ETV Bharat / city

Bowbazar Metro Crisis: বাস্তব পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত, বউবাজারের সংকট নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর - কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro Rail) সুড়ঙ্গে জল ঢুকে ফের ফাটল ধরেছে বউবাজারের একাধিক বাড়ি ও দোকানে ৷ এই নিয়ে গ্রাউন্ড রিয়ালিটি খতিয়ে দেখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

mamata-banerjee-directs-action-on-the-bowbazar-metro-crisis-after-conducting-a-ground-reality-check
Bowbazar Metro Crisis: বাস্তব পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত, বউবাজারের সংকট নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Oct 15, 2022, 7:09 PM IST

কলকাতা, 15 অক্টোবর : ঠান্ডা ঘরে বৈঠক নয় । বরং ঘটনাস্থলে গিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বকে সরেজমিনে অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শনিবার নবান্নে বউবাজারের সংকট (Bowbazar Metro Crisis) নিয়ে এক বৈঠক হয় ৷ নবান্ন সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানান, শুধু মুখের কথা নয়, গ্রাউন্ড রিয়েলিটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

প্রসঙ্গত, বউবাজারে মেট্রো রেলের (East West Metro Rail) কাজের জেরে আবার ফাটল প্রকাশ্যে আসে । ধনতেরাসের আগে এমন ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে ওই এলাকার মানুষের মধ্যে । এটা বুঝতে পেরেই এদিন নবান্নে বৈঠকে বসে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব ।

বিকেলের এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) উপস্থিত তো ছিলেনই, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । উপস্থিত ছিলেন কেএমআরসিএল-এর কর্তারাও ।

মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কী সরেজমিনে পর্যবেক্ষণ করতে । সেই মতো বউবাজারে যান রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব । যান কেএমআরসিএল (KMRCL)-এর কর্তারাও । পরিস্থিতি দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে ।

কেএমআরসিএল-এর কর্তারা এদিন বৈঠকে জানিয়েছেন, আজ তাঁদের তরফ থেকে বউবাজারে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । এ ক্ষেত্রে সুড়ঙ্গ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । আপাতত বউবাজারের সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ করা গিয়েছে । তবে আশেপাশের জমির শক্তি বাড়ানোর প্রক্রিয়া চলছে ।

তাঁরা আরও জানিয়েছেন, বউবাজারের জট কাটাতে দিল্লি এবং বেঙ্গালুরুর মেট্রোর বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়া হচ্ছে । এক্ষেত্রে এই দুই জায়গা থেকে বিশেষজ্ঞদের এনে তাঁদের পরামর্শ নেওয়া হয়েছে ।

কিন্তু মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, শুধু মুখের কথা নয়, গ্রাউন্ড রিয়ালিটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । সেই মতো এদিন বউবাজারে যান মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে এগোবে রাজ্য ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে বউবাজার পরিদর্শনে মুখ্যসচিব ও মেয়র

কলকাতা, 15 অক্টোবর : ঠান্ডা ঘরে বৈঠক নয় । বরং ঘটনাস্থলে গিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বকে সরেজমিনে অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শনিবার নবান্নে বউবাজারের সংকট (Bowbazar Metro Crisis) নিয়ে এক বৈঠক হয় ৷ নবান্ন সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানান, শুধু মুখের কথা নয়, গ্রাউন্ড রিয়েলিটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

প্রসঙ্গত, বউবাজারে মেট্রো রেলের (East West Metro Rail) কাজের জেরে আবার ফাটল প্রকাশ্যে আসে । ধনতেরাসের আগে এমন ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে ওই এলাকার মানুষের মধ্যে । এটা বুঝতে পেরেই এদিন নবান্নে বৈঠকে বসে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব ।

বিকেলের এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) উপস্থিত তো ছিলেনই, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । উপস্থিত ছিলেন কেএমআরসিএল-এর কর্তারাও ।

মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কী সরেজমিনে পর্যবেক্ষণ করতে । সেই মতো বউবাজারে যান রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব । যান কেএমআরসিএল (KMRCL)-এর কর্তারাও । পরিস্থিতি দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে ।

কেএমআরসিএল-এর কর্তারা এদিন বৈঠকে জানিয়েছেন, আজ তাঁদের তরফ থেকে বউবাজারে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । এ ক্ষেত্রে সুড়ঙ্গ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । আপাতত বউবাজারের সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ করা গিয়েছে । তবে আশেপাশের জমির শক্তি বাড়ানোর প্রক্রিয়া চলছে ।

তাঁরা আরও জানিয়েছেন, বউবাজারের জট কাটাতে দিল্লি এবং বেঙ্গালুরুর মেট্রোর বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়া হচ্ছে । এক্ষেত্রে এই দুই জায়গা থেকে বিশেষজ্ঞদের এনে তাঁদের পরামর্শ নেওয়া হয়েছে ।

কিন্তু মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, শুধু মুখের কথা নয়, গ্রাউন্ড রিয়ালিটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । সেই মতো এদিন বউবাজারে যান মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে এগোবে রাজ্য ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে বউবাজার পরিদর্শনে মুখ্যসচিব ও মেয়র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.