক দিবস’-কে ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার - Netaji Birth Anniversary

ফের 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে এই দাবি করেন তিনি (Netaji Birth Anniversary) ৷

Netaji Birth Anniversary
‘দেশনায়ক দিবস’ ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Jan 23, 2022, 8:11 AM IST

Updated : Jan 23, 2022, 10:29 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী ঘিরে কেন্দ্র-রাজ্য তরজা অব্যাহত ৷ গতবছর থেকে 23 জানুয়ারি দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আজ ইন্ডিয়া গেটে বসছে দেশনায়কের হলোগ্রাম স্ট্যাচু ৷ অন্যদিকে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই কেন্দ্রের কাছে তাঁর দাবি, 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক ৷ পাশাপাশি 'পরাক্রম' নয়, নেতাজির জন্মদিনকে 'দেশনায়ক দিবস' হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী (Netaji Birth Anniversary) ৷

আরও পড়ুন : রবীন্দ্রনাথের ‘দেশনায়ক’ নেতাজি বিশ্বভারতী থেকে কার্যত ব্রাত্য

আজকের দিনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির নামে আলাদা ট্যাবলো থাকবে ৷ সকাল 11টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজিকে শ্রদ্ধা জানাবেন স্বস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷

  • We again appeal to the Central Government that Netaji’s birthday be declared a National Holiday to allow the entire Nation to pay homage to the National Leader and celebrate #DeshNayakDibas in most befitting manner.(7/7)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতবছর কলকাতায় এসে নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাল্টা দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চলতি বছরেও সেই তরজা অব্যাহত থাকল ৷

  • This year a tableau will be displayed on the Republic Day Parade on ‘Netaji’ and will also feature other eminent freedom fighters from Bengal to commemorate the 75th year of Independence of our country. (6/7)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী ঘিরে কেন্দ্র-রাজ্য তরজা অব্যাহত ৷ গতবছর থেকে 23 জানুয়ারি দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আজ ইন্ডিয়া গেটে বসছে দেশনায়কের হলোগ্রাম স্ট্যাচু ৷ অন্যদিকে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই কেন্দ্রের কাছে তাঁর দাবি, 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক ৷ পাশাপাশি 'পরাক্রম' নয়, নেতাজির জন্মদিনকে 'দেশনায়ক দিবস' হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী (Netaji Birth Anniversary) ৷

আরও পড়ুন : রবীন্দ্রনাথের ‘দেশনায়ক’ নেতাজি বিশ্বভারতী থেকে কার্যত ব্রাত্য

আজকের দিনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির নামে আলাদা ট্যাবলো থাকবে ৷ সকাল 11টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজিকে শ্রদ্ধা জানাবেন স্বস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷

  • We again appeal to the Central Government that Netaji’s birthday be declared a National Holiday to allow the entire Nation to pay homage to the National Leader and celebrate #DeshNayakDibas in most befitting manner.(7/7)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতবছর কলকাতায় এসে নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাল্টা দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চলতি বছরেও সেই তরজা অব্যাহত থাকল ৷

  • This year a tableau will be displayed on the Republic Day Parade on ‘Netaji’ and will also feature other eminent freedom fighters from Bengal to commemorate the 75th year of Independence of our country. (6/7)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jan 23, 2022, 10:29 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.