কলকাতা, 23 সেপ্টেম্বর : তাঁর দলে মুখ্যমন্ত্রী হওয়ার মতো লোকের কোনও অভাব নেই ৷ কিন্তু মানুষ যদি মুখ্যমন্ত্রী পদে তাঁকেই কাজ করার সুযোগ দিতে চান, তাহলে তাঁরা যেন অবশ্যই বৃষ্টিতে কষ্ট করে হলেও ভোটটা দিতে যান ৷ বৃহস্পতিবার পদ্মপুকুরের প্রচারমঞ্চ থেকে একথাই বললেন মুখ্যমন্ত্রী তথা আসন্ন বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ মানুষের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, ‘‘একদিন ভোট দিন, পাঁচ বছর নিশ্চিন্ত থাকুন৷’’
আরও পড়ুন : Mamata Banerjee : অতিরিক্ত আত্মবিশ্বাসে গা ছাড়া মনোভাব নয়, মমতা কি শঙ্কায় ? কী বলছেন বিশেষজ্ঞরা
প্রসঙ্গত, আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ তারপর থেকেই পুরো দমে প্রচার শুরু করেছেন মমতা ৷ বস্তুত, প্রচারে এতটুকুও ঢিলেমি তাঁর পছন্দ নয় ৷ ইতিমধ্যেই প্রচারের কর্মসূচি হিসাবে ছোট ছোট সভা করছেন তৃণমূল সুপ্রিমো ৷ বুধবার এমনই একটি প্রচার সভা ছিল একবালপুর এলাকায় ৷ সেই মঞ্চ থেকেই মমতা তাঁর ভাষণে বলেন, তাঁকে ভোট দিয়ে না জেতালে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন ৷ যা নিয়ে শুরু হয় জোর জল্পনা ৷ প্রশ্ন ওঠে, তবে কি মমতা নিজের দলের নেতা, বিধায়কদের উপরই আস্থা রাখতে পারছেন না ? কারণ, মমতা যদি উপনির্বাচনে হেরেও যান, তাতেও তো তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে সরানো যাবে না ৷ শুধুমাত্র মমতার বদলে অন্য কোনও তৃণমূল বিধায়ককে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হবে ৷ তাতে তো দলেনত্রীর কোনও আপত্তি থাকা উচিত নয় ৷ তবে মমতা, নিজেকে ছাড়া দলের অন্য কাউকে প্রশাসনের শীর্ষ ক্ষমতায় দেখতে নারাজ ?
বৃহস্পতিবার যেন এইসব প্রশ্নেরই উত্তর দিলেন মমতা ৷ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ভোট দিয়ে জেতানোর কথা এত জোর দিয়ে বলছেন তিনি ৷ এদিন পদ্মপুকুরের প্রচারমঞ্চ থেকে মমতা বলেন, বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী পদে বসে থাকাটা অশোভনীয় ৷ সেই কারণেই ভোটে জিতে নিজের কাজ চালিয়ে যেতে চান তিনি ৷ একইসঙ্গে মমতা দৃঢ়তার সঙ্গে জানান, তাঁর দলে মুখ্যমন্ত্রী হওয়ার মতো লোকের কোনও অভাব নেই ৷ কিন্তু, মানুষ যদি তাঁকে মুখ্যমন্ত্রীর কাজ করে যাওয়ার সুযোগ দিতে চান, তাহলে তাঁর ভোটে জেতাটা বাধ্যতামূলক ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, মমতার তাঁর দলের সদস্যদেরই উপর আস্থা নেই বলে যে কথাটা ভাসতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এমন মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী ৷
আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি
গত কয়েক দিন ধরে বৃষ্টিতে নাজেহাল হতে হচ্ছে কলকাতা-সহ রাজ্যবাসীকে ৷ জমা জমে বীতশ্রদ্ধ আমজনতার মধ্যে নিকাশি নিয়ে তৈরি হচ্ছে ক্ষোভ ৷ এমন ভাবনা যে তাঁর বিরুদ্ধে যেতে পারে, তা বিলক্ষণ জানেন দুঁদে রাজনীতিক মমতা ৷ তাই এদিনের সভামঞ্চ থেকেই তিনি বুঝিয়ে দেন, প্রকৃতির রোষ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাঁর নেই ৷ তবে তাঁর সরকার যে বন্যা নিয়ন্ত্রণে এবং জমা জল নিষ্কাষণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সেকথা জোর গলায় বলেন মমতা ৷ একইসঙ্গে তাঁর আবেদন, আগামী 30 সেপ্টেম্বর বৃষ্টি হলেও মানুষ যেন একটু কষ্ট করে ভোটটুকু দিতে যান ৷ ইভিএম-এর এক নম্বর বোতাম টিপে তাঁরা যেন তাঁকে জয়যুক্ত করেন ৷ মমতার প্রতিশ্রুতি, শুধুমাত্র এই একটি দিন তাঁকে ভোটটুকু দিয়ে দিলেই আগামী পাঁচবছর রাজ্যবাসী নিশ্চিন্তে থাকতে পারবেন ৷ নিন্দুকেরা হয়তো এরপরও প্রশ্ন তুলবেন, তবে কি 30 সেপ্টেম্বরের উপনির্বাচনে এক নম্বরে ভোট না দিলে পাঁচ বছরের বাকি সময়টা অশান্তিতে কাটবে ?