ETV Bharat / city

গুরু নানককে সামনে রেখে 'একতার' বার্তা মমতার - কলকাতায় গুরু নানক জয়ন্তী 2019

"আমরা সবাই একসঙ্গে থাকি । গুরু নানক সবসময় শান্তি, একতা ও পরম্পরার জন্য কাজ করে গেছেন । যা আমাদের জীবনের সবথেকে বড় আদর্শ । তাঁকে হিন্দুরা গুরু মানেন, মুসলিমরা মানেন পির ৷" শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তীর প্রাক্কালে গতকাল শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি গুরু নানক মেমোরিয়াল গড়তে রুবিতে জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । গোটা বিষয়টি দেখার জন্য রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেন তিনি ।

গুরু নানক জয়ন্তী প্রাক্কালে একতার বার্তা মমতার
author img

By

Published : Nov 12, 2019, 10:23 AM IST

কলকাতা, 12 নভেম্বর : শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তীর প্রাক্কালে গতকাল শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে 'একতা'-র বার্তা দিলেন তিনি ৷ বলেন, "গুরু নানকের আদর্শ মেনে আমরা সকলে একসঙ্গে থাকি ৷"

আজ গুরু নানকের 550 তম জন্মজয়ন্তী । সেই উপলক্ষ্যে গতকাল কলকাতার শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিখ ধর্মাবলম্বী মানুষ । এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ গতসন্ধ্যায় কাকদ্বীপ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী ৷ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সরাসরি সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । মঞ্চে উপস্থিত হয়ে গুরু নানককে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি ।

ভিডিয়োয় দেখুন কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী গুরু নানকের কথা স্মরণ করিয়ে বলেন, "আমরা সবাই একসঙ্গে থাকি । গুরু নানক সবসময় শান্তি, একতা ও পরম্পরার জন্য কাজ করে গেছেন । যা আমাদের জীবনের সবথেকে বড় আদর্শ । তাঁকে হিন্দুরা গুরু মানেন, মুসলিমরা মানেন পির ৷" অন্যদিকে, গুরু নানক মেমোরিয়াল গড়তে রুবিতে জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । গোটা বিষয়টি দেখার জন্য রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেন তিনি ।

কলকাতা, 12 নভেম্বর : শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তীর প্রাক্কালে গতকাল শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে 'একতা'-র বার্তা দিলেন তিনি ৷ বলেন, "গুরু নানকের আদর্শ মেনে আমরা সকলে একসঙ্গে থাকি ৷"

আজ গুরু নানকের 550 তম জন্মজয়ন্তী । সেই উপলক্ষ্যে গতকাল কলকাতার শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিখ ধর্মাবলম্বী মানুষ । এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ গতসন্ধ্যায় কাকদ্বীপ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী ৷ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সরাসরি সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । মঞ্চে উপস্থিত হয়ে গুরু নানককে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি ।

ভিডিয়োয় দেখুন কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী গুরু নানকের কথা স্মরণ করিয়ে বলেন, "আমরা সবাই একসঙ্গে থাকি । গুরু নানক সবসময় শান্তি, একতা ও পরম্পরার জন্য কাজ করে গেছেন । যা আমাদের জীবনের সবথেকে বড় আদর্শ । তাঁকে হিন্দুরা গুরু মানেন, মুসলিমরা মানেন পির ৷" অন্যদিকে, গুরু নানক মেমোরিয়াল গড়তে রুবিতে জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । গোটা বিষয়টি দেখার জন্য রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেন তিনি ।

Intro:কলকাতা, ১১ নভেম্বর: গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তুলে বার বারই সরব হয়ে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে একতা থাকতে নিদান দিচ্ছেন তিনি। আজ শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিনের প্রাক্কালে কলকাতার শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে 'একতা'র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বললেন, তাঁর আদর্শ মেনে আমরা সকলে একসঙ্গে থাকি।


Body:আগামী কাল গুরু নানকের ৫৫০ তম জন্মদিন । সেই উপলক্ষ্যে আজ আগে ভাগেই কলকাতার শহিদ মিনার ময়দানে এক অনুষ্ঠান করে জন্মদিন পালন করলেন শিখ ধর্মাবলম্বী মানুষেরা। বিশেষ এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে কাকদ্বীপ থেকে সন্ধ্যায় কলকাতায় ফিরে সরাসরি গুরু নানকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। মঞ্চে উঠে আগে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান গুরু নানককে। মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী সহ বিশিষ্ট মানুষদের সংবর্ধিত করেন শিষ্যরা। মুখ্যমন্ত্রী গুরু নানকের কথা স্মরণ করিয়ে বলেন, 'আমরা সবাই একসঙ্গে থাকি। গুরু নানক শান্তি, একতা, পরম্পরার জন্য কাজ করে গেছেন । যা আমাদের জীবনের সবথেকে বড় আদর্শ। তাঁকে হিন্দুরা গুরু মানেন, মুসলিমরা মানেন পীর।' অন্যদিকে, গুরু নানক মেমোরিয়াল গড়তে রুবিতে জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফরহাদ ফিরহাদ হাকিমকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.