ETV Bharat / city

Mamata on Mao Activities : জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বিজেপির চক্রান্ত, আতঙ্ক উড়িয়ে জানালেন মমতা - Mamata Banerjee directs Jungle Mahals police to take strict action against Mao Activities

জঙ্গলমহলে মাও কার্যকলাপ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সবটাই বিরোধীদের মস্তিষ্কপ্রসূত এবং সুপরিকল্পিত প্রচার।" এ জন্য জঙ্গলমহলের পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মমতা (Mamata Banerjee directs Jungle Mahals police to take strict action against Mao Activities)।

Mamata on Mao Activities
জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বিজেপির চক্রান্ত, আতঙ্ক উড়িয়ে জানালেন মমতা
author img

By

Published : Apr 27, 2022, 10:47 PM IST

কলকাতা, 27 এপ্রিল : বড় কোনও নাশকতার ঘটনা না-ঘটলেও জঙ্গলমহল গত এক মাসে সামনে এসেছে একাধিক মাওবাদী কার্যকলাপ ৷ ওইসব ঘটনার জন্য সরাসরি বিজেপি-কেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে জঙ্গলমহলে মাওবাদী আতঙ্কের বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিলেন তিনি ৷ বুধবার নবান্নের সভাঘরে পর্যালোচনা বৈঠকে মমতা জানান, কোথাও দু-একটা পোস্টার বিজেপি লাগিয়ে দিচ্ছে। আর সেটাকে নিয়েই রাজ্যে মাওবাদী আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, "সবটাই বিরোধীদের মস্তিষ্কপ্রসূত এবং সুপরিকল্পিত প্রচার।" এ জন্য জঙ্গলমহলের পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন মমতা (Mamata Banerjee directs Jungle Mahals police to take strict action against Mao Activities)।

নবান্নে এদিন ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গলমহলের এলাকাগুলিতে টহল বাড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জঙ্গলমহলের সবক'টি থানাকে সতর্ক করেছেন তিনি। নাকা চেকিং এবং তল্লাশি বাড়ানোরও নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে ৷ মাওবাদী কার্যকলাপ রুখতে বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা সিল করে দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশে ৷ একইসঙ্গে জঙ্গলমহলের মানুষের বিশ্বাস অর্জনের জন্য আরও বেশি করে রুট মার্চ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই তিনি জঙ্গলমহল সফরে যাবেন ৷

আরও পড়ুন : 5 মে থেকে রাজ্যে ফের পাড়ায় সমাধান, দুয়ারে সরকার শিবির 21-31 মে

বিনপুর, বেলদা, শিলদা-সহ জঙ্গলমহলের একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে মাওবাদী পোস্টার পড়তে শুরু করেছে। পোস্টারে তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা, যা সর্বাত্মক আকার নিয়েছিল ৷ এরপর একাধিক জায়গা থেকে ল্যান্ডমাইন উদ্ধারের খবরে আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এমনকী মাওবাদী পোস্টারে 'খেলা হবে' স্লোগানও লেখা হচ্ছে ৷ আতঙ্কে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলের অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস নেতারা জেলা পুলিশ সুপারের কাছে চিঠি লিখে বাড়তি নিরাপত্তা চেয়েছেন ৷ যদিও মুখ্যমন্ত্রী বিষয়গুলিকে আমল না দিয়ে সমস্ত কার্যকলাপের জন্য বিজেপি-কেই একহাত নিয়েছেন ।

কলকাতা, 27 এপ্রিল : বড় কোনও নাশকতার ঘটনা না-ঘটলেও জঙ্গলমহল গত এক মাসে সামনে এসেছে একাধিক মাওবাদী কার্যকলাপ ৷ ওইসব ঘটনার জন্য সরাসরি বিজেপি-কেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে জঙ্গলমহলে মাওবাদী আতঙ্কের বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিলেন তিনি ৷ বুধবার নবান্নের সভাঘরে পর্যালোচনা বৈঠকে মমতা জানান, কোথাও দু-একটা পোস্টার বিজেপি লাগিয়ে দিচ্ছে। আর সেটাকে নিয়েই রাজ্যে মাওবাদী আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, "সবটাই বিরোধীদের মস্তিষ্কপ্রসূত এবং সুপরিকল্পিত প্রচার।" এ জন্য জঙ্গলমহলের পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন মমতা (Mamata Banerjee directs Jungle Mahals police to take strict action against Mao Activities)।

নবান্নে এদিন ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গলমহলের এলাকাগুলিতে টহল বাড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জঙ্গলমহলের সবক'টি থানাকে সতর্ক করেছেন তিনি। নাকা চেকিং এবং তল্লাশি বাড়ানোরও নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে ৷ মাওবাদী কার্যকলাপ রুখতে বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা সিল করে দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশে ৷ একইসঙ্গে জঙ্গলমহলের মানুষের বিশ্বাস অর্জনের জন্য আরও বেশি করে রুট মার্চ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই তিনি জঙ্গলমহল সফরে যাবেন ৷

আরও পড়ুন : 5 মে থেকে রাজ্যে ফের পাড়ায় সমাধান, দুয়ারে সরকার শিবির 21-31 মে

বিনপুর, বেলদা, শিলদা-সহ জঙ্গলমহলের একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে মাওবাদী পোস্টার পড়তে শুরু করেছে। পোস্টারে তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা, যা সর্বাত্মক আকার নিয়েছিল ৷ এরপর একাধিক জায়গা থেকে ল্যান্ডমাইন উদ্ধারের খবরে আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এমনকী মাওবাদী পোস্টারে 'খেলা হবে' স্লোগানও লেখা হচ্ছে ৷ আতঙ্কে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলের অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস নেতারা জেলা পুলিশ সুপারের কাছে চিঠি লিখে বাড়তি নিরাপত্তা চেয়েছেন ৷ যদিও মুখ্যমন্ত্রী বিষয়গুলিকে আমল না দিয়ে সমস্ত কার্যকলাপের জন্য বিজেপি-কেই একহাত নিয়েছেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.