ETV Bharat / city

Sand Mining Policy : খাদান থেকে পাচার রুখতে বালি-নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালি পাচারের বহু অভিযোগ উঠেছে বাংলায় ৷ শাসকদলের একাধিক নেতার নাম জড়িয়েছে ৷ এবার খাদান থেকে পাচার রুখতে বালি-নীতি আনল রাজ্য ৷ বৃহস্পতিবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

mamata banerjee announced sand mining policy of west bengal government
Sand Mining Policy : খাদান থেকে পাচার রুখতে বালি-নীতি আনল রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Jul 22, 2021, 7:33 PM IST

কলকাতা, 22 জুলাই : বিধানসভা নির্বাচনের (Assembly Election) সময় থেকে যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের জন্য অন্যতম প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, বৃহস্পতিবার সেই বিষয়টি নিয়ে নয়া নীতি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government) । বালি-কয়লা পাচার নিয়ে অতীতেও বারবার সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । মমতা সরকারের তৃতীয় ইনিংসের শুরুতেই এই নিয়ে সতর্ক হলেন বাংলার মুখ্যমন্ত্রী । বালি পাচার রুখতে এবার বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, বালি উত্তোলনে নতুন নীতি (Sand Mining Policy) আনা হল । যার ফলে এবার থেকে বালি উত্তোলনের সমস্ত দায়িত্ব থাকবে মিনারেল মাইনিং কমিটির হাতে । এই কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব । ফলে বালি উত্তোলনের জন্য যে কোনও বেসরকারি সংস্থাকে অনুমতি নিতে হবে সরাসরি মুখ্যসচিবের কাজ থেকে । মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন শুধু বালি নয়, কয়লা উত্তোলনের ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলতে হবে ।

আরও পড়ুন : ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা

আগে বালি খাদানের বরাতের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের হাতে । অথচ তাঁদের নজর এড়িয়ে যথেচ্ছভাবেই চলত পাচার । এবার তাঁদের সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল । খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তিনি জানান, এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুটের খবর পেলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ । স্থানীয় প্রাকৃতির সম্পদ লুট একেবারেই বরদাস্ত নয়, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে । সেখানে এনিয়ে বিস্তারিত আলোচনার পরই স্যান্ড মাইনিং পলিসি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে কাউকেই রেয়াত করা হবে না । তা সে যে রাজনৈতিক দলের কর্মী-সমর্থক হোন না কেন ?

আসলে নির্বাচনের সময় বারবার বালি-কয়লা পাচারে তৃণমূল নেতাদের নাম জড়ানোয় অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে । আর সে কারণেই ভোট মিটতেই এবিষয়ে কড়া সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তাঁর স্পষ্ট বার্তা, স্থানীয় প্রাকৃতিক সম্পদ লুট করা যাবে না । দেখা যাচ্ছে, খনির নিলাম থেকে কোনও কোনও অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফা করছে । এটা বরদাস্ত হবে না ।

আরও পড়ুন : Pegasus Spyware : ফোনের ক্যামেরায় সেলোটেপ দেওয়া কতটা কাজের ? কি বলছেন বিশেষজ্ঞরা

কলকাতা, 22 জুলাই : বিধানসভা নির্বাচনের (Assembly Election) সময় থেকে যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের জন্য অন্যতম প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, বৃহস্পতিবার সেই বিষয়টি নিয়ে নয়া নীতি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government) । বালি-কয়লা পাচার নিয়ে অতীতেও বারবার সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । মমতা সরকারের তৃতীয় ইনিংসের শুরুতেই এই নিয়ে সতর্ক হলেন বাংলার মুখ্যমন্ত্রী । বালি পাচার রুখতে এবার বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, বালি উত্তোলনে নতুন নীতি (Sand Mining Policy) আনা হল । যার ফলে এবার থেকে বালি উত্তোলনের সমস্ত দায়িত্ব থাকবে মিনারেল মাইনিং কমিটির হাতে । এই কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব । ফলে বালি উত্তোলনের জন্য যে কোনও বেসরকারি সংস্থাকে অনুমতি নিতে হবে সরাসরি মুখ্যসচিবের কাজ থেকে । মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন শুধু বালি নয়, কয়লা উত্তোলনের ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলতে হবে ।

আরও পড়ুন : ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা

আগে বালি খাদানের বরাতের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের হাতে । অথচ তাঁদের নজর এড়িয়ে যথেচ্ছভাবেই চলত পাচার । এবার তাঁদের সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল । খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তিনি জানান, এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুটের খবর পেলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ । স্থানীয় প্রাকৃতির সম্পদ লুট একেবারেই বরদাস্ত নয়, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে । সেখানে এনিয়ে বিস্তারিত আলোচনার পরই স্যান্ড মাইনিং পলিসি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে কাউকেই রেয়াত করা হবে না । তা সে যে রাজনৈতিক দলের কর্মী-সমর্থক হোন না কেন ?

আসলে নির্বাচনের সময় বারবার বালি-কয়লা পাচারে তৃণমূল নেতাদের নাম জড়ানোয় অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে । আর সে কারণেই ভোট মিটতেই এবিষয়ে কড়া সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তাঁর স্পষ্ট বার্তা, স্থানীয় প্রাকৃতিক সম্পদ লুট করা যাবে না । দেখা যাচ্ছে, খনির নিলাম থেকে কোনও কোনও অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফা করছে । এটা বরদাস্ত হবে না ।

আরও পড়ুন : Pegasus Spyware : ফোনের ক্যামেরায় সেলোটেপ দেওয়া কতটা কাজের ? কি বলছেন বিশেষজ্ঞরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.