কলকাতা, 24 অগাস্ট : কলকাতা, 24 অগাস্ট : অন্য রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ এর আগে এ রাজ্যের কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের উদাহরণ আছে । এবার, এই প্রথম রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ অন্য রাজ্যে পাঠানো হচ্ছে প্রতিস্থাপনের জন্য । শুধুমাত্র তাই নয় । এ রাজ্যের ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর ফুসফুস অন্য রোগীর শরীরে এই প্রথম প্রতিস্থাপিত হতে চলেছে ।
কোরোনা আবহে ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া থমকে গিয়েছিল কলকাতা তথা পূর্ব ভারতে । বেশ কয়েক মাস পরে, কলকাতায় উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে পথ দুর্ঘটনায় জখম হন 32 বছরের যুবক । 16 অগাস্ট তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । এরপর 17 অগাস্ট রাতে তাঁর হার্ট, লিভার এবং দুই কিডনি কলকাতার তিনটি হাসপাতালে প্রতিস্থাপন করা হয় অন্য চার জন রোগীর শরীরে । ওই যুবকের কর্নিয়া এবং ত্বক-ও দান করেছেন পরিজনরা । এই ঘটনার ছয় দিনের মাথায় কোরোনা আবহের মধ্যে কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে । কলকাতার মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে রবিবার , অন্য রোগীদের শরীরে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ।
মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে বছর 44-এর এক ব্যক্তিকে এই বেসরকরি হাসপাতালে ভরতি করানো হয়েছিল । ওই ব্যক্তির ব্রেনে টিউমার ছিল । তবে শেষ পর্যন্ত এই রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি । শনিবার , 22 অগাস্ট রাত 11টা নাগাদ তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । জানা গিয়েছে, মৃত এই রোগী উত্তরপাড়ার বাসিন্দা । এদিকে, ব্রেন ডেথ ঘোষণার পরে এই রোগীর অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন মৃত রোগীর পরিজনরা । এরপরে শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ খবর পাওয়া পর্যন্ত , ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর দুটি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর ফুসফুস হায়দরাবাদে অবস্থিত KIMS হাসপাতালের রোগীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে । কলকাতায় ব্রেন ডেথ ঘোষিত বছর 44 বছরের এই রোগীর ত্বক দান করা হয়েছে SSKM হাসপাতালে । কর্নিয়া দান করা হয়েছে কলকাতায় অবস্থিত বেসরকারি একটি চক্ষু হাসপাতালে । তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট এবং লিভার অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি ।
মল্লিকবাজারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে । মৃত এই রোগীর ফুসফুস কলকাতা বিমানবন্দর হয়ে পৌঁছাবে হায়দরাবাদের ওই হাসপাতালে । কলকাতা বিমানবন্দর থেকে চার্টার্ড বিমানে করে ফুসফুস নিয়ে যাওয়া হবে হায়দরাবাদে । এর জন্য মল্লিকবাজারের বেসরকারি ওই হাসপাতাল থেকে একটি গ্রিন করিডর গড়ে ফুসফুস কলকাতা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে । মল্লিকবাজারের ওই হাসপাতাল থেকে অন্য একটি গ্রিন করিডর গড়ে দুটি কিডনি পৌঁছে দেওয়া হবে SSKM হাসপাতালে । SSKM হাসপাতাল সূত্রে খবর, এই হাসপাতালে দুই রোগীর শরীরে এই দুই কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া রবিবার শেষ রাত নাগাদ শুরু হওয়ার কথা ।