ETV Bharat / city

"মা হিসেবে বাচ্চাদের দেখতে আসতে পারি না ?" পথ আটকানোয় প্রশ্ন লকেটের

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম শিশুদের দেখতে SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে আসেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের দরজায় আটকে দেন নিরাপত্তাকর্মীরা ৷ লকেট বলেন, "এখানে ওদের মেয়র আসছেন, সাংসদ আসছেন ৷ তাঁরা সব কিছু করতে পারেন ৷ একজন সাংসদ হিসাবে আসতে পারি না ? মা হিসাবে পারি না বাচ্চাটিকে দেখতে আসতে ?

Locket Chattopadhyay
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Feb 15, 2020, 10:04 PM IST

Updated : Feb 15, 2020, 10:34 PM IST

কলকাতা ,15ফেব্রুয়ারি : বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মেয়র, সাংসদ আসছে । অথচ, তিনি একজন সাংসদ হিসেবে একটি বাচ্চাকে দেখতে আসতে পারেন না । মা হিসাবে একটি বাচ্চাকে দেখে আসতে পারেন না । এখানেও তৃণমূল কংগ্রেসের সাংসদ ও BJP সাংসদ । আজ SSKM-এ এসে বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । আজ SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে । হাসপাতাল থেকে ফেরার সময় তিনি এটা রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন ।

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম শিশুদের দেখতে SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে আজ বেলা তিনটার পরে SSKM-এ আসেন লকেট চট্টোপাধ্যায় । তবে তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের দরজায় আটকে দেন নিরাপত্তাকর্মীরা । সাংসদকে বলা হয়, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারের কেউ এসে না বললে, তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে ঢুকতে দেওয়া হবে না । কেন তাঁকে ঢুকতে দেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন করেন লকেট । এরপর কিছু সময়ের জন্য ট্রমা কেয়ার সেন্টারের দরজার ওপারে তাঁকে বসতে দেওয়া হয় । ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে ঢুকতে হলে সাংসদকে MSVP-র অনুমতি নিয়ে আসতে বলেন নিরাপত্তাকর্মীরা ‌। তখন বেরিয়ে যান তিনি । লকেট বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দেখা করতে দেবেন না এবং ডাক্তাররাও আমার সঙ্গে কথা বলবেন না ।" তিনি যখন এসেছিলেন হাসপাতালে তখন মেডিকেল বোর্ডের মিটিং হচ্ছিল বলে তাঁকে জানানো হয়। এই মিটিং শেষ না হওয়া পর্যন্ত কোনও ডাক্তার কথা বলবেন না বলেও তাঁকে জানানো হয়ে। লকেটকে এরপর MSVP-র সঙ্গে কথা বলার জন্য জানানো হয়।

BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়

লকেট বলেন, "এখানে আমরা ক‍্যাওয়াস সৃষ্টি করতে আসিনি । বাচ্চাটিকে আমি গতকাল দেখেছিলাম । চুঁচুড়া হাসপাতালে ওকে ঠিক করার মতো সরঞ্জাম ছিল না সেই জন্য স্থানান্তরিত করা হয়েছে । ওর বাবার সঙ্গে দেখা হয়েছিল, খুব খারাপ লেগেছিল । আমি আজকে এখানে দেখতে এসেছি সে কতটা রিকভারি করেছে । আমি দেখতে আসতে পারি জানানো ছিল ।" তিনি বলেন, "পুলিশ এখানে দাঁড় করিয়ে বলে ঢুকতে গেলে পারমিশন নিয়ে আসতে হবে । এখানে মেয়র আসছে, সংসদ আসছে, তারা এখানে বসে থাকছে, যা খুশি করছে, তারা সব কিছু করতে পারে, একজন সাংসদ হিসাবে আমি এখানে আসতে পারি না একজন বাচ্চাকে দেখতে, একজন মা হিসাবে পারি না?"

লকেট বলেন, "কাল যখন ঘটনাটি হয়েছে তখন কাছাকাছি ছিলাম । বাচ্চাদের কান্নাকাটি আমার খারাপ লেগেছিল । সেই জায়গা থেকে এখানে এসেছি । কিন্তু এটাতেও রাজনীতি ‌। বাচ্চার এ রকম কন্ডিশন হয়েছে । আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক । আর কিছু চাই না । কিন্তু এখানেও কেন তৃণমূল রাজনীতি করছে । তৃণমূলের সাংসদ আর BJP-র সাংসদ । লজ্জার কথা, পশ্চিমবঙ্গটা কোথায় চলে যাচ্ছে ।" তিনি বলেন, "সুপার স্পেশালিটি হাসপাতাল বলল হাসপাতালে সরঞ্জাম নেই । আমি সাংসদ তহবিলের টাকা থেকে দিতে চেয়েছিলাম । নেওয়ার কথা প্রথমে বলে ভয় পেয়ে ওরা চিঠি আমাকে ফিরিয়ে দিয়েছে ।"

তারপর তাঁর সংযোজন, "আমি একজন মা । আমার মনে হচ্ছে বাচ্চাটাকে কাল যখন দেখেছি, আজ একবার দেখে যাই । আমাকে আটকে দেওয়া হচ্ছে । কিন্তু তাঁদের সাংসদ, মেয়র সবাই এখানে আসেন। বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়েও এখানে রাজনীতি চলছে । লজ্জার কথা ।"

কলকাতা ,15ফেব্রুয়ারি : বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মেয়র, সাংসদ আসছে । অথচ, তিনি একজন সাংসদ হিসেবে একটি বাচ্চাকে দেখতে আসতে পারেন না । মা হিসাবে একটি বাচ্চাকে দেখে আসতে পারেন না । এখানেও তৃণমূল কংগ্রেসের সাংসদ ও BJP সাংসদ । আজ SSKM-এ এসে বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । আজ SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে । হাসপাতাল থেকে ফেরার সময় তিনি এটা রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন ।

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম শিশুদের দেখতে SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে আজ বেলা তিনটার পরে SSKM-এ আসেন লকেট চট্টোপাধ্যায় । তবে তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের দরজায় আটকে দেন নিরাপত্তাকর্মীরা । সাংসদকে বলা হয়, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারের কেউ এসে না বললে, তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে ঢুকতে দেওয়া হবে না । কেন তাঁকে ঢুকতে দেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন করেন লকেট । এরপর কিছু সময়ের জন্য ট্রমা কেয়ার সেন্টারের দরজার ওপারে তাঁকে বসতে দেওয়া হয় । ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে ঢুকতে হলে সাংসদকে MSVP-র অনুমতি নিয়ে আসতে বলেন নিরাপত্তাকর্মীরা ‌। তখন বেরিয়ে যান তিনি । লকেট বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দেখা করতে দেবেন না এবং ডাক্তাররাও আমার সঙ্গে কথা বলবেন না ।" তিনি যখন এসেছিলেন হাসপাতালে তখন মেডিকেল বোর্ডের মিটিং হচ্ছিল বলে তাঁকে জানানো হয়। এই মিটিং শেষ না হওয়া পর্যন্ত কোনও ডাক্তার কথা বলবেন না বলেও তাঁকে জানানো হয়ে। লকেটকে এরপর MSVP-র সঙ্গে কথা বলার জন্য জানানো হয়।

BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়

লকেট বলেন, "এখানে আমরা ক‍্যাওয়াস সৃষ্টি করতে আসিনি । বাচ্চাটিকে আমি গতকাল দেখেছিলাম । চুঁচুড়া হাসপাতালে ওকে ঠিক করার মতো সরঞ্জাম ছিল না সেই জন্য স্থানান্তরিত করা হয়েছে । ওর বাবার সঙ্গে দেখা হয়েছিল, খুব খারাপ লেগেছিল । আমি আজকে এখানে দেখতে এসেছি সে কতটা রিকভারি করেছে । আমি দেখতে আসতে পারি জানানো ছিল ।" তিনি বলেন, "পুলিশ এখানে দাঁড় করিয়ে বলে ঢুকতে গেলে পারমিশন নিয়ে আসতে হবে । এখানে মেয়র আসছে, সংসদ আসছে, তারা এখানে বসে থাকছে, যা খুশি করছে, তারা সব কিছু করতে পারে, একজন সাংসদ হিসাবে আমি এখানে আসতে পারি না একজন বাচ্চাকে দেখতে, একজন মা হিসাবে পারি না?"

লকেট বলেন, "কাল যখন ঘটনাটি হয়েছে তখন কাছাকাছি ছিলাম । বাচ্চাদের কান্নাকাটি আমার খারাপ লেগেছিল । সেই জায়গা থেকে এখানে এসেছি । কিন্তু এটাতেও রাজনীতি ‌। বাচ্চার এ রকম কন্ডিশন হয়েছে । আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক । আর কিছু চাই না । কিন্তু এখানেও কেন তৃণমূল রাজনীতি করছে । তৃণমূলের সাংসদ আর BJP-র সাংসদ । লজ্জার কথা, পশ্চিমবঙ্গটা কোথায় চলে যাচ্ছে ।" তিনি বলেন, "সুপার স্পেশালিটি হাসপাতাল বলল হাসপাতালে সরঞ্জাম নেই । আমি সাংসদ তহবিলের টাকা থেকে দিতে চেয়েছিলাম । নেওয়ার কথা প্রথমে বলে ভয় পেয়ে ওরা চিঠি আমাকে ফিরিয়ে দিয়েছে ।"

তারপর তাঁর সংযোজন, "আমি একজন মা । আমার মনে হচ্ছে বাচ্চাটাকে কাল যখন দেখেছি, আজ একবার দেখে যাই । আমাকে আটকে দেওয়া হচ্ছে । কিন্তু তাঁদের সাংসদ, মেয়র সবাই এখানে আসেন। বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়েও এখানে রাজনীতি চলছে । লজ্জার কথা ।"

Last Updated : Feb 15, 2020, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.