ETV Bharat / city

Procession for Durga Puja Heritage Recognition : দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে আগামী 1 সেপ্টেম্বর কলকাতায় শোভাযাত্রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর - ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Administration Meeting) ৷ সেখানে তিনি জানান, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে শোভাযাত্রা হবে আগামী 1 সেপ্টেম্বর (Mamata Banerjee announces a procession programme to greet UNESCO for Durga Puja Heritage Recognition) ৷

mamata announces a procession programme to greet unesco for durga puja heritage recognition
Procession for Durga Puja Heritage Recognition : দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে আগামী 1 সেপ্টেম্বর কলকাতায় শোভাযাত্রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Feb 3, 2022, 4:06 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (Durga Puja Heritage Recognition) ৷ সেই নিয়ে কলকাতায় শোভাযাত্রা করা হবে ৷ বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামী 1 সেপ্টেম্বর ওই শোভাযাত্রা হবে (Mamata Banerjee announces a procession programme to greet UNESCO for Durga Puja Heritage Recognition) ৷

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি এই ঘোষণা করেন ৷ তিনি জানান, 1 সেপ্টেম্বর দুপুর 1 টায় শ্যামবাজার থেকে ওই শোভাযাত্রা শুরু হবে ।

তিনি জানান, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে এই শোভাযাত্রা হবে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এবার রেড রোড পুজো কার্নিভাল হবে বলেও তিনি ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন : Deucha Pachami Project : দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ : মুখ্যসচিব

কলকাতা, 3 ফেব্রুয়ারি : কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (Durga Puja Heritage Recognition) ৷ সেই নিয়ে কলকাতায় শোভাযাত্রা করা হবে ৷ বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামী 1 সেপ্টেম্বর ওই শোভাযাত্রা হবে (Mamata Banerjee announces a procession programme to greet UNESCO for Durga Puja Heritage Recognition) ৷

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি এই ঘোষণা করেন ৷ তিনি জানান, 1 সেপ্টেম্বর দুপুর 1 টায় শ্যামবাজার থেকে ওই শোভাযাত্রা শুরু হবে ।

তিনি জানান, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে এই শোভাযাত্রা হবে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এবার রেড রোড পুজো কার্নিভাল হবে বলেও তিনি ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন : Deucha Pachami Project : দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ : মুখ্যসচিব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.