ETV Bharat / city

Mayor Of Kolkata Corporation : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা - Fihad Hakim is KMC Mayor

কলকাতা পৌরনিগমে এবার 134টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই ফিরহাদ হাকিমকে পরবর্তী মেয়র হিসেবে বেছে নেওয়া হয় (mamata banerjee announces firhad hakim as mayor of kolkata municipal corporation) ৷

mamata banerjee announces firhad hakim as mayor of kolkata municipal corporation
Fihad hakim Next KMC Mayor : মমতার উপস্থিতিতে ফিরহাদকেই আবার মেয়র বেছে নিল তৃণমূল
author img

By

Published : Dec 23, 2021, 2:29 PM IST

Updated : Dec 23, 2021, 5:40 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : ফিরহাদ হাকিমকেই আবার কলকাতা পৌরনিগমের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের কাউন্সিলরদের একটি বৈঠক হয় ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস ৷

এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি প্রথমে দলের কাউন্সিলরদের উদ্দেশ্য়ে বার্তা দেন ৷ তারপর তাঁর উপস্থিতিতেই ফিরহাদ হাকিমকে আবার কলকাতার মেয়র হিসেবে বেছে নেওয়া হয় (mamata banerjee announces firhad hakim as mayor of kolkata municipal corporation) ৷

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই ঘোষণা করেন ৷ তার আগে তিনি মালা রায়ের নাম চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করেছেন ৷

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে অতীন ঘোষকে ৷ তাছাড়া তিনি 13 জন মেয়র-ইন-কাউন্সিলের নাম ঘোষণা করেন ৷ সেই তালিকায় অতীন ঘোষ-সহ আরও 12 জন থাকছেন বলে মমতা জানিয়েছেন ৷

ওই 12 জন মেয়র পরিষদ হলেন - দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, সন্দীপরঞ্জন বক্সী, আমিরউদ্দিন ববি, মিতালী বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, রাম পিয়ারি রাম, জীবন সাহা ও বৈশ্বানর চট্টোপাধ্যায় ৷

অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

এবার মেয়র পরিষদের তালিকা থেকে বাদ গেলেন সামসুজ্জামান আনসারি, রতন দে, মনজর ইকবাল ও ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় ৷ রতন দে অবশ্য এবার নির্বাচনে লড়াই করেননি ৷

এছাড়া 16টি বরোর চেয়ারম্যানের নামও ঘোষণা করেন তৃণমূল নেত্রী ৷ সেই তালিকায় 9 জন মহিলা ৷ 16 জন বরো চেয়ারম্যান হলেন - তরুণ সাহা (বরো-1), শুক্লা ভড় (বরো-2), অনিন্দ্য রাউত (বরো-3), সাধনা বোস (বরো-4), রেহানা খাতুন (বরো-5), শানা আহমেদ (বরো-6), সুস্মিতা ভট্টাচার্য (বরো-7), চৈতালি চট্টোপাধ্যায় (বরো-8), দেবলীনা (বরো-9), জুঁই বিশ্বাস (বরো-10), তারকেশ্বর চক্রবর্তী (বরো-11), সুশান্ত ঘোষ (বরো-12), রত্না শূর (বরো-13), সংহিতা দাস (বরো-14), রণজিৎ শীল (বরো-15) ও সুদীপ পোল্লে (বরো-16) ৷

আবার মেয়র নির্বাচিত হওয়ার পর ফিরহাদ হাকিম জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দেখানো পথেই কলকাতার উন্নয়নের কাজ চালিয়ে যাবেন ৷ চেয়ারপার্সন হিসেবে আবার দায়িত্ব পাওয়ায় মালা রায়ও দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

আরও পড়ুন : Atin Ghosh Remove Hoardings : ফল ঘোষণার পরের দিন কর্মীদের সঙ্গে নির্বাচনী হোর্ডিং খুললেন অতীন ঘোষ

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের শুরুতেই কড়াবার্তা দিয়েছেন ৷ জানিয়েছেন, প্রতি ছ’মাসে কাজের পর্যালোচনা হবে ৷ ভাল কাজ করতে না পারলে দল ও সরকার ব্যবস্থা নেবে ৷

কলকাতা, 23 ডিসেম্বর : ফিরহাদ হাকিমকেই আবার কলকাতা পৌরনিগমের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের কাউন্সিলরদের একটি বৈঠক হয় ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস ৷

এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি প্রথমে দলের কাউন্সিলরদের উদ্দেশ্য়ে বার্তা দেন ৷ তারপর তাঁর উপস্থিতিতেই ফিরহাদ হাকিমকে আবার কলকাতার মেয়র হিসেবে বেছে নেওয়া হয় (mamata banerjee announces firhad hakim as mayor of kolkata municipal corporation) ৷

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই ঘোষণা করেন ৷ তার আগে তিনি মালা রায়ের নাম চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করেছেন ৷

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে অতীন ঘোষকে ৷ তাছাড়া তিনি 13 জন মেয়র-ইন-কাউন্সিলের নাম ঘোষণা করেন ৷ সেই তালিকায় অতীন ঘোষ-সহ আরও 12 জন থাকছেন বলে মমতা জানিয়েছেন ৷

ওই 12 জন মেয়র পরিষদ হলেন - দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, সন্দীপরঞ্জন বক্সী, আমিরউদ্দিন ববি, মিতালী বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, রাম পিয়ারি রাম, জীবন সাহা ও বৈশ্বানর চট্টোপাধ্যায় ৷

অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

এবার মেয়র পরিষদের তালিকা থেকে বাদ গেলেন সামসুজ্জামান আনসারি, রতন দে, মনজর ইকবাল ও ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় ৷ রতন দে অবশ্য এবার নির্বাচনে লড়াই করেননি ৷

এছাড়া 16টি বরোর চেয়ারম্যানের নামও ঘোষণা করেন তৃণমূল নেত্রী ৷ সেই তালিকায় 9 জন মহিলা ৷ 16 জন বরো চেয়ারম্যান হলেন - তরুণ সাহা (বরো-1), শুক্লা ভড় (বরো-2), অনিন্দ্য রাউত (বরো-3), সাধনা বোস (বরো-4), রেহানা খাতুন (বরো-5), শানা আহমেদ (বরো-6), সুস্মিতা ভট্টাচার্য (বরো-7), চৈতালি চট্টোপাধ্যায় (বরো-8), দেবলীনা (বরো-9), জুঁই বিশ্বাস (বরো-10), তারকেশ্বর চক্রবর্তী (বরো-11), সুশান্ত ঘোষ (বরো-12), রত্না শূর (বরো-13), সংহিতা দাস (বরো-14), রণজিৎ শীল (বরো-15) ও সুদীপ পোল্লে (বরো-16) ৷

আবার মেয়র নির্বাচিত হওয়ার পর ফিরহাদ হাকিম জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দেখানো পথেই কলকাতার উন্নয়নের কাজ চালিয়ে যাবেন ৷ চেয়ারপার্সন হিসেবে আবার দায়িত্ব পাওয়ায় মালা রায়ও দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

আরও পড়ুন : Atin Ghosh Remove Hoardings : ফল ঘোষণার পরের দিন কর্মীদের সঙ্গে নির্বাচনী হোর্ডিং খুললেন অতীন ঘোষ

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের শুরুতেই কড়াবার্তা দিয়েছেন ৷ জানিয়েছেন, প্রতি ছ’মাসে কাজের পর্যালোচনা হবে ৷ ভাল কাজ করতে না পারলে দল ও সরকার ব্যবস্থা নেবে ৷

Last Updated : Dec 23, 2021, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.