কলকাতা, 31 মে : প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ পুরুলিয়ার রবীন্দ্রভবনে সেই বৈঠকের চব্বিশ ঘণ্টার দলের কর্মীদের সামনে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী (Mamata Slams BJP) ৷ পাশাপাশি আত্মসমালোচনাও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ পুরুলিয়ার নেতা-কর্মীদের ভুলেই গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন মেলেনি বলেই মমতার মত (Mamata Admits TMC leaders Mistakes in Losing Elections in Purulia) ৷
মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভা থেকে মমতা বলেন, ‘‘আমাদের লোকজন নিশ্চয়ই ভুল করেছিল, সেই কারণে লোকসভা এবং বিধানসভা ভোটে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন । তাই আমাদের মাত্র তিনজন জিতেছে বাদবাকি আমরা জিততে পারিনি । এখান থেকে বিজেপির এমপি-এমএলএরা জিতেছে । তবে তারপরে আর তাদের দেখা নেই ।’’
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আজকের লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে ? তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার । কৃষকবন্ধুও দিচ্ছে তৃণমূল সরকার । শিল্পীদের ভাতা দিচ্ছে আমাদের সরকার সবুজসাথীর সাইকেল দিচ্ছে আমাদের সরকার, সবই যদি তৃণমূলের সরকার দেয় তাহলে বিজেপি কি করছে ? ললিপপ খাবে !’’
2019 লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) জঙ্গলমহলের জেলাগুলিতে খারাপ ফল হয় তৃণমূলের । 2021 বিধানসভা ভোটে (Bengal Assembly Elections 2021) জেলা পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ফল লোকসভার তুলনায় ভালো হলেও বিজেপির (BJP) ভোট ব্যাঙ্ক স্পষ্ট ছাপ রেখেছে ।
এদিন কর্মীদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল । সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় আমাদের । কিন্তু জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই । এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা । আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে । আমাদের বিরুদ্ধে কুত্সা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস ।’’