কলকাতা, 3 জুন: সামনের বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023 timetable) শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে ৷ এ বছরের মাধ্যমিকের ফলপ্রকাশের পর এ কথা জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷ তিনি আগামী বছরের পরীক্ষার সূচি প্রকাশ করেছেন ৷ সেখানেই জানানো হয়েছে 23 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 4 মার্চ (Madhyamik 2023 will start on 23rd February)৷
একনজরে দেখে নেব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার সূচি...
দিন | তারিখ | বিষয় |
বৃহস্পতিবার | 23 ফেব্রুয়ারি, 2023 | প্রথম ভাষা |
শুক্রবার | 24 ফেব্রুয়ারি, 2023 | দ্বিতীয় ভাষা |
শনিবার | 25 ফেব্রুয়ারি, 2023 | ভূগোল |
সোমবার | 27 ফেব্রুয়ারি, 2023 | ইতিহাস |
মঙ্গলবার | 28 ফেব্রুয়ারি, 2023 | জীবন বিজ্ঞান |
বৃহস্পতিবার | 2 মার্চ, 2023 | অঙ্ক |
শুক্রবার | 3 মার্চ, 2023 | ভৌত বিজ্ঞান |
শনিবার | 4 মার্চ, 2023 | ঐচ্ছিক বিষয় |
পরীক্ষা শুরু হবে পৌনে বারোটা থেকে ৷ প্রশ্নপত্র পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রথম 15 মিনিট সময় দেওয়া হবে ৷ পরীক্ষা শেষ হবে বিকেল 3টেয় ৷
আরও পড়ুন: Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষা কবে নেওয়া হবে সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ ৷
আরও পড়ুন: Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক