কলকাতা, 12 নভেম্বর : শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তীর প্রাক্কালে গতকাল শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে 'একতা'-র বার্তা দিলেন তিনি ৷ বলেন, "গুরু নানকের আদর্শ মেনে আমরা সকলে একসঙ্গে থাকি ৷"
আজ গুরু নানকের 550 তম জন্মজয়ন্তী । সেই উপলক্ষ্যে গতকাল কলকাতার শহিদ মিনার ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিখ ধর্মাবলম্বী মানুষ । এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ গতসন্ধ্যায় কাকদ্বীপ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী ৷ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সরাসরি সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । মঞ্চে উপস্থিত হয়ে গুরু নানককে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি ।
মুখ্যমন্ত্রী গুরু নানকের কথা স্মরণ করিয়ে বলেন, "আমরা সবাই একসঙ্গে থাকি । গুরু নানক সবসময় শান্তি, একতা ও পরম্পরার জন্য কাজ করে গেছেন । যা আমাদের জীবনের সবথেকে বড় আদর্শ । তাঁকে হিন্দুরা গুরু মানেন, মুসলিমরা মানেন পির ৷" অন্যদিকে, গুরু নানক মেমোরিয়াল গড়তে রুবিতে জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । গোটা বিষয়টি দেখার জন্য রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেন তিনি ।