ETV Bharat / city

Sitaram on Presidential Election 2022: রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে কেন মমতার ভোলবদল ? প্রশ্ন তুললেন সীতারাম ইয়েচুরি

আগে জানলে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে এনডিএ এর দ্রৌপদী মুর্মুকে সমর্থন করত তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান বদল নিয়ে প্রশ্ন তুললেন সীতারাম ইয়েচুরি (Mamata Banerjee is Answerable for Changing Her Stands on Presidential Election Says Sitaram Yechury) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিতে হবে বলে জানান তিনি ৷

Mamata Banerjee is Answerable for Changing Her Stands on Presidential Election Says Sitaram Yechury
Mamata Banerjee is Answerable for Changing Her Stands on Presidential Election Says Sitaram Yechury
author img

By

Published : Jul 9, 2022, 12:07 PM IST

কলকাতা, 9 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের অবস্থান বদল করলেন ? রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 109 তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সেই প্রশ্নই তুললেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ সেই সঙ্গে এর জন্য মমতাকে জবাবদিহি করতে হবে বলে জানান তিনি (Mamata Banerjee is Answerable for Changing Her Stands on Presidential Election Says Sitaram Yechury) ৷ সেই সঙ্গে যশবন্ত সিনহার নামে আপত্তি থাকলেও, অতীত ভুলে বর্তমান পরিস্থিতিকে বিচার করে বামেরা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জোটের প্রস্তাবিত নামে সহমত পোষণ করেছিল বলে জানান ইয়েচুরি ৷

শুক্রবার কলকাতায় জ্যোতি বসুর জন্মবার্ষিকীতে বক্তব্য পেশ করতে গিয়ে নাম না-করেই যশবন্ত সিনহার নামে সিপিআইএম-এর আপত্তির প্রসঙ্গটি তোলেন সীতারাম ইয়েচুরি ৷ বলেন, "কে প্রার্থী হলেন, সেটা প্রধান বিচার্য বিষয় নয় ৷ আসল কথা হল, কেন তাঁকে প্রার্থী করা হল !" সিপিআইএম-এর সাধারণ সম্পাদক জানান, তাঁদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, দল হিসাবে সিপিআইএম সাম্প্রদায়িক শক্তির বিরোধীদের পাশে থাকা ৷ যশবন্ত সিনহার নাম না নিলেও সীতারাম ইয়েচুরি বলেন, "কারও অতীতের কাজ তুলে আজকের বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করা যায় না ৷"

এখানেই স্পষ্ট হয়ে যায়, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রাক্তন বিজেপি নেতাকে পছন্দ না-হলেও, বর্তমান পরিস্থিতিতে যশবন্তের এখনের অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাঁর বক্তব্যকে সমর্থনযোগ্য করতে, রাজ্যে 1967-1969 সালের যুক্তফ্রন্টের সরকারের উদাহরণ তুলে ধরেন সীতারাম ইয়েচুরি ৷ জানান, সেই সময় সরকার গঠন বামেদের প্রধান লক্ষ্য ছিল না ৷ কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাঁদের উদ্দেশ্য ছিল ৷ সেই লক্ষ্যে বিধানসভায় বৃহত্তর শক্তি হয়েও কংগ্রেসের অসীম সরকারকে বাংলার মুখ্যমন্ত্রী করে জ্যোতি বসু নিজে উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷

আরও পড়ুন: BJP Campaign for Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুর সমর্থনে তৃণমূল সাংসদদের চিঠি, ‘জয় নিশ্চিত’ উল্লেখ রাজ্য বিজেপি'র

এই প্রসঙ্গেই, তৃণমূল সুপ্রিমোর অবস্থান বদল নিয়ে প্রশ্ন তোলেন সীতারাম ইয়েচুরি ৷ প্রসঙ্গত, বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপি বিরোধী একাংশ রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছিলেন ৷ সেই বৈঠকের পরেই যশবন্ত সিনহার নামে সিলমোহর দেওয়া হয়েছিল বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ৷ কিন্তু, গতসপ্তাহে রথের দিন নিজের ঠিক করা প্রার্থীর জয় নিয়ে সংশয় প্রকাশ করা এবং কার্যত 180 ডিগ্রি অবস্থান বদল করে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) জয় কার্যত নিশ্চিত বলে জানান মমতা ৷ তৃণমূল সুপ্রিমোর এই ভোলবদল ভালোভাবে নেয়নি বিরোধী জোটের বাকি দলগুলি ৷ বিশেষ করে প্রকাশ্যে সেই কথা বলায় অসন্তুষ্ট বিরোধীরা ৷ যা আরও একবার স্পষ্ট হল সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথায় ৷

আরও পড়ুন: Mamata on Draupadi Murmu: ‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

কলকাতা, 9 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের অবস্থান বদল করলেন ? রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 109 তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সেই প্রশ্নই তুললেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ সেই সঙ্গে এর জন্য মমতাকে জবাবদিহি করতে হবে বলে জানান তিনি (Mamata Banerjee is Answerable for Changing Her Stands on Presidential Election Says Sitaram Yechury) ৷ সেই সঙ্গে যশবন্ত সিনহার নামে আপত্তি থাকলেও, অতীত ভুলে বর্তমান পরিস্থিতিকে বিচার করে বামেরা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জোটের প্রস্তাবিত নামে সহমত পোষণ করেছিল বলে জানান ইয়েচুরি ৷

শুক্রবার কলকাতায় জ্যোতি বসুর জন্মবার্ষিকীতে বক্তব্য পেশ করতে গিয়ে নাম না-করেই যশবন্ত সিনহার নামে সিপিআইএম-এর আপত্তির প্রসঙ্গটি তোলেন সীতারাম ইয়েচুরি ৷ বলেন, "কে প্রার্থী হলেন, সেটা প্রধান বিচার্য বিষয় নয় ৷ আসল কথা হল, কেন তাঁকে প্রার্থী করা হল !" সিপিআইএম-এর সাধারণ সম্পাদক জানান, তাঁদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, দল হিসাবে সিপিআইএম সাম্প্রদায়িক শক্তির বিরোধীদের পাশে থাকা ৷ যশবন্ত সিনহার নাম না নিলেও সীতারাম ইয়েচুরি বলেন, "কারও অতীতের কাজ তুলে আজকের বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করা যায় না ৷"

এখানেই স্পষ্ট হয়ে যায়, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রাক্তন বিজেপি নেতাকে পছন্দ না-হলেও, বর্তমান পরিস্থিতিতে যশবন্তের এখনের অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাঁর বক্তব্যকে সমর্থনযোগ্য করতে, রাজ্যে 1967-1969 সালের যুক্তফ্রন্টের সরকারের উদাহরণ তুলে ধরেন সীতারাম ইয়েচুরি ৷ জানান, সেই সময় সরকার গঠন বামেদের প্রধান লক্ষ্য ছিল না ৷ কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাঁদের উদ্দেশ্য ছিল ৷ সেই লক্ষ্যে বিধানসভায় বৃহত্তর শক্তি হয়েও কংগ্রেসের অসীম সরকারকে বাংলার মুখ্যমন্ত্রী করে জ্যোতি বসু নিজে উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷

আরও পড়ুন: BJP Campaign for Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুর সমর্থনে তৃণমূল সাংসদদের চিঠি, ‘জয় নিশ্চিত’ উল্লেখ রাজ্য বিজেপি'র

এই প্রসঙ্গেই, তৃণমূল সুপ্রিমোর অবস্থান বদল নিয়ে প্রশ্ন তোলেন সীতারাম ইয়েচুরি ৷ প্রসঙ্গত, বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপি বিরোধী একাংশ রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছিলেন ৷ সেই বৈঠকের পরেই যশবন্ত সিনহার নামে সিলমোহর দেওয়া হয়েছিল বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ৷ কিন্তু, গতসপ্তাহে রথের দিন নিজের ঠিক করা প্রার্থীর জয় নিয়ে সংশয় প্রকাশ করা এবং কার্যত 180 ডিগ্রি অবস্থান বদল করে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) জয় কার্যত নিশ্চিত বলে জানান মমতা ৷ তৃণমূল সুপ্রিমোর এই ভোলবদল ভালোভাবে নেয়নি বিরোধী জোটের বাকি দলগুলি ৷ বিশেষ করে প্রকাশ্যে সেই কথা বলায় অসন্তুষ্ট বিরোধীরা ৷ যা আরও একবার স্পষ্ট হল সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথায় ৷

আরও পড়ুন: Mamata on Draupadi Murmu: ‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.