কলকাতা, 15 ফেব্রুয়ারি : ফের চরমে উঠল বিজেপির আদি এবং নব্যের গোষ্ঠীদ্বন্দ্ব। দক্ষিণ 24 পরগনা-সহ বিজেপির একাধিক সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন শুভংকর দত্ত মজুমদার। কিন্তু কিছুদিন আগেই দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। একজন ''দক্ষ নেতা''কে পদ থেকে সরানোর প্রতিবাদে বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। অফিসের সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। আর সেই বিক্ষোভের মুখে পড়ে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
বিজেপি সূত্রে খবর, এই বিক্ষোভ চলার পর উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে একটি বৈঠক হয়। উচ্চ নেতৃত্বের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
আরও পড়ুন: একুশের ভোট পরিচালনায় শহরের একটি পাঁচতারা হোটেল ভাড়া নিল বঙ্গ বিজেপি
লকেট চট্টোপাধ্যায় বলেন, "যাঁরা এদিন বিক্ষোভে শামিল হয়েছিলেন, আমি তাঁদের সঙ্গে কথা বলি। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। সমস্যা মিটে গিয়েছে।"