ETV Bharat / city

Locket Chatterjee : সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট, তৃণমূল-যোগের জল্পনা তুঙ্গে - সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায়

শুক্রবার সল্টলেকের ইজ়েডসিসিতে আয়োজিত হয় বিজেপির মেগা অনুষ্ঠান ৷ নবনিযুক্ত রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয় ৷ সুকান্তর এই সংবর্ধনা সভায় অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ তাতেই শুরু হয়েছে জল্পানা ৷ এবার কি তাহলে লকেটও তৃণমূলে যাবেন ?

সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট, তৃণমূল-যোগের জল্পনা তুঙ্গে
সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট, তৃণমূল-যোগের জল্পনা তুঙ্গে
author img

By

Published : Oct 1, 2021, 10:58 PM IST

কলকাতা, 1 অক্টোবর : সল্টলেকের ইজ়েডসিসিতে (EZCC) বিজেপির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ তাতেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে ৷ এদিন বিজেপির হাইভোল্টেজ সংবর্ধনা সভা হয় ৷ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বঙ্গ বিজেপির সমস্ত শাখা সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয় । বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত থাকলেও নেই লকেট চট্টোপাধ্যায় । বিজেপির তরফে হুইপ জারি করা হয়, এই অনুষ্ঠানে সবাইকে হাজির থাকার জন্য । সেখানে লকেট চট্টোপাধ্যায় অনুপস্থিত ? তা হলে কী শেষ পর্যন্ত তৃণমূলেই যোগদান করছে লকেট ? বঙ্গবিজেপির অন্দর মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ।

বিজেপি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন লকেট ৷ ভবানীপুরের উপনির্বাচনে তাঁকে দেখা যায়নি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লকেটকে উত্তরখণ্ডের সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে । তাতেই রাজ্যের একাধিক কর্মসূচিতে অনুপস্থিত লকেট ।

সূত্রের দাবি, লকেট চট্টোপাধ্যায়ের বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের পর থেকেই । বাংলা থেকে 4 জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেও লকেট চট্টোপাধ্যায় জায়গা পাননি । এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর । কিছুদনের মধ্যেই জল্পনা তৈরি হয়, লকেট চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করছেন ।

বিজেপি সূত্রে খবর, এইপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লকেট চট্টোপাধ্যায়কে তলব করেন তাঁর নিজের বাসভবনে । দীর্ঘ বৈঠকের পর বরফ গলে বলেও জানা যায় । কেন্দ্রীয় নেতৃত্ব আশ্বাস দেয় লকেটকে বড় কোনও কেন্দ্রীয় পদে বসানো হবে । সূত্রের খবর, লকেটকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য পদ । কিন্ত তারপরও বিজেপির একাধিক বড় কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে না ।

এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় দিল্লি থেকে ইটিভি ভারতকে বলেন, "কোনও জল্পনা তৈরি করে লাভ নেই ৷ আমি বিজেপিতেই আছি । আমি দিল্লি আছি । সুকান্ত মজুমদার যখন দিল্লিতে এসেছিলেন । তখন আমি নিজে তাঁর বাসভবনে গিয়েছিলাম । আজ সকালে আমার সঙ্গে তাঁর কথা হয়েছে । এছাড়া আমি এখন উত্তরাখণ্ডের সহকারী পর্যবেক্ষক । তাই আমাকে এখন দিল্লিতে বেশি সময় দিতে হচ্ছে । তার জন্য রাজ্যের কর্মসূচিতে আমি সময় দিতে পারছি না ৷"

আরও পড়ুন : J. P. Nadda : বাংলায় দলত্যাগ ঠেকাতে এবার আসরে নামছেন জেপি নাড্ডা

কলকাতা, 1 অক্টোবর : সল্টলেকের ইজ়েডসিসিতে (EZCC) বিজেপির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ তাতেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে ৷ এদিন বিজেপির হাইভোল্টেজ সংবর্ধনা সভা হয় ৷ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বঙ্গ বিজেপির সমস্ত শাখা সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয় । বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত থাকলেও নেই লকেট চট্টোপাধ্যায় । বিজেপির তরফে হুইপ জারি করা হয়, এই অনুষ্ঠানে সবাইকে হাজির থাকার জন্য । সেখানে লকেট চট্টোপাধ্যায় অনুপস্থিত ? তা হলে কী শেষ পর্যন্ত তৃণমূলেই যোগদান করছে লকেট ? বঙ্গবিজেপির অন্দর মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ।

বিজেপি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন লকেট ৷ ভবানীপুরের উপনির্বাচনে তাঁকে দেখা যায়নি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লকেটকে উত্তরখণ্ডের সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে । তাতেই রাজ্যের একাধিক কর্মসূচিতে অনুপস্থিত লকেট ।

সূত্রের দাবি, লকেট চট্টোপাধ্যায়ের বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের পর থেকেই । বাংলা থেকে 4 জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেও লকেট চট্টোপাধ্যায় জায়গা পাননি । এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর । কিছুদনের মধ্যেই জল্পনা তৈরি হয়, লকেট চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করছেন ।

বিজেপি সূত্রে খবর, এইপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লকেট চট্টোপাধ্যায়কে তলব করেন তাঁর নিজের বাসভবনে । দীর্ঘ বৈঠকের পর বরফ গলে বলেও জানা যায় । কেন্দ্রীয় নেতৃত্ব আশ্বাস দেয় লকেটকে বড় কোনও কেন্দ্রীয় পদে বসানো হবে । সূত্রের খবর, লকেটকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য পদ । কিন্ত তারপরও বিজেপির একাধিক বড় কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে না ।

এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় দিল্লি থেকে ইটিভি ভারতকে বলেন, "কোনও জল্পনা তৈরি করে লাভ নেই ৷ আমি বিজেপিতেই আছি । আমি দিল্লি আছি । সুকান্ত মজুমদার যখন দিল্লিতে এসেছিলেন । তখন আমি নিজে তাঁর বাসভবনে গিয়েছিলাম । আজ সকালে আমার সঙ্গে তাঁর কথা হয়েছে । এছাড়া আমি এখন উত্তরাখণ্ডের সহকারী পর্যবেক্ষক । তাই আমাকে এখন দিল্লিতে বেশি সময় দিতে হচ্ছে । তার জন্য রাজ্যের কর্মসূচিতে আমি সময় দিতে পারছি না ৷"

আরও পড়ুন : J. P. Nadda : বাংলায় দলত্যাগ ঠেকাতে এবার আসরে নামছেন জেপি নাড্ডা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.