ETV Bharat / city

Mamata on Losing Elections in Purulia : নেতাদের ভুলেই পুরুলিয়ায় পরাজয়, কর্মিসভা থেকে জানালেন মমতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার পুরুলিয়া দলের কর্মিসভায় অংশগ্রহণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নেতাদের ভুলেই পুরুলিয়ায় তৃণমূল হেরেছিল বলেই তিনি জানান ৷ পাশাপাশি জেতার পরও বিজেপি কিছু করেনি বলেও অভিযোগ করেন তিনি ৷

mamata-admits-tmc-leaders-mistakes-in-losing-elections-in-purulia
Mamata on Losing Elections in Purulia : নেতাদের ভুলেই পুরুলিয়ায় পরাজয়, কর্মিসভা থেকে জানালেন মমতা
author img

By

Published : May 31, 2022, 2:31 PM IST

কলকাতা, 31 মে : প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ পুরুলিয়ার রবীন্দ্রভবনে সেই বৈঠকের চব্বিশ ঘণ্টার দলের কর্মীদের সামনে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী (Mamata Slams BJP) ৷ পাশাপাশি আত্মসমালোচনাও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ পুরুলিয়ার নেতা-কর্মীদের ভুলেই গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন মেলেনি বলেই মমতার মত (Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia) ৷

Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia
পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় দলের নেতারা

মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভা থেকে মমতা বলেন, ‘‘আমাদের লোকজন নিশ্চয়ই ভুল করেছিল, সেই কারণে লোকসভা এবং বিধানসভা ভোটে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন । তাই আমাদের মাত্র তিনজন জিতেছে বাদবাকি আমরা জিততে পারিনি । এখান থেকে বিজেপির এমপি-এমএলএরা জিতেছে । তবে তারপরে আর তাদের দেখা নেই ।’’

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আজকের লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে ? তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার । কৃষকবন্ধুও দিচ্ছে তৃণমূল সরকার । শিল্পীদের ভাতা দিচ্ছে আমাদের সরকার সবুজসাথীর সাইকেল দিচ্ছে আমাদের সরকার, সবই যদি তৃণমূলের সরকার দেয় তাহলে বিজেপি কি করছে ? ললিপপ খাবে !’’

Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia
পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

2019 লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) জঙ্গলমহলের জেলাগুলিতে খারাপ ফল হয় তৃণমূলের । 2021 বিধানসভা ভোটে (Bengal Assembly Elections 2021) জেলা পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ফল লোকসভার তুলনায় ভালো হলেও বিজেপির (BJP) ভোট ব্যাঙ্ক স্পষ্ট ছাপ রেখেছে ।

Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia
পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন কর্মীদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল । সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় আমাদের । কিন্তু জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই । এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা । আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে । আমাদের বিরুদ্ধে কুত্‍সা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস ।’’

আরও পড়ুন : Mamata Slams Modi Govt : 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকেও সরব মুখ্যমন্ত্রী

কলকাতা, 31 মে : প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ পুরুলিয়ার রবীন্দ্রভবনে সেই বৈঠকের চব্বিশ ঘণ্টার দলের কর্মীদের সামনে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী (Mamata Slams BJP) ৷ পাশাপাশি আত্মসমালোচনাও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ পুরুলিয়ার নেতা-কর্মীদের ভুলেই গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন মেলেনি বলেই মমতার মত (Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia) ৷

Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia
পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় দলের নেতারা

মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভা থেকে মমতা বলেন, ‘‘আমাদের লোকজন নিশ্চয়ই ভুল করেছিল, সেই কারণে লোকসভা এবং বিধানসভা ভোটে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন । তাই আমাদের মাত্র তিনজন জিতেছে বাদবাকি আমরা জিততে পারিনি । এখান থেকে বিজেপির এমপি-এমএলএরা জিতেছে । তবে তারপরে আর তাদের দেখা নেই ।’’

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আজকের লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে ? তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার । কৃষকবন্ধুও দিচ্ছে তৃণমূল সরকার । শিল্পীদের ভাতা দিচ্ছে আমাদের সরকার সবুজসাথীর সাইকেল দিচ্ছে আমাদের সরকার, সবই যদি তৃণমূলের সরকার দেয় তাহলে বিজেপি কি করছে ? ললিপপ খাবে !’’

Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia
পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

2019 লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) জঙ্গলমহলের জেলাগুলিতে খারাপ ফল হয় তৃণমূলের । 2021 বিধানসভা ভোটে (Bengal Assembly Elections 2021) জেলা পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ফল লোকসভার তুলনায় ভালো হলেও বিজেপির (BJP) ভোট ব্যাঙ্ক স্পষ্ট ছাপ রেখেছে ।

Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia
পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন কর্মীদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল । সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় আমাদের । কিন্তু জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই । এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা । আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে । আমাদের বিরুদ্ধে কুত্‍সা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস ।’’

আরও পড়ুন : Mamata Slams Modi Govt : 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকেও সরব মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.