কলকাতা, 11 সেপ্টেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বউবাজারের এক মহিলার ৷ মৃতের নাম অঞ্জলি মল্লিক ৷ 2/এ স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দা তিনি ৷ গতকাল রাত 10টা 40 মিনিট নাগাদ মৃত্যু হয় 85 বছরের অঞ্জলির ।
রবিবার (8 সেপ্টেম্বর) নিজের বাড়ি ভাঙার খবর পেয়েছিলেন তিনি । পরিবারের বক্তব্য, নিজের বাড়ি ভাঙার সেই খবর সহ্য না করতে পেরে ঘটনাস্থানেই সেদিনই অসুস্থ হয়ে পড়েন অঞ্জলি । ভরতি করা হয় লেনিন সরণির এক বেসরকারি হাসপাতালে । সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয় । চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷
মেট্রো প্রকল্পের কাজের জন্য শনিবার ঘরছাড়া হয়েছিলেন বউবাজারের বেশ কয়েকটি পরিবার । অঞ্জলি মল্লিক সেইদিন পরিবারসহ বাড়ি ছেড়ে চলে গেছিলেন । এরপর রবিবার নিজের বাড়ি দেখতে এসেছিলেন । পরিবারের সদস্যদের দাবি, বাড়ি ভাঙার শোক সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে অঞ্জলিদেবীর ৷