ETV Bharat / city

Mamata Advises to Wear Mask : করোনা নিয়ন্ত্রণে থাকলেও মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন (Mamata Banerjee advises to wear mask and use sanitiser) ৷ বুধবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম, বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপার (A meeting held in Nabanna with health official)৷

Mamata Banerjee advises to wear mask and use sanitiser
Mamata Banerjee
author img

By

Published : May 11, 2022, 9:10 PM IST

কলকাতা, 11 মে : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন তিনি (Mamata Banerjee advises to wear mask and use sanitiser) ।

বুধবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে যেমন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম, বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপার ৷ ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক এবং সিএমওএইচরা (A meeting held in Nabanna with health official)। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছেন । একই সঙ্গে তিনি বলেন, "করোনা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই । রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে । সব ধরনের পরিকাঠামোই প্রস্তুত রাখা হয়েছে । সামনে যদি চতুর্থ ওয়েভ আসেও, চিন্তা করার দরকার নেই ।"

এদিন টিকাকরণ নিয়ে কয়েকটি জেলার পারফরম্যান্স সম্পর্কে সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় । বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হুগলি, মালদা ও হাওড়ার মত জেলাগুলিতে কেন প্রথম ডোজের পরিমাণ কম হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও মালদা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, জলপাইগুড়ি ও ঝাড়গ্রামের পারফরম্যান্স আশাপ্রদ নয় । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার সঙ্গে লড়াইয়ে টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ অস্ত্র । যে যে জেলাগুলিতে এই টিকাকরণ ঠিকমত হয়নি সেখানে টিকাকরণ সম্পূর্ণ করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন এই বৈঠকে রাজ্যের ম্যালেরিয়া ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মমতা । এই সময়টা ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সতর্ক হওয়ার সময় । আর সে কারণেই পুর ও নগরোন্নয়ন দফতর এবং পঞ্চায়েতগুলোকে সতর্ক করা হয়েছে । গত দু'বছরে যেভাবে নিরবিচ্ছিন্নভাবে মশা বাহিত রোগের বিরুদ্ধে প্রচার এবং কাজকর্ম করা হয়েছে এবছর সেই কাজে জোর দিতে বলা হয়েছে । তবে রাজ্য ম্যালেরিয়া নির্মূলের ক্ষেত্রে যে ভালো ভূমিকা পালন করছে সে বিষয়ে জানাতে ভোলেননি মমতা (Covid-19)।

আরও পড়ুন : Cyclone Asani : অশনি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নবান্ন থেকেই জেলার দিকে নজর মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে এদিনের বৈঠক থেকে বিভিন্ন জেলার জেলাশাসক এবং সিএমওএইচদের হাসপাতালে ভিজিট করার নির্দেশ দিয়েছেন মমতা । সরকারি হাসপাতালে রেফার রোগ নিয়েও উষ্মা প্রকাশ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই রেফার রোগ যাতে বন্ধ হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি ।

কলকাতা, 11 মে : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন তিনি (Mamata Banerjee advises to wear mask and use sanitiser) ।

বুধবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে যেমন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম, বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপার ৷ ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক এবং সিএমওএইচরা (A meeting held in Nabanna with health official)। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছেন । একই সঙ্গে তিনি বলেন, "করোনা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই । রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে । সব ধরনের পরিকাঠামোই প্রস্তুত রাখা হয়েছে । সামনে যদি চতুর্থ ওয়েভ আসেও, চিন্তা করার দরকার নেই ।"

এদিন টিকাকরণ নিয়ে কয়েকটি জেলার পারফরম্যান্স সম্পর্কে সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় । বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হুগলি, মালদা ও হাওড়ার মত জেলাগুলিতে কেন প্রথম ডোজের পরিমাণ কম হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও মালদা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, জলপাইগুড়ি ও ঝাড়গ্রামের পারফরম্যান্স আশাপ্রদ নয় । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার সঙ্গে লড়াইয়ে টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ অস্ত্র । যে যে জেলাগুলিতে এই টিকাকরণ ঠিকমত হয়নি সেখানে টিকাকরণ সম্পূর্ণ করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন এই বৈঠকে রাজ্যের ম্যালেরিয়া ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মমতা । এই সময়টা ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সতর্ক হওয়ার সময় । আর সে কারণেই পুর ও নগরোন্নয়ন দফতর এবং পঞ্চায়েতগুলোকে সতর্ক করা হয়েছে । গত দু'বছরে যেভাবে নিরবিচ্ছিন্নভাবে মশা বাহিত রোগের বিরুদ্ধে প্রচার এবং কাজকর্ম করা হয়েছে এবছর সেই কাজে জোর দিতে বলা হয়েছে । তবে রাজ্য ম্যালেরিয়া নির্মূলের ক্ষেত্রে যে ভালো ভূমিকা পালন করছে সে বিষয়ে জানাতে ভোলেননি মমতা (Covid-19)।

আরও পড়ুন : Cyclone Asani : অশনি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নবান্ন থেকেই জেলার দিকে নজর মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে এদিনের বৈঠক থেকে বিভিন্ন জেলার জেলাশাসক এবং সিএমওএইচদের হাসপাতালে ভিজিট করার নির্দেশ দিয়েছেন মমতা । সরকারি হাসপাতালে রেফার রোগ নিয়েও উষ্মা প্রকাশ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই রেফার রোগ যাতে বন্ধ হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.