ETV Bharat / city

ব্রেন ডেথে অঙ্গদানের সিদ্ধান্ত, কলকাতা থেকে ফুসফুস যাচ্ছে হায়দরাবাদে - kolkata

আগে বেশ কয়েকবার ভিন রাজ্যের কোনও রোগীর ব্রেন ডেথ হলে, তাঁর অঙ্গ এরাজ্যের বাসিন্দার শরীরে প্রতিস্থাপন হয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে প্রতিস্থাপনের জন্য অঙ্গ যায়নি ।

organ transplantation in kolkata
কলকাতা থেকে হায়দরাবাদে ফুসফুস যাচ্ছে প্রতিস্থাপনের জন্য
author img

By

Published : Aug 24, 2020, 12:49 AM IST

Updated : Aug 24, 2020, 2:26 PM IST

কলকাতা, 24 অগাস্ট : কলকাতা, 24 অগাস্ট : অন্য রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ এর আগে এ রাজ‍্যের কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের উদাহরণ আছে । এবার, এই প্রথম রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ অন্য রাজ্যে পাঠানো হচ্ছে প্রতিস্থাপনের জন্য । শুধুমাত্র তাই নয় । এ রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর ফুসফুস অন্য রোগীর শরীরে এই প্রথম প্রতিস্থাপিত হতে চলেছে ।

কোরোনা আবহে ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া থমকে গিয়েছিল কলকাতা তথা পূর্ব ভারতে । বেশ কয়েক মাস পরে, কলকাতায় উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে পথ দুর্ঘটনায় জখম হন 32 বছরের যুবক । 16 অগাস্ট তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । এরপর 17 অগাস্ট রাতে তাঁর হার্ট, লিভার এবং দুই কিডনি কলকাতার তিনটি হাসপাতালে প্রতিস্থাপন করা হয় অন্য চার জন রোগীর শরীরে । ওই যুবকের কর্নিয়া এবং ত্বক-ও দান করেছেন পরিজনরা । এই ঘটনার ছয় দিনের মাথায় কোরোনা আবহের মধ্যে কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে । কলকাতার মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে রবিবার , অন্য রোগীদের শরীরে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ।

kolkata
এই রোগীর ত্বক দান করা হয়েছে SSKM হাসপাতালে, কর্নিয়া দান করা হয়েছে কলকাতায় একটি চক্ষু হাসপাতালে

মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে বছর 44-এর এক ব্যক্তিকে এই বেসরকরি হাসপাতালে ভরতি করানো হয়েছিল । ওই ব্যক্তির ব্রেনে টিউমার ছিল । তবে শেষ পর্যন্ত এই রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি । শনিবার , 22 অগাস্ট রাত 11টা নাগাদ তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । জানা গিয়েছে, মৃত এই রোগী উত্তরপাড়ার বাসিন্দা । এদিকে, ব্রেন ডেথ ঘোষণার পরে এই রোগীর অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন মৃত রোগীর পরিজনরা । এরপরে শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ খবর পাওয়া পর্যন্ত , ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর দুটি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর ফুসফুস হায়দরাবাদে অবস্থিত KIMS হাসপাতালের রোগীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে । কলকাতায় ব্রেন ডেথ ঘোষিত বছর 44 বছরের এই রোগীর ত্বক দান করা হয়েছে SSKM হাসপাতালে । কর্নিয়া দান করা হয়েছে কলকাতায় অবস্থিত বেসরকারি একটি চক্ষু হাসপাতালে । তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট এবং লিভার অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি ।

ব্রেন ডেথে অঙ্গদানের সিদ্ধান্ত, কলকাতা থেকে ফুসফুস যাচ্ছে হায়দরাবাদে

মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে । মৃত এই রোগীর ফুসফুস কলকাতা বিমানবন্দর হয়ে পৌঁছাবে হায়দরাবাদের ওই হাসপাতালে । কলকাতা বিমানবন্দর থেকে চার্টার্ড বিমানে করে ফুসফুস নিয়ে যাওয়া হবে হায়দরাবাদে । এর জন্য মল্লিকবাজারের বেসরকারি ওই হাসপাতাল থেকে একটি গ্রিন করিডর গড়ে ফুসফুস কলকাতা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে । মল্লিকবাজারের ওই হাসপাতাল থেকে অন্য একটি গ্রিন করিডর গড়ে দুটি কিডনি পৌঁছে দেওয়া হবে SSKM হাসপাতালে । SSKM হাসপাতাল সূত্রে খবর, এই হাসপাতালে দুই রোগীর শরীরে এই দুই কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া রবিবার শেষ রাত নাগাদ শুরু হওয়ার কথা ।

kolkata
ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা

কলকাতা, 24 অগাস্ট : কলকাতা, 24 অগাস্ট : অন্য রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ এর আগে এ রাজ‍্যের কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের উদাহরণ আছে । এবার, এই প্রথম রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ অন্য রাজ্যে পাঠানো হচ্ছে প্রতিস্থাপনের জন্য । শুধুমাত্র তাই নয় । এ রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর ফুসফুস অন্য রোগীর শরীরে এই প্রথম প্রতিস্থাপিত হতে চলেছে ।

কোরোনা আবহে ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া থমকে গিয়েছিল কলকাতা তথা পূর্ব ভারতে । বেশ কয়েক মাস পরে, কলকাতায় উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে পথ দুর্ঘটনায় জখম হন 32 বছরের যুবক । 16 অগাস্ট তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । এরপর 17 অগাস্ট রাতে তাঁর হার্ট, লিভার এবং দুই কিডনি কলকাতার তিনটি হাসপাতালে প্রতিস্থাপন করা হয় অন্য চার জন রোগীর শরীরে । ওই যুবকের কর্নিয়া এবং ত্বক-ও দান করেছেন পরিজনরা । এই ঘটনার ছয় দিনের মাথায় কোরোনা আবহের মধ্যে কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে । কলকাতার মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে রবিবার , অন্য রোগীদের শরীরে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ।

kolkata
এই রোগীর ত্বক দান করা হয়েছে SSKM হাসপাতালে, কর্নিয়া দান করা হয়েছে কলকাতায় একটি চক্ষু হাসপাতালে

মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে বছর 44-এর এক ব্যক্তিকে এই বেসরকরি হাসপাতালে ভরতি করানো হয়েছিল । ওই ব্যক্তির ব্রেনে টিউমার ছিল । তবে শেষ পর্যন্ত এই রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি । শনিবার , 22 অগাস্ট রাত 11টা নাগাদ তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । জানা গিয়েছে, মৃত এই রোগী উত্তরপাড়ার বাসিন্দা । এদিকে, ব্রেন ডেথ ঘোষণার পরে এই রোগীর অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন মৃত রোগীর পরিজনরা । এরপরে শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ খবর পাওয়া পর্যন্ত , ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর দুটি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর ফুসফুস হায়দরাবাদে অবস্থিত KIMS হাসপাতালের রোগীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে । কলকাতায় ব্রেন ডেথ ঘোষিত বছর 44 বছরের এই রোগীর ত্বক দান করা হয়েছে SSKM হাসপাতালে । কর্নিয়া দান করা হয়েছে কলকাতায় অবস্থিত বেসরকারি একটি চক্ষু হাসপাতালে । তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট এবং লিভার অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি ।

ব্রেন ডেথে অঙ্গদানের সিদ্ধান্ত, কলকাতা থেকে ফুসফুস যাচ্ছে হায়দরাবাদে

মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে । মৃত এই রোগীর ফুসফুস কলকাতা বিমানবন্দর হয়ে পৌঁছাবে হায়দরাবাদের ওই হাসপাতালে । কলকাতা বিমানবন্দর থেকে চার্টার্ড বিমানে করে ফুসফুস নিয়ে যাওয়া হবে হায়দরাবাদে । এর জন্য মল্লিকবাজারের বেসরকারি ওই হাসপাতাল থেকে একটি গ্রিন করিডর গড়ে ফুসফুস কলকাতা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে । মল্লিকবাজারের ওই হাসপাতাল থেকে অন্য একটি গ্রিন করিডর গড়ে দুটি কিডনি পৌঁছে দেওয়া হবে SSKM হাসপাতালে । SSKM হাসপাতাল সূত্রে খবর, এই হাসপাতালে দুই রোগীর শরীরে এই দুই কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া রবিবার শেষ রাত নাগাদ শুরু হওয়ার কথা ।

kolkata
ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা
Last Updated : Aug 24, 2020, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.