ETV Bharat / city

Mamata Banerjee: 'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা - Intangible Cultural Heritage

বাংলা সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ৷ আগামী 23 মার্চ বার্লিনে এই পুরস্কার দেওয়া হবে ৷ নিজে হাতে সেই পুরস্কার হয়তো নিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷ তিনি এ দিন বলেন, বাংলা বিশ্বসেরা হবে (Bengal will become world best)৷

Mamata Banerjee confident that Bengal will become world best
'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা
author img

By

Published : Sep 12, 2022, 1:52 PM IST

Updated : Sep 12, 2022, 2:58 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ৷ আগামী 23 মার্চ বার্লিনে এই পুরস্কার দেওয়া হবে ৷ নিজে হাতে সেই পুরস্কার হয়তো নিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবারও এই ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷ আশাবাদী মুখ্যমন্ত্রী বললেন, "বাংলা আবার বিশ্বসেরা হবে ৷"

সোমবার মমতা বলেন, "আমি নিজে হাতে সেই পুরস্কার নিতে চাইব ৷ কারণ এটা গর্বের বিষয় ৷ কন্যাশ্রীর জন্য বাংলা রাষ্ট্রসংঘে পুরস্কৃত ৷ দুর্গাপুজোর জন্য স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ বাংলা আবার বিশ্বসেরা হবে (Bengal will become world best)৷" 2023 সালে পশ্চিমবঙ্গের হাতে 'বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হবে । বার্লিনে আগামী বছর 23 মার্চ হতে চলেছে এই অনুষ্ঠান ।

দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ স্বীকৃতি (Intangible Cultural Heritage) দেওয়ার পর পর্যটনে ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলা । বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে তকমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে । আগামী বছর অর্থাৎ 2023 সালে পশ্চিমবঙ্গকে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড দেওয়া হবে । রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর 23 মার্চ বার্লিনে এই পুরস্কার গ্রহণ করতে ইচ্ছুক মুখ্যমন্ত্রী মমতা ৷

আরও পড়ুন: কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক, দেশজুড়ে এজেন্সিরাজ চলছে: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন ৷ তিনি বলেন, রাজ্যে 40 শতাংশ দারিদ্র্য কমেছে ৷ গোটা দেশে কৃষিতে এক নম্বরে রয়েছে বাংলা ৷ এ বার তাঁর লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান ৷ উৎকর্ষ বাংলার আওতায় রাজ্যজুড়ে 30 হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এ দিন তিনি জানান, প্রায় 10 হাজার ছেলেমেয়ের কাছে আজ থেকেই নিয়োগপত্র যাওয়া শুরু হয়ে যাবে ৷ এরপর রাজ্যের বিভিন্ন জেলাতেও এই নিয়োগপত্র পৌঁছে দেওয়া হবে ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ৷ আগামী 23 মার্চ বার্লিনে এই পুরস্কার দেওয়া হবে ৷ নিজে হাতে সেই পুরস্কার হয়তো নিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবারও এই ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷ আশাবাদী মুখ্যমন্ত্রী বললেন, "বাংলা আবার বিশ্বসেরা হবে ৷"

সোমবার মমতা বলেন, "আমি নিজে হাতে সেই পুরস্কার নিতে চাইব ৷ কারণ এটা গর্বের বিষয় ৷ কন্যাশ্রীর জন্য বাংলা রাষ্ট্রসংঘে পুরস্কৃত ৷ দুর্গাপুজোর জন্য স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ বাংলা আবার বিশ্বসেরা হবে (Bengal will become world best)৷" 2023 সালে পশ্চিমবঙ্গের হাতে 'বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হবে । বার্লিনে আগামী বছর 23 মার্চ হতে চলেছে এই অনুষ্ঠান ।

দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ স্বীকৃতি (Intangible Cultural Heritage) দেওয়ার পর পর্যটনে ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলা । বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে তকমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে । আগামী বছর অর্থাৎ 2023 সালে পশ্চিমবঙ্গকে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড দেওয়া হবে । রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর 23 মার্চ বার্লিনে এই পুরস্কার গ্রহণ করতে ইচ্ছুক মুখ্যমন্ত্রী মমতা ৷

আরও পড়ুন: কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক, দেশজুড়ে এজেন্সিরাজ চলছে: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন ৷ তিনি বলেন, রাজ্যে 40 শতাংশ দারিদ্র্য কমেছে ৷ গোটা দেশে কৃষিতে এক নম্বরে রয়েছে বাংলা ৷ এ বার তাঁর লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান ৷ উৎকর্ষ বাংলার আওতায় রাজ্যজুড়ে 30 হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এ দিন তিনি জানান, প্রায় 10 হাজার ছেলেমেয়ের কাছে আজ থেকেই নিয়োগপত্র যাওয়া শুরু হয়ে যাবে ৷ এরপর রাজ্যের বিভিন্ন জেলাতেও এই নিয়োগপত্র পৌঁছে দেওয়া হবে ৷

Last Updated : Sep 12, 2022, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.