কলকাতা, 20 মে : নারদ-কাণ্ডে আজ, বৃহস্পতিবার শুনানি হয়নি কলকাতা হাইকোর্টে ৷ গতকাল শুনানি হয়েছিল ৷ তার পর আজ আবার শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু অনিবার্য কারণবশত শুনানি হয়নি ৷ ফলে এই মামলায় ধৃত চারজনের জেল হেফাজতের মেয়াদ আরও বেড়েছে ৷
এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা নিয়ে নতুন একটি ডিভিসন বেঞ্চ গঠন করার আবেদন করলেন মদন মিত্র ৷ কামারহাটির বিধায়ককে গত সোমবার অন্য তিন অভিযুক্তের সঙ্গেই গ্রেফতার করা হয় ৷ তিনিও জেল হেফাজতেই রয়েছেন ৷
বুধবার এই মামলার শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চে ৷ কিন্তু বৃহস্পতিবার ওই বেঞ্চে শুনানি না হওয়ায় এই নিয়ে নতুন ডিভিসন বেঞ্চ গঠন করার আবেদন করেছেন মদন মিত্র ৷ তাঁর আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ইমেল করে এই আবেদন জানিয়েছেন ।
আরও পড়ুন : হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না
সেখানে কারণ হিসেবে মদন মিত্রের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ জানানো হয়েছে, মদন মিত্র অত্যন্ত অসুস্থ ৷ তাই দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হোক ৷