ETV Bharat / city

বাড়ি ভাঙার খবরে অসুস্থ, 3 দিন পর হৃদরোগে মৃত বউবাজারের বাসিন্দা - Kolkata Metro disaster

বউবাজারের বাসিন্দার মৃত্যু ৷ পরিবারের দাবি বাড়ি ভাঙার খবর মানতে না পেরেই অসুস্থ হন তিনি ৷ তারপরই মৃত্যু ৷

বউবাজারের বাড়ি ভাঙ্গা সহ‍্য করতে না পেরে মৃত্যু গৃহিণীর
author img

By

Published : Sep 11, 2019, 11:51 AM IST

Updated : Sep 11, 2019, 12:17 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বউবাজারের এক মহিলার ৷ মৃতের নাম অঞ্জলি মল্লিক ৷ 2/এ স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দা তিনি ৷ গতকাল রাত 10টা 40 মিনিট নাগাদ মৃত্যু হয় 85 বছরের অঞ্জলির ।

রবিবার (8 সেপ্টেম্বর) নিজের বাড়ি ভাঙার খবর পেয়েছিলেন তিনি । পরিবারের বক্তব্য, নিজের বাড়ি ভাঙার সেই খবর সহ্য না করতে পেরে ঘটনাস্থানেই সেদিনই অসুস্থ হয়ে পড়েন অঞ্জলি । ভরতি করা হয় লেনিন সরণির এক বেসরকারি হাসপাতালে । সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয় । চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

মেট্রো প্রকল্পের কাজের জন্য শনিবার ঘরছাড়া হয়েছিলেন বউবাজারের বেশ কয়েকটি পরিবার । অঞ্জলি মল্লিক সেইদিন পরিবারসহ বাড়ি ছেড়ে চলে গেছিলেন । এরপর রবিবার নিজের বাড়ি দেখতে এসেছিলেন । পরিবারের সদস্যদের দাবি, বাড়ি ভাঙার শোক সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে অঞ্জলিদেবীর ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বউবাজারের এক মহিলার ৷ মৃতের নাম অঞ্জলি মল্লিক ৷ 2/এ স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দা তিনি ৷ গতকাল রাত 10টা 40 মিনিট নাগাদ মৃত্যু হয় 85 বছরের অঞ্জলির ।

রবিবার (8 সেপ্টেম্বর) নিজের বাড়ি ভাঙার খবর পেয়েছিলেন তিনি । পরিবারের বক্তব্য, নিজের বাড়ি ভাঙার সেই খবর সহ্য না করতে পেরে ঘটনাস্থানেই সেদিনই অসুস্থ হয়ে পড়েন অঞ্জলি । ভরতি করা হয় লেনিন সরণির এক বেসরকারি হাসপাতালে । সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয় । চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

মেট্রো প্রকল্পের কাজের জন্য শনিবার ঘরছাড়া হয়েছিলেন বউবাজারের বেশ কয়েকটি পরিবার । অঞ্জলি মল্লিক সেইদিন পরিবারসহ বাড়ি ছেড়ে চলে গেছিলেন । এরপর রবিবার নিজের বাড়ি দেখতে এসেছিলেন । পরিবারের সদস্যদের দাবি, বাড়ি ভাঙার শোক সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে অঞ্জলিদেবীর ৷

Intro:2/a স‍্যাকরা পাড়া লেনের বাসিন্দা ছিলেন অঞ্জলি মল্লিক। গতকাল রাতে 10:40 নাগাদ মৃত্যু হয় 40 বছরের অঞ্জলি মল্লিকের। 4 তারিখ শেষ বার নিজের বাড়ি ভাঙা দেখতে এসেছিলেন। নিজের বাড়ি ভাঙার সেই দৃশ্য সহ্য না করতে পেরে ঘটনা স্থানেই সেদিনই অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় লেনিন সরণিতেল জিডি হাসপাতাল) এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাত্রে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট অ্যাটাক।


Body:মেট্রো প্রকল্পের কাজের জন্য শনিবার ঘরছাড়া হয়েছিলেন বউবাজারের বহু পরিবার। অঞ্জলি মল্লিক সেইদিন পরিবারসহ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর রবিবার দিন নিজের বাড়ি দেখতে এসেছিলেন । কিন্তু বাড়ির সেই দৃশ্য তিনি দেখে সহ্য করতে পারেননি। ওই দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাত্রে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


Conclusion:
Last Updated : Sep 11, 2019, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.