ETV Bharat / city

মেট্রোর কাজের জন্য জল জমছে নিউ আলিপুরে, ক্ষুব্ধ মমতা - মেট্রোর কাজের জন্য জল জমছে নিউ আলিপুরে, ক্ষুব্ধ মমতা ব্যানার্জি

দলীয় নেতার বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতেই বেহালা যান তিনি । যাওয়ার পথে জমা জলের কারণে সমস্যায় পড়েন । এর পরই জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি প্রশ্ন তোলেন নিউ আলিপুরে কেন জল জমেছে? সরাসরি অভিযোগ করেন মেট্রো রেলের দিকে ।

মমতা ব্যানার্জি
author img

By

Published : Aug 17, 2019, 2:22 AM IST

Updated : Aug 17, 2019, 3:28 PM IST

কলকাতা, 17 অগাস্ট : বর্ষার জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিউ আলিপুরে কেন জল জমেছে সে বিষয়ে সরাসরি মেট্রো রেল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি । মেট্রো রেলের কাজ চলার কারণেই জল জমে সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন তিনি ।

মাত্র এক দিনের তুমুল বৃষ্টিতেই নাজেহাল গোটা শহর । জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা । আজ দুপুরের পরে শুরু হয় টানা বৃষ্টি । বিকেলে বৃষ্টির প্রকোপ একটু কমলে নবান্ন থেকে বেরিয়ে বেহালার দিকে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় নেতার বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতেই বেহালা যান তিনি । যাওয়ার পথে জমা জলের কারণে সমস্যায় পড়েন । এর পরই জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি প্রশ্ন তোলেন নিউ আলিপুরে কেন জল জমেছে? সরাসরি অভিযোগ করেন মেট্রো রেলের দিকে । তিনি বলেন, "মেট্রো রেলের কাজ চলার কারণেই এই সমস্যা হচ্ছে । মাঝেরহাট ব্রিজের অনুমতি যদি রেল তাড়াতাড়ি দিত তাহলে এই সমস্যা হত না ।" এর পরই তাঁর মন্তব্য, "দ্রুত অনুমতি পেলে রাজ্য সরকারও দ্রুত ব্রিজ তৈরি করতে পারত ৷"

দেখুন ভিডিয়ো

কলকাতা, 17 অগাস্ট : বর্ষার জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিউ আলিপুরে কেন জল জমেছে সে বিষয়ে সরাসরি মেট্রো রেল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি । মেট্রো রেলের কাজ চলার কারণেই জল জমে সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন তিনি ।

মাত্র এক দিনের তুমুল বৃষ্টিতেই নাজেহাল গোটা শহর । জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা । আজ দুপুরের পরে শুরু হয় টানা বৃষ্টি । বিকেলে বৃষ্টির প্রকোপ একটু কমলে নবান্ন থেকে বেরিয়ে বেহালার দিকে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় নেতার বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতেই বেহালা যান তিনি । যাওয়ার পথে জমা জলের কারণে সমস্যায় পড়েন । এর পরই জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি প্রশ্ন তোলেন নিউ আলিপুরে কেন জল জমেছে? সরাসরি অভিযোগ করেন মেট্রো রেলের দিকে । তিনি বলেন, "মেট্রো রেলের কাজ চলার কারণেই এই সমস্যা হচ্ছে । মাঝেরহাট ব্রিজের অনুমতি যদি রেল তাড়াতাড়ি দিত তাহলে এই সমস্যা হত না ।" এর পরই তাঁর মন্তব্য, "দ্রুত অনুমতি পেলে রাজ্য সরকারও দ্রুত ব্রিজ তৈরি করতে পারত ৷"

দেখুন ভিডিয়ো
Intro:
জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ১৬ অগাষ্ট: দলীয় নেতার বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ষার জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ আলিপুর চত্বরে কেন জল জমেছে সে বিষয়ে সরাসরি মেট্রোরেল কর্তৃপক্ষের ওপরে অভিযোগের আঙুল তোলেন। মেট্রো রেলের কাজ চলার কারণেই জল জমে সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন তিনি।

Body:

মাত্র এক দিনের তুমুল বৃষ্টিতেই নাজেহাল গোটা শহর এবং শহরতলীর মানুষেরা। বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। কার্যত আজ দুপুরের পরে শুরু হয় টানা বৃষ্টি। বিকেলে বৃষ্টির প্রকোপ একটু কমলে নবান্ন থেকে বেরিয়ে বেহালার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতার বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতেই বেহালা যান তিনি। যাওয়ার পথে জমা জলের কারণে বিরম্বনার শিকার হন। প্রচুর জল পাড় করে তাকে পৌঁছতে হয় অনুষ্ঠান বাড়িতে। পৌঁছে জমা জল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি প্রশ্ন তোলেন নিউ আলিপুরে কেন জল জমেছে ? সরাসরি অভিযোগ করেন মেট্রোরেলের দিকে। তিনি বলেন, 'মেট্রোরেলের কাজ চলার কারণেই এই সমস্যা হচ্ছে। মাঝেরহাট ব্রিজের অনুমতি যদি রেল তাড়াতাড়ি দিত তাহলে এই সমস্যা হতো না। রাজ্য ব্রিজ দ্রুত তৈরি করতে পারতো।'Conclusion:
Last Updated : Aug 17, 2019, 3:28 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.