ETV Bharat / city

Mamata Banerjee: উৎসবের মরশুমে সব আশাকর্মীই সমান ভাতা পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর - পুজো উদ্বোধন

গ্রাম ও শহর নির্বিশেষে সব আশাকর্মীই এবারের পুজোয় (Durga Puja 2022) সম-পরিমাণ উৎসব ভাতা (Equal Ex Gratia for all Asha Karmi) পাবেন ৷ বুধবার আলিপুর বডিগার্ড লাইনের (Alipore Bodyguard Line) পুজো উদ্বোধনে (Durga Puja Inauguration) এসে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

Mamata Banerjee announces Equal Ex Gratia for all Asha Karmi during Durga Puja 2022
Mamata Banerjee: উৎসবের মরশুমে সব আশাকর্মীরাই সমান ভাতা পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Sep 28, 2022, 6:07 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: আলিপুর বডিগার্ড লাইনের (Alipore Bodyguard Line) পুজো উদ্বোধনে (Durga Puja Inauguration) এসে রাজ্যের (বিশেষ করে গ্রামের) আশাকর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি জানালেন, এখন থেকে গ্রাম এবং শহরে একই হারে উৎসব ভাতা পাবেন আশাকর্মীরা। এত দিন কলকাতা শহরে নিযুক্ত আশাকর্মীরা উৎসবের মরশুমে 4 হাজার 500 টাকা করে উৎসব ভাতা পেতেন ৷ আর গ্রামীণ এলাকায় কাজ করা আশাকর্মীরা পেতেন মাত্র 2 হাজার 500 টাকা ৷ এবার সেই বিভেদ দূর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ গ্রাম ও শহর নির্বিশেষে সকলেই পাবেন 4 হাজার 500 টাকা ৷

এদিন পুজো (Durga Puja 2022) উদ্বোধনে এসে মমতা বলেন, "কিছুক্ষণ আগেই আমার অমিত মিত্রের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ মুখ্যসচিবকেও সব জানানো হয়েছে ৷ এবার থেকে সমস্ত আশাকর্মীই সাড়ে চার হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন ৷ তাঁদের মধ্যে আর কোনও বৈষম্য থাকছে না (Equal Ex Gratia for all Asha Karmi) ৷"

আরও পড়ুন: আর্থিক সংকটের জেরে রাজ্য ছেড়ে পালাতে পারেন মমতা, দাবি সুকান্তর

বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধন করতে এসে এদিন পুলিশের ভূমিকারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, পুলিশের কোনও ছুটি হয় না ৷ 12 মাসই তাদের কাজ করে যেতে হয় ৷ বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে নানা ধরনের দায়িত্ব সামলানোর পাশাপাশি বড় দুর্যোগ বা দুর্ঘটনার সময় পুলিশ যেভাবে কাজ করে, তার ভূয়সী প্রশংসা করেন মমতা ৷ প্রসঙ্গত, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পুলিশ মন্ত্রীও বটে ৷

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, আলিপুর বডিগার্ড লাইনে জল জমার দীর্ঘদিনের সমস্যা ছিল ৷ সেই সমস্যা মেটানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল ৷ কখনও কখনও জল জমার সমস্যা এমন পর্যায়ে পৌঁছে যেত যে নৌকা পর্যন্ত নামাতে হত ! এই প্রসঙ্গে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ফিরহাদ ও তাঁর 'টিম'কে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা এদিন বলেন, "ভালো কাজ করেছেন ওঁরা ৷"

এর পাশাপাশি মমতা এদিন এও বলেন, "এখনও বডিগার্ড লাইনে অনেক কাজ করতে হবে ৷ বিশেষ করে এই ঘরবাড়িগুলি একটু সুন্দর করে রং করতে হবে ৷ যাঁরা সারা বছর মানুষের জন্য কাজ করেন, তাঁদের মনটা রঙিন থাকা উচিত ৷ " প্রসঙ্গত, এদিন বডিগার্ড লাইনের অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ ভার্চুয়াল মাধ্যমেই সারা হয় এই প্রক্রিয়া ৷ পাশাপাশি, এদিন ভবানীপুরের একাধিক পুজোর উদ্বোধন করেন রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর: আলিপুর বডিগার্ড লাইনের (Alipore Bodyguard Line) পুজো উদ্বোধনে (Durga Puja Inauguration) এসে রাজ্যের (বিশেষ করে গ্রামের) আশাকর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি জানালেন, এখন থেকে গ্রাম এবং শহরে একই হারে উৎসব ভাতা পাবেন আশাকর্মীরা। এত দিন কলকাতা শহরে নিযুক্ত আশাকর্মীরা উৎসবের মরশুমে 4 হাজার 500 টাকা করে উৎসব ভাতা পেতেন ৷ আর গ্রামীণ এলাকায় কাজ করা আশাকর্মীরা পেতেন মাত্র 2 হাজার 500 টাকা ৷ এবার সেই বিভেদ দূর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ গ্রাম ও শহর নির্বিশেষে সকলেই পাবেন 4 হাজার 500 টাকা ৷

এদিন পুজো (Durga Puja 2022) উদ্বোধনে এসে মমতা বলেন, "কিছুক্ষণ আগেই আমার অমিত মিত্রের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ মুখ্যসচিবকেও সব জানানো হয়েছে ৷ এবার থেকে সমস্ত আশাকর্মীই সাড়ে চার হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন ৷ তাঁদের মধ্যে আর কোনও বৈষম্য থাকছে না (Equal Ex Gratia for all Asha Karmi) ৷"

আরও পড়ুন: আর্থিক সংকটের জেরে রাজ্য ছেড়ে পালাতে পারেন মমতা, দাবি সুকান্তর

বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধন করতে এসে এদিন পুলিশের ভূমিকারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, পুলিশের কোনও ছুটি হয় না ৷ 12 মাসই তাদের কাজ করে যেতে হয় ৷ বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে নানা ধরনের দায়িত্ব সামলানোর পাশাপাশি বড় দুর্যোগ বা দুর্ঘটনার সময় পুলিশ যেভাবে কাজ করে, তার ভূয়সী প্রশংসা করেন মমতা ৷ প্রসঙ্গত, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পুলিশ মন্ত্রীও বটে ৷

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, আলিপুর বডিগার্ড লাইনে জল জমার দীর্ঘদিনের সমস্যা ছিল ৷ সেই সমস্যা মেটানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল ৷ কখনও কখনও জল জমার সমস্যা এমন পর্যায়ে পৌঁছে যেত যে নৌকা পর্যন্ত নামাতে হত ! এই প্রসঙ্গে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ফিরহাদ ও তাঁর 'টিম'কে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা এদিন বলেন, "ভালো কাজ করেছেন ওঁরা ৷"

এর পাশাপাশি মমতা এদিন এও বলেন, "এখনও বডিগার্ড লাইনে অনেক কাজ করতে হবে ৷ বিশেষ করে এই ঘরবাড়িগুলি একটু সুন্দর করে রং করতে হবে ৷ যাঁরা সারা বছর মানুষের জন্য কাজ করেন, তাঁদের মনটা রঙিন থাকা উচিত ৷ " প্রসঙ্গত, এদিন বডিগার্ড লাইনের অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ ভার্চুয়াল মাধ্যমেই সারা হয় এই প্রক্রিয়া ৷ পাশাপাশি, এদিন ভবানীপুরের একাধিক পুজোর উদ্বোধন করেন রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.