কলকাতা, 16 নভেম্বর : মেলেনি পুলিশের অনুমতি । তা সত্ত্বেও দাবি আদায়ে আগামীকাল পথে নামতে চলেছেন রাজ্যের বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা । চেতলা পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী কল্যাণ সমিতির তরফে । ইতিমধ্যেই সেই ডাকে সাড়া দিয়ে আগামীকালের কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন রাজ্যজুড়ে থাকা এই মাদ্রাসার শিক্ষকরা । উত্তরবঙ্গ থেকেও অনেকে আসতে চলেছেন ৷ এদিকে পুলিশের অনুমতি না থাকায় আগামীকাল এই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে ।
ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তারে 10 হাজার মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু, এত বছর পার হয়ে যাওয়ার পর রাজ্যে মাত্র 235টি মাদ্রাসা অনুমোদন পেয়েছে । 2013 সাল থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়ে অনেকবার আন্দোলন হয়েছে । হয়েছে অনশনও । কিন্তু, দাবি পূরণের বদলে মিলেছিল আরও প্রতিশ্রুতি । অভিযোগ, সেগুলিও পূরণ হয়নি । এমনকী অনুমোদন পাওয়া মাদ্রাসাগুলিও সরকারের কাছ থেকে কোনও প্রকার আর্থিক সাহায্য পায় না বলে অভিযোগ বেসরকারি মাদ্রাসাগুলির । তাই একাধিক দাবি-দাওয়া নিয়ে আগামীকাল ফের পথে নামতে চলেছেন বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা ।
তাঁদের দাবি, অনুমোদনহীন আন-এডেড মাদ্রাসাগুলিকে অবিলম্বে অনুমোদন দিতে হবে । আন-এডেড মাদ্রাসাগুলিকে বিল্ডিং গ্রান্টসহ অন্য সরকারি সুবিধা দিতে হবে । দীর্ঘদিন ধরে কর্মরত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের অবিলম্বে বেতন দিতে হবে ।
আগামীকালের কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা অনুমোদন ও আর্থিক সুযোগ-সুবিধার দাবি নিয়ে রাস্তায় নামবেন । পুলিশ বলছে মিছিল করা যাবে না । আমরা লালবাজারের অনুমোদন চেয়েছিলাম, চেতলা থানায় অনুমতি চেয়েছিলাম । লিখিত দেয়নি, তবে মৌখিকভাবে জানিয়েছে মিছিল করা যাবে না । আমরা বলেছি, মিছিল তো হবেই । বলপ্রয়োগ করবেন? করুন । আমাদের বাস, গাড়িতে করে লোক আসবে । বিশৃঙ্খলা হলে তার দায়িত্ব আপনাদের ।"
যে কোনও পরিস্থিতিতে আগামীকাল মিছিল করার পরিকল্পনা নিয়েছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ । ওইদিন চেতলা পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তারপরে হাজরা মোড় অবরোধ করা হবে বলে জানা গেছে । পুলিশের তরফে বাধা আসবে তা নিয়ে নিশ্চিত সংগঠনের সদস্যরা । তাই সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মইদুল ইসলাম ।