ETV Bharat / city

Mamata Govt on Advertisement: বিজ্ঞাপনে মিডিয়া নির্ভরতা কমাতে ডিসপ্লে স্ক্রিনে উন্নয়নের প্রচারে উদ্য়োগী মমতার সরকার

author img

By

Published : Aug 2, 2022, 4:24 PM IST

সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েই সরকারি কাজের প্রচার করা হয় সাধারণত ৷ কিন্তু এবার এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি নির্ভরতা কমাতে চাইছে রাজ্য সরকার ৷ তাই ডিসপ্লে স্ক্রিনে উন্নয়নের প্রচারে উদ্য়োগী হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার ৷

mamata-banerjee-government-planning-to-display-advt-for-development-campaign
Mamata Govt on Advertisement: বিজ্ঞাপনে মিডিয়া নির্ভরতা কমাতে ডিসপ্লে স্ক্রিনে উন্নয়নের প্রচারে উদ্য়োগী মমতার সরকার

কলকাতা, 2 অগস্ট : হয়তো একেই বলে 'রথ দেখা ও কলা বেচা' । সরকারি কাজের প্রচারে সংবাদ মাধ্যম নির্ভরতা কমাতে চাইছে রাজ্য সরকার ।

শুধু পশ্চিমবঙ্গ (West Bengal) নয়, কমবেশি সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিজেদের সরকারি কাজের প্রচারে সংবাদমাধ্যমগুলির উপর নির্ভরশীল হয় । কিন্তু কোটি কোটি টাকা সরকারি বিজ্ঞাপনের পেছনে খরচ করার পরও বাংলায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার দেখছে যে তারা যে কাঙ্ক্ষিত প্রচার চাইছে, তা হচ্ছে না । আর সেই কারণেই সংবাদমাধ্যম নির্ভরতা কিছুটা কমিয়ে বিকল্প পরিকল্পনা করছে রাজ্য সরকার ।

কী সেই বিকল্প পরিকল্পনা ? রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, সরকারি কাজের প্রচারের জন্য সরকার এখন জনপ্রিয় ভ্রমণস্থলগুলিকে ব্যবহার করতে চাইছে । এক্ষেত্রে পরিকল্পনা হল, যেখানে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত । সেখানে সরকারের তরফ থেকে ডিসপ্লে বোর্ড বসিয়ে কী কী কাজ করা হয়েছে, তার প্রচার করা হবে । এক্ষেত্রে সরকারের ভাবনায় যেমন আছে শহরের জনবহুল বাসস্ট্যান্ড, ফেরিগুলি, একই সঙ্গে দীঘা, তারাপীঠের মতো জনপ্রিয় ভ্রমণস্থলগুলি কেউ ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার ।

সম্প্রতি এরই একটি পরীক্ষামূলক প্রয়াস হিসাবে দীঘার সমুদ্র তটে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এলইডি ডিসপ্লে স্ক্রিন ইউনিট বসানো হয়েছে । অগস্টের প্রথম দিন থেকেই সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের প্রচার প্রদর্শিত হচ্ছে । ইতিমধ্যে বিশ্ব বাংলা পার্ক এক এবং দুই মিলে দুই জায়গায় এই ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে ওল্ড দিঘায় ।

একই সঙ্গে নিউ দিঘাতেও দু’টি জায়গায় এই ধরনের বোর্ড বসেছে । এই প্রসঙ্গে দীঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পূর্ণেন্দু মাঝি বলেন, ‘‘পরীক্ষামূলকভাবে আমরা গোটা বিষয়টা শুরু করেছি ৷ আগামিদিনে অন্যত্র এই ডিসপ্লে বোর্ড বসানো হবে ।’’

আরও পড়ুন : Cabinet Expansion: অভিষেক ঘনিষ্ঠরাই নতুন মন্ত্রী ? মমতার মন্ত্রিসভাতেও কি দীর্ঘায়িত হচ্ছে তাঁর ছায়া ?

কলকাতা, 2 অগস্ট : হয়তো একেই বলে 'রথ দেখা ও কলা বেচা' । সরকারি কাজের প্রচারে সংবাদ মাধ্যম নির্ভরতা কমাতে চাইছে রাজ্য সরকার ।

শুধু পশ্চিমবঙ্গ (West Bengal) নয়, কমবেশি সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিজেদের সরকারি কাজের প্রচারে সংবাদমাধ্যমগুলির উপর নির্ভরশীল হয় । কিন্তু কোটি কোটি টাকা সরকারি বিজ্ঞাপনের পেছনে খরচ করার পরও বাংলায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার দেখছে যে তারা যে কাঙ্ক্ষিত প্রচার চাইছে, তা হচ্ছে না । আর সেই কারণেই সংবাদমাধ্যম নির্ভরতা কিছুটা কমিয়ে বিকল্প পরিকল্পনা করছে রাজ্য সরকার ।

কী সেই বিকল্প পরিকল্পনা ? রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, সরকারি কাজের প্রচারের জন্য সরকার এখন জনপ্রিয় ভ্রমণস্থলগুলিকে ব্যবহার করতে চাইছে । এক্ষেত্রে পরিকল্পনা হল, যেখানে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত । সেখানে সরকারের তরফ থেকে ডিসপ্লে বোর্ড বসিয়ে কী কী কাজ করা হয়েছে, তার প্রচার করা হবে । এক্ষেত্রে সরকারের ভাবনায় যেমন আছে শহরের জনবহুল বাসস্ট্যান্ড, ফেরিগুলি, একই সঙ্গে দীঘা, তারাপীঠের মতো জনপ্রিয় ভ্রমণস্থলগুলি কেউ ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার ।

সম্প্রতি এরই একটি পরীক্ষামূলক প্রয়াস হিসাবে দীঘার সমুদ্র তটে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এলইডি ডিসপ্লে স্ক্রিন ইউনিট বসানো হয়েছে । অগস্টের প্রথম দিন থেকেই সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের প্রচার প্রদর্শিত হচ্ছে । ইতিমধ্যে বিশ্ব বাংলা পার্ক এক এবং দুই মিলে দুই জায়গায় এই ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে ওল্ড দিঘায় ।

একই সঙ্গে নিউ দিঘাতেও দু’টি জায়গায় এই ধরনের বোর্ড বসেছে । এই প্রসঙ্গে দীঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পূর্ণেন্দু মাঝি বলেন, ‘‘পরীক্ষামূলকভাবে আমরা গোটা বিষয়টা শুরু করেছি ৷ আগামিদিনে অন্যত্র এই ডিসপ্লে বোর্ড বসানো হবে ।’’

আরও পড়ুন : Cabinet Expansion: অভিষেক ঘনিষ্ঠরাই নতুন মন্ত্রী ? মমতার মন্ত্রিসভাতেও কি দীর্ঘায়িত হচ্ছে তাঁর ছায়া ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.