কলকাতা, 28 মে : টানা দু 'বছর বন্ধ থাকার পর আগামিকাল থেকে আবার চালু হচ্ছে ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবা (Maitri and Bandhan train services to restart from tomorrow)। রবিবার থেকে দুই বাংলার মধ্যে ফের চালু হতে চলেছে মৈত্রী ও বন্ধন ট্রেন পরিষেবা । অতিমারির সময় বন্ধ ছিল লোকাল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা । এরপর এখন স্বাভাবিক হয়েছে পরিস্থিতি । ছন্দে ফিরেছে জীবনযাত্রা । ধাপে ধাপে চালু হয়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন, বাস ও বিমান পরিষেবা ।
ভারতের মত বাংলাদেশেও এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে (India Bangladesh Train Service)। তাই দু'দেশের রেলমন্ত্রক এই দুটি ট্রেনের যাত্রী পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় । ফলে ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ট্রেন পরিষেবা । এই দুটি ট্রেন বাণিজ্যিকভাবে যতটা সফল, ততটাই জনপ্রিয় । যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে এই দুটি ট্রেনের চাহিদাও খুব বেশি । বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে চিকিৎসার জন্য আসেন । এঁদের মধ্যে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত । তাই এতদিন পর্যন্ত এই দুটি ট্রেন বন্ধ থাকায় তাঁদের বিমানের উপরেই নির্ভর করতে হত, যা অনেকটাই খরচ সাপেক্ষ ।
অন্যদিকে স্থলপথে আসতে গেলে অনেকটা সময় লেগে যায় ভারত পৌঁছতে । তাই যাঁরা গুরুতর অসুস্থ তাঁদের পক্ষে এটা বেশ ধকলের হয়ে পড়ে । তাই এবার সেইসব যাত্রীরা যে উপকৃত হবে তা বলাই বাহুল্য । ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসও 1 জুন থেকে চালু হতে চলেছে । ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস ।
আরও পড়ুন : Bandel Railway Station : আজ দুপুর 3টে থেকে সোমবার দুপুর 3টে, বন্ধ ব্যান্ডেল স্টেশন
সকাল 7.10 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে গেদে, দর্শনা হয়ে বাংলাদেশের ঢাকা শহরে পৌঁছবে মৈত্রী এক্সপ্রেস । ঠিক একইভাবে কলকাতা স্টেশন থেকে পেট্রাপোল, বেনাপোল হয়ে খুলনা পৌঁছয় বন্ধন এক্সপ্রেস । অপরদিকে নিউজলপাউগুড়ি থেকে চ্যাংরাবান্ধা হয়ে ঢাকা পৌঁছয় মিতালি এক্সপ্রেস । এই তিনটি ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে বৈদেশিক কাউন্টার রয়েছে এমন স্টেশন থেকে । টিকিট কাটার সময় দেখাতে হবে পাসপোর্ট, ভিসা ও বাকি বৈধ কাগজপত্র ।